ক্রীড়া ডেস্ক
সিলেটে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে ভালো মন্দের মিশেলে খেলেছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট পেলেও প্রথম দুই সেশনে তেমন একটা দাপট দেখাতে পারেনি নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগে দুর্দান্ত সেঞ্চুরি করলেন কেন উইলিয়ামসন। সেই ‘গলার কাঁটা’ উইলিয়ামসনসহ শেষ বিকেলে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ।
সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ৩১০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ডের ৩৬ রানে পড়ে যায় প্রথম উইকেট। এরপরই তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন উইলিয়াসন। তিনি আসার পর দলীয় ৪৪ রানে হারায় দ্বিতীয় উইকেট। দ্রুত ২ উইকেট হারানোর পর সাবধানী ব্যাটিং করতে থাকেন উইলিয়ামসন। পরিস্থিতি অনুযায়ী কীভাবে ব্যাটিং করতে হয়, সেটা তাঁর যেন ভালোই জানা। ৭৫ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৩৪ তম ফিফটি।
৩১০ রানে ৯ উইকেটে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ খেলতে পেরেছে মাত্র ১ বল। দিনের প্রথম বলেই শরীফুল ইসলামকে এলবিডব্লুর ফাঁদে ফেললে ৩১০ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ড ৪৪ রানেই হারিয়ে বসে ২ উইকেট। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা উইলিয়ামসন বেশ সাবধানী ব্যাটিং করেছেন। তৃতীয় উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ৫৪ রানের জুটি গড়তে অবদান রেখেছন উইলিয়ামসন। নিকোলসকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচে পরিণত করে জুটি ভাঙেন শরীফুল।
নিকোলসের বিদায়ে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৯৮ রান। ৩ উইকেট হারানোর পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন ড্যারিল মিচেল। চতুর্থ উইকেটে মিচেলের সঙ্গে ৬৬ রানের জুটি গড়তেও এবার অবদান রেখেছন উইলিয়ামসন। যেখানে মিচেলের সঙ্গে ঘটেছে মজার ঘটনা। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান তো ড্যারিল মিচেলের ক্যাচ নিয়ে বুঝতে পারলেন না ব্যাটে লেগেছে কি না। রিভিউ নেওয়া হলো না, পরে টিভি রিপ্লেতে দেখা যায়, মিচেলের ব্যাট ছুঁয়ে সোহানের হাতে জমা পড়েছে বল। মিচেলের এই ইনিংস ৪১ রানে থামে। তাইজুল ইসলামের বলে সামনে এগিয়ে ডিফেন্স করতে গেলে মিচেলকে স্টাম্পিং করেন সোহান। মিচেল আউট হলে ৪ উইকেটে ১৬৪ রান হয়ে যায় নিউজিল্যান্ডের।
মিচেলের পাশাপাশি জীবন পেয়েছেন উইলিয়ামসনও। ৪৯ তম ওভারের শেষ বলে নাঈম হাসানকে স্লগ সুইপ করতে যান উইলিয়ামসন। মিড উইকেটে সেই সহজ সুযোগ হাতছাড়া করেছেন তাইজুল। নিউজিল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়কের রান তখন ৫৯। এরই মধ্যে কিউই উইকেটরক্ষক ব্যাটার টম ব্লান্ডেলের উইকেট তুলে নেন নাঈম। ১৭৫ রানে ৫ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন গ্লেন ফিলিপস। ফিলিপস কিছুটা ওয়ানডে ঘরানায় ব্যাটিং করলেও ধীরস্থির ছিলেন উইলিয়ামসন। ৭৬ তম ওভারের চতুর্থ বলে নাঈমকে স্কয়ার লেগে ঠেলে উইলিয়ামসন পৌঁছে যান তিন অঙ্কে। ১৮৯ বল লেগেছে এই সেঞ্চুরি করতে। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি এখন তাঁর।
উইলিয়ামসনের সেঞ্চুরি করার আগেই ষষ্ঠ উইকেটে ফিলিপস-উইলিয়ামসনের ৭৮ রানের জুটি ভেঙেছেন মুমিনুল হক। ৭৫ তম ওভারের শেষ বলে ফিলিপস ডিফেন্স করতে গেলে এজ হয়ে যায়। স্লিপে দুর্দান্ত ক্যাচ ধরেছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। ৬২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪২ রান করেছেন ফিলিপস। প্রায় ২ বছর পর টেস্টে বোলিং করতে নেমেই উইকেট পেলেন মুমিনুল। সেঞ্চুরির পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি উইলিয়ামসন। ৮১ তম ওভারের পঞ্চম বলে তাইজুলের অসাধারণ আর্ম ডেলিভারিতে বোল্ড হয়ে যান উইলিয়ামসন। ২০৫ বলে ১১ চারে ১০৪ রান করেন নিউজিল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক।
উইলিয়ামসনকে ফেরানোর পর দ্রুত আরেকটি উইকেট নিয়েছেন তাইজুল। ৮৩ তম ওভারের পঞ্চম বলে ইশ সোধি ডিফেন্স করতে গেলে ইনসাইড এজ হয়ে যায়। উইকেটরক্ষক সোহানের প্যাডে লেগে বল চলে যায় শর্ট লেগে। এরপর দুর্দান্ত ক্যাচ ধরেন শাহাদাত হোসেন দিপু। ফিলিপস, উইলিয়ামসন, সোধি দ্রুত ৩ উইকেট হারালে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৮ উইকেটে ২৬৪ রান। সোধি ফেরার পর খেলা হয়েছে মাত্র ৭ বল। আলোকস্বল্পতায় দ্রুত শেষ হয়ে যায় দিনের খেলা। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ২৬৬ রান করতে পেরেছিল নিউজিল্যান্ড। এখনো ৪৪ রানে পিছিয়ে আছে কিউইরা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাইজুল। ১টি করে উইকেট নিয়েছেন শরীফুল, মেহেদী হাসান মিরাজ, নাঈম ও মুমিনুল।
সিলেটে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে ভালো মন্দের মিশেলে খেলেছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট পেলেও প্রথম দুই সেশনে তেমন একটা দাপট দেখাতে পারেনি নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগে দুর্দান্ত সেঞ্চুরি করলেন কেন উইলিয়ামসন। সেই ‘গলার কাঁটা’ উইলিয়ামসনসহ শেষ বিকেলে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ।
সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ৩১০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ডের ৩৬ রানে পড়ে যায় প্রথম উইকেট। এরপরই তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন উইলিয়াসন। তিনি আসার পর দলীয় ৪৪ রানে হারায় দ্বিতীয় উইকেট। দ্রুত ২ উইকেট হারানোর পর সাবধানী ব্যাটিং করতে থাকেন উইলিয়ামসন। পরিস্থিতি অনুযায়ী কীভাবে ব্যাটিং করতে হয়, সেটা তাঁর যেন ভালোই জানা। ৭৫ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৩৪ তম ফিফটি।
৩১০ রানে ৯ উইকেটে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ খেলতে পেরেছে মাত্র ১ বল। দিনের প্রথম বলেই শরীফুল ইসলামকে এলবিডব্লুর ফাঁদে ফেললে ৩১০ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ড ৪৪ রানেই হারিয়ে বসে ২ উইকেট। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা উইলিয়ামসন বেশ সাবধানী ব্যাটিং করেছেন। তৃতীয় উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ৫৪ রানের জুটি গড়তে অবদান রেখেছন উইলিয়ামসন। নিকোলসকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচে পরিণত করে জুটি ভাঙেন শরীফুল।
নিকোলসের বিদায়ে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৯৮ রান। ৩ উইকেট হারানোর পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন ড্যারিল মিচেল। চতুর্থ উইকেটে মিচেলের সঙ্গে ৬৬ রানের জুটি গড়তেও এবার অবদান রেখেছন উইলিয়ামসন। যেখানে মিচেলের সঙ্গে ঘটেছে মজার ঘটনা। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান তো ড্যারিল মিচেলের ক্যাচ নিয়ে বুঝতে পারলেন না ব্যাটে লেগেছে কি না। রিভিউ নেওয়া হলো না, পরে টিভি রিপ্লেতে দেখা যায়, মিচেলের ব্যাট ছুঁয়ে সোহানের হাতে জমা পড়েছে বল। মিচেলের এই ইনিংস ৪১ রানে থামে। তাইজুল ইসলামের বলে সামনে এগিয়ে ডিফেন্স করতে গেলে মিচেলকে স্টাম্পিং করেন সোহান। মিচেল আউট হলে ৪ উইকেটে ১৬৪ রান হয়ে যায় নিউজিল্যান্ডের।
মিচেলের পাশাপাশি জীবন পেয়েছেন উইলিয়ামসনও। ৪৯ তম ওভারের শেষ বলে নাঈম হাসানকে স্লগ সুইপ করতে যান উইলিয়ামসন। মিড উইকেটে সেই সহজ সুযোগ হাতছাড়া করেছেন তাইজুল। নিউজিল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়কের রান তখন ৫৯। এরই মধ্যে কিউই উইকেটরক্ষক ব্যাটার টম ব্লান্ডেলের উইকেট তুলে নেন নাঈম। ১৭৫ রানে ৫ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন গ্লেন ফিলিপস। ফিলিপস কিছুটা ওয়ানডে ঘরানায় ব্যাটিং করলেও ধীরস্থির ছিলেন উইলিয়ামসন। ৭৬ তম ওভারের চতুর্থ বলে নাঈমকে স্কয়ার লেগে ঠেলে উইলিয়ামসন পৌঁছে যান তিন অঙ্কে। ১৮৯ বল লেগেছে এই সেঞ্চুরি করতে। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি এখন তাঁর।
উইলিয়ামসনের সেঞ্চুরি করার আগেই ষষ্ঠ উইকেটে ফিলিপস-উইলিয়ামসনের ৭৮ রানের জুটি ভেঙেছেন মুমিনুল হক। ৭৫ তম ওভারের শেষ বলে ফিলিপস ডিফেন্স করতে গেলে এজ হয়ে যায়। স্লিপে দুর্দান্ত ক্যাচ ধরেছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। ৬২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪২ রান করেছেন ফিলিপস। প্রায় ২ বছর পর টেস্টে বোলিং করতে নেমেই উইকেট পেলেন মুমিনুল। সেঞ্চুরির পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি উইলিয়ামসন। ৮১ তম ওভারের পঞ্চম বলে তাইজুলের অসাধারণ আর্ম ডেলিভারিতে বোল্ড হয়ে যান উইলিয়ামসন। ২০৫ বলে ১১ চারে ১০৪ রান করেন নিউজিল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক।
উইলিয়ামসনকে ফেরানোর পর দ্রুত আরেকটি উইকেট নিয়েছেন তাইজুল। ৮৩ তম ওভারের পঞ্চম বলে ইশ সোধি ডিফেন্স করতে গেলে ইনসাইড এজ হয়ে যায়। উইকেটরক্ষক সোহানের প্যাডে লেগে বল চলে যায় শর্ট লেগে। এরপর দুর্দান্ত ক্যাচ ধরেন শাহাদাত হোসেন দিপু। ফিলিপস, উইলিয়ামসন, সোধি দ্রুত ৩ উইকেট হারালে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৮ উইকেটে ২৬৪ রান। সোধি ফেরার পর খেলা হয়েছে মাত্র ৭ বল। আলোকস্বল্পতায় দ্রুত শেষ হয়ে যায় দিনের খেলা। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ২৬৬ রান করতে পেরেছিল নিউজিল্যান্ড। এখনো ৪৪ রানে পিছিয়ে আছে কিউইরা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাইজুল। ১টি করে উইকেট নিয়েছেন শরীফুল, মেহেদী হাসান মিরাজ, নাঈম ও মুমিনুল।
টেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
১ মিনিট আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
২ ঘণ্টা আগে