আম্পায়ারকে হত্যার হুমকি দিয়ে আজীবন নিষিদ্ধ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ৩১
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩: ০০

আম্পায়ারকে শারীরিক নির্যাতন ও হত্যার হুমকি দেওয়ায় আজীবন নিষিদ্ধ হয়েছেন টিমোথি উইয়ার। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ উইয়ারের নিষিদ্ধ হওয়ার বিষটি নিশ্চিত করেছে। 

গিসবর্নে ওবিআর ক্রিকেট ক্লাবের হয়ে খেলতেন উইয়ার। গত ৪ ডিসেম্বর হাইস্কুল ওল্ড বয়েস ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের শেষে আম্পায়ারকে হত্যার হুমকি দেন উইয়ার। পরে আচরণবিধি ভাঙার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগ গুরুতর হওয়ায় স্বাধীন বিচার বিভাগীয় প্যানেলের মাধ্যমে বিচার শুরু হয়। প্যানেল তদন্ত করে এবং সাক্ষীদের সঙ্গে কথা বলে উইয়ারের বিরুদ্ধে লেভেল-৪ ধারা ভাঙার প্রমাণ পেয়েছে। 

অভিযোগ অস্বীকার করেননি উইয়ার। শুনানি ছাড়াই তাই লেভেল-৪ অপরাধে তাঁকে সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দা পোভার্টি বে ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁকে আজীবন নিষিদ্ধ করে। এই অপরাধের আপিল করার সুযোগ নেই। এর আগেও উইয়ার দুবার নিয়ম ভেঙেছিলেন বলে জানা যায়। শাস্তি পেয়েছে তাঁর ক্লাবও। প্রতিযোগিতাটি থেকে ওবিআর ক্রিকেট ক্লাবের ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত