আইপিএলে গম্ভীরের চেয়ার দখল করলেন ‘চ্যাম্পিয়ন’ ব্রাভো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৫৩
Thumbnail image

ঘরের ছেলে গৌতম গম্ভীর ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ফিরেছিলেন মেন্টর (পরামর্শক) হয়ে। এক মৌসুম কাটিয়েই চেয়ার ছাড়তে হচ্ছে গম্ভীরকে। তাঁর (গম্ভীর) জায়গায় এলেন ডোয়াইন ব্রাভো। 

কলকাতা আজ নিজেদের ফেসবুক পেজে ব্রাভোকে পরামর্শক করার ঘোষণা দিয়েছে। ক্রিকেট ছেড়ে নতুন যাত্রা শুরুর ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। ‘চ্যাম্পিয়ন’ গানের গায়ক বলেন, ‘ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) গত ১০ বছরে ত্রিনবাগো নাইট রাইডার্সের অংশ। বিভিন্ন লিগে নাইট রাইডার্সের পক্ষে এবং বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। তারা যেভাবে পরিচালন করে, সে কারণে অনেক সম্মান কাজ করে তাদের প্রতি। মালিকপক্ষের প্যাশন, ম্যানেজমেন্টের পেশাদারিত্ব, পরিবারের মতো পরিবেশ—সব মিলিয়ে বিশেষ এক জায়গা এটা। খেলোয়াড় থেকে মেন্টর বনে যাওয়া আমার জন্য এটা সঠিক প্ল্যাটফরম। পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের কোচিং করাতে পারব।’

২০০৮ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত আইপিএলে ১৬১ ম্যাচ খেলেছেন তিনি। চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ানস, গুজরাট লায়নস—এই তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। চেন্নাইয়ে বোলিং কোচের দায়িত্বেও ছিলেন। এবার সেই ‘অচেনা’ কলকাতায় নতুন দায়িত্ব পেয়েছেন ব্রাভো। ক্যারিবীয় এই অলরাউন্ডার কলকাতার পাশাপাশি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (মেজর লিগ ক্রিকেট), আবুধাবি নাইট রাইডার্স (আইএল টি-টোয়েন্টি), ত্রিনবাগো নাইট রাইডার্স (সিপিএল)—এই তিন ফ্র্যাঞ্চাইজির দায়িত্বও পেয়েছেন। ক্রিকইনফো জানতে পেরেছে যে নাইট রাইডার্স গ্রুপের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোরের সঙ্গে কদিন আগে দেখা করেন ব্রাভো। তাঁর (ব্রাভো) পরামর্শক হিসেবে যোগ দেওয়া নিয়ে মাইশোরও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

ক্রিকেট ছেড়ে দিয়ে গত রাতে ঝারা হাত-পা হয়েছেন ব্রাভো। ক্যারিবীয় এই পেসার গত রাতে নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘মন চালিয়ে যেতে চায়। তবে শরীর আর ধকল সহ্য করতে পারছে না। নিজেকে এমন অবস্থানে ঠেলে দিতে পারব না যাতে  সতীর্থ, ভক্ত কিংবা যে দলের হয়ে খেলেছি, তারা কষ্ট পাবেন। তাই দুঃখ ভারাক্রান্ত হৃদয়েই আনুষ্ঠানিকভাবে খেলাটি থেকে আমার অবসর ঘোষণা করছি। চ্যাম্পিয়ন আজ বিদায় জানাচ্ছে।’

২০২৪ সিপিএল দিয়েই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন ব্রাভো। তবে গত মঙ্গলবার সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে কুঁচকিতে চোট পান তিনি।   টুর্নামেন্টে বাকি অংশ থেকে ছিটকে পড়া নিশ্চিত হওয়ায় অবসরের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। এবারের সিপিএলে তিনি ছিলেন ত্রিনবাগো নাইট রাইডার্স দলে। 

আন্তর্জাতিক ক্রিকেট ব্রাভো ছাড়েন ২০২১ সালে। ২০০৪ থেকে শুরু করে ১৭ বছরের ক্যারিয়ারে খেলেন ৪০ টেস্ট, ১৬৪ ওয়ানডে ও ৯১ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তিন সংস্করণ মিলে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ২৯৫ ম্যাচে ২৬.৩২ গড়ে করেন ৬৪২৩ রান। সেঞ্চুরি করেছেন ৫টি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট ৩৬৩। ২০১২ ও ২০১৬ সালে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত