ক্রীড়া ডেস্ক
সাউদাম্পটনে গত রাতের ঘটনা যে চাইলেও ভুলতে পারবেন না রশিদ খান। আফগান লেগ স্পিনারকে দুঃস্বপ্নের রাত উপহার দিয়েছেন কাইরন পোলার্ড। পাঁচ ছক্কা হজম করে বিব্রতকর রেকর্ডে নাম উঠে গেছে রশিদের।
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ সাউদার্ন ব্রেভের হয়ে খেলছেন পোলার্ড। রশিদ খেলেছেন ট্রেন্ট রকেটসের হয়ে। সাউদাম্পটনে গত রাতে ৮১ থেকে ৮৫—এই পাঁচ বল করতে আসেন তিনি। পোলার্ড প্রথম বল উড়িয়ে মারলেন কাউ কর্নারের ওপর দিয়ে। পরের ছক্কার গন্তব্য লং অফ। তৃতীয় বলে পোলার্ড ছক্কা মারলেন রশিদের মাথার ওপর দিয়ে। হ্যাটট্রিক ছক্কার পর পোলার্ডকে পেয়ে বসে রেকর্ডের নেশা। চতুর্থ ও পঞ্চম বলে ডিপ মিড উইকেট ও লং অফ দিয়ে ছক্কা মেরে রশিদকে বিব্রতকর রেকর্ডে ফেলে দিলেন পোলার্ড। হান্ড্রেডে প্রথম বোলার হিসেবে পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করা প্রথম বোলার বনে গেলেন তিনি।
রেকর্ড গড়া পোলার্ড গত রাতে সাউদার্ন ব্রেভকে এনে দেন রুদ্ধশ্বাস এক জয়। ১২৭ রানের লক্ষ্যে নেমে ১ বল হাতে রেখেই ২ উইকেটে জয় পায় ব্রেভ। ২৩ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পোলার্ড বলেন, ‘আমি তার (রশিদ) বিপক্ষে অনেক খেলেছি। অনেকবার আউটও হয়েছি। কী হচ্ছে, সেটা দেখতে চাচ্ছিলাম। তবে জানতাম যে রশিদ কোন লেংথে বোলিং করবে। তিনটা বল করেছে ফুল লেংথে, যা ছিল আমার আয়ত্তের মধ্যে। তখন নিজেকে থামানোর মতো অবস্থা ছিল না। সর্বোচ্চ রান নেওয়ার চেষ্টা করছিলাম।’
এর আগে টি-টোয়েন্টিতে ছয় ছক্কা মারার কীর্তি গড়েন পোলার্ড। অ্যান্টিগার কুলিজ গ্রাউন্ডে ২০২১ সালে ক্যারিবীয় এই ব্যাটার এক ওভারে ছয় ছক্কা মারেন শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনাঞ্জয়াকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এক ওভারে ছয় ছক্কার ঘটনা ঘটেছে তিনটি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কা মেরে উদ্বোধনটা করেন যুবরাজ সিং। যুবরাজ, পোলার্ডের পর এ বছর তৃতীয় ব্যাটার হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখান নেপালের দীপেন্দ্র সিং আইরি। কাতারের কামরান খানকে ছয় ছক্কা মারেন ঐরি।
কখনো কোচ, কখনো খেলোয়াড়—টি-টোয়েন্টিতে বর্তমানে দুই পরিচয়ই বজায় রাখছেন পোলার্ড। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সহকারী কোচ ছিলেন তিনি।
সাউদাম্পটনে গত রাতের ঘটনা যে চাইলেও ভুলতে পারবেন না রশিদ খান। আফগান লেগ স্পিনারকে দুঃস্বপ্নের রাত উপহার দিয়েছেন কাইরন পোলার্ড। পাঁচ ছক্কা হজম করে বিব্রতকর রেকর্ডে নাম উঠে গেছে রশিদের।
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ সাউদার্ন ব্রেভের হয়ে খেলছেন পোলার্ড। রশিদ খেলেছেন ট্রেন্ট রকেটসের হয়ে। সাউদাম্পটনে গত রাতে ৮১ থেকে ৮৫—এই পাঁচ বল করতে আসেন তিনি। পোলার্ড প্রথম বল উড়িয়ে মারলেন কাউ কর্নারের ওপর দিয়ে। পরের ছক্কার গন্তব্য লং অফ। তৃতীয় বলে পোলার্ড ছক্কা মারলেন রশিদের মাথার ওপর দিয়ে। হ্যাটট্রিক ছক্কার পর পোলার্ডকে পেয়ে বসে রেকর্ডের নেশা। চতুর্থ ও পঞ্চম বলে ডিপ মিড উইকেট ও লং অফ দিয়ে ছক্কা মেরে রশিদকে বিব্রতকর রেকর্ডে ফেলে দিলেন পোলার্ড। হান্ড্রেডে প্রথম বোলার হিসেবে পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করা প্রথম বোলার বনে গেলেন তিনি।
রেকর্ড গড়া পোলার্ড গত রাতে সাউদার্ন ব্রেভকে এনে দেন রুদ্ধশ্বাস এক জয়। ১২৭ রানের লক্ষ্যে নেমে ১ বল হাতে রেখেই ২ উইকেটে জয় পায় ব্রেভ। ২৩ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পোলার্ড বলেন, ‘আমি তার (রশিদ) বিপক্ষে অনেক খেলেছি। অনেকবার আউটও হয়েছি। কী হচ্ছে, সেটা দেখতে চাচ্ছিলাম। তবে জানতাম যে রশিদ কোন লেংথে বোলিং করবে। তিনটা বল করেছে ফুল লেংথে, যা ছিল আমার আয়ত্তের মধ্যে। তখন নিজেকে থামানোর মতো অবস্থা ছিল না। সর্বোচ্চ রান নেওয়ার চেষ্টা করছিলাম।’
এর আগে টি-টোয়েন্টিতে ছয় ছক্কা মারার কীর্তি গড়েন পোলার্ড। অ্যান্টিগার কুলিজ গ্রাউন্ডে ২০২১ সালে ক্যারিবীয় এই ব্যাটার এক ওভারে ছয় ছক্কা মারেন শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনাঞ্জয়াকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এক ওভারে ছয় ছক্কার ঘটনা ঘটেছে তিনটি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কা মেরে উদ্বোধনটা করেন যুবরাজ সিং। যুবরাজ, পোলার্ডের পর এ বছর তৃতীয় ব্যাটার হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখান নেপালের দীপেন্দ্র সিং আইরি। কাতারের কামরান খানকে ছয় ছক্কা মারেন ঐরি।
কখনো কোচ, কখনো খেলোয়াড়—টি-টোয়েন্টিতে বর্তমানে দুই পরিচয়ই বজায় রাখছেন পোলার্ড। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সহকারী কোচ ছিলেন তিনি।
দায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
২৯ মিনিট আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১ ঘণ্টা আগেরেফারির শেষ বাঁশি বাজার পরই পিনপতন নীরবতা কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। কারণটা ঘরের মাঠে আবারও শিরোপা ভঙ্গের বেদনায়। প্রতিপক্ষ সেই বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বেই বাংলাদেশ টানা দ্বিতীয়বার জিতল নারী সাফের শিরোপা।
১ ঘণ্টা আগে২০২১ সালের অক্টোবরে নির্বাচিত বিসিবির পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হতে এখনো এক বছর বাকি থাকলেও ক্ষমতার পটপরিবর্তনে বেশির ভাগ পরিচালক এখন অদৃশ্য! আজ বিসিবি আনুষ্ঠানিকভাবেই জানিয়েছে, ১১জন পরিচালকের পদ বাতিলের বিষয়টি।
২ ঘণ্টা আগে