ক্রীড়া ডেস্ক
দুঃসময়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না মাইকেল স্ল্যাটার। ঘরোয়া সহিংসতার ঘটনায় মামলা ছিল তাঁর ওপর। মামলা থেকে নিষ্কৃতি পেতে জামিনের আবেদনও করেন। তবে জামিন আর পাওয়া হলো না। এমন দুঃসংবাদ শুনে ভাষা হারিয়ে ফেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার।
চলতি সপ্তাহের প্রথম দিকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ম্যারুকিডোর পুলিশ গ্রেপ্তার করেন স্ল্যাটারকে। জামিনের আবেদন করার পর ম্যারুকিডোর ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাঁকে। জামিনের শুনানিতে যখন যান, তখন সবুজ পোশাক পরেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার। আদালত যখন জামিন আবেদন নাকোচ করেন, তখন হতাশায় মুখ ঢাকেন স্ল্যাটার। কারেক্টিভ সেলের স্টাফরা যখন স্ল্যাটারকে সেলে নিয়ে যাচ্ছিলেন, তখনই সংজ্ঞা হারান তিনি (স্ল্যাটার)।
স্ল্যাটারের আইনজীবী মাইকেল রবিনসন জানিয়েছেন, তিনি (স্ল্যাটার) সিডনির পুনর্বাসন কেন্দ্রে থাকার পরিকল্পনা করেন। এটা সম্ভব হতো যদি অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার জামিন পেতেন। রবিনসন বলেন, ‘আদালতের সামনে এসব প্রমাণ দাখিল করা হয়েছে। আশা করি, তিনি বিচারের আওতামুক্ত থাকবেন ও পুনর্বাসনপ্রক্রিয়ার সুবিধা পাবেন।’ তবে জামিন আবেদনের বিরোধিতা করেন পুলিশ।
১৯ অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। কাউকে অযাচিতভাবে উত্যক্ত করা, ভয় দেখানোর মতো ঘরোয়া সহিংসতামূলক অভিযোগ রয়েছে। এছাড়া রাতে কারও সঙ্গে ঝগড়ায় জড়ানো, বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন যেমন কাউকে শ্বাসরোধ করার মতো অভিযোগও রয়েছে। ঘটনাগুলো হিসেব করা হয়েছে ২০২৩ এর ৫ ডিসেম্বর থেকে এ বছরের ১২ এপ্রিল পর্যন্ত। স্ল্যাটারের অনেক অপরাধকর্ম সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
১৯৯৩ সালের ৩ জুন অ্যাশেজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্ল্যাটারের। ২০০৪ পর্যন্ত দীর্ঘ ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ৭৪ টেস্ট ও ৪২ ওয়ানডে। ১১৬ ম্যাচে ৩৮.১৭ গড়ে করেছেন ৬২৯৯ রান। ১৪ সেঞ্চুরির পাশাপাশি করেন ৩০ ফিফটি।
দুঃসময়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না মাইকেল স্ল্যাটার। ঘরোয়া সহিংসতার ঘটনায় মামলা ছিল তাঁর ওপর। মামলা থেকে নিষ্কৃতি পেতে জামিনের আবেদনও করেন। তবে জামিন আর পাওয়া হলো না। এমন দুঃসংবাদ শুনে ভাষা হারিয়ে ফেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার।
চলতি সপ্তাহের প্রথম দিকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ম্যারুকিডোর পুলিশ গ্রেপ্তার করেন স্ল্যাটারকে। জামিনের আবেদন করার পর ম্যারুকিডোর ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাঁকে। জামিনের শুনানিতে যখন যান, তখন সবুজ পোশাক পরেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার। আদালত যখন জামিন আবেদন নাকোচ করেন, তখন হতাশায় মুখ ঢাকেন স্ল্যাটার। কারেক্টিভ সেলের স্টাফরা যখন স্ল্যাটারকে সেলে নিয়ে যাচ্ছিলেন, তখনই সংজ্ঞা হারান তিনি (স্ল্যাটার)।
স্ল্যাটারের আইনজীবী মাইকেল রবিনসন জানিয়েছেন, তিনি (স্ল্যাটার) সিডনির পুনর্বাসন কেন্দ্রে থাকার পরিকল্পনা করেন। এটা সম্ভব হতো যদি অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার জামিন পেতেন। রবিনসন বলেন, ‘আদালতের সামনে এসব প্রমাণ দাখিল করা হয়েছে। আশা করি, তিনি বিচারের আওতামুক্ত থাকবেন ও পুনর্বাসনপ্রক্রিয়ার সুবিধা পাবেন।’ তবে জামিন আবেদনের বিরোধিতা করেন পুলিশ।
১৯ অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। কাউকে অযাচিতভাবে উত্যক্ত করা, ভয় দেখানোর মতো ঘরোয়া সহিংসতামূলক অভিযোগ রয়েছে। এছাড়া রাতে কারও সঙ্গে ঝগড়ায় জড়ানো, বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন যেমন কাউকে শ্বাসরোধ করার মতো অভিযোগও রয়েছে। ঘটনাগুলো হিসেব করা হয়েছে ২০২৩ এর ৫ ডিসেম্বর থেকে এ বছরের ১২ এপ্রিল পর্যন্ত। স্ল্যাটারের অনেক অপরাধকর্ম সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
১৯৯৩ সালের ৩ জুন অ্যাশেজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্ল্যাটারের। ২০০৪ পর্যন্ত দীর্ঘ ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ৭৪ টেস্ট ও ৪২ ওয়ানডে। ১১৬ ম্যাচে ৩৮.১৭ গড়ে করেছেন ৬২৯৯ রান। ১৪ সেঞ্চুরির পাশাপাশি করেন ৩০ ফিফটি।
‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
১ ঘণ্টা আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
১ ঘণ্টা আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
২ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৫ ঘণ্টা আগে