ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে গতকাল মিরপুরে প্রথম ওয়ানডেতে সহজ ম্যাচ হেরে ভারতকে এমনিতেই শুনতে হচ্ছে কঠোর সমালোচনা। এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও শাস্তি পেল ভারত। স্লো-ওভার রেটের কারণে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
আইসিসির এলিট প্যানেলের রেফারি রঞ্জন মাধুগালে এমন শাস্তি দিয়েছেন ভারতীয় খেলোয়াড়দের।আইসিসির খেলোয়াড়দের আচরণবিধি ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার না করতে পারলে জরিমানা গুনতে হবে ২০ শতাংশ। যেখানে ভারত গতকাল নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার বোলিং কম করেছে।
গতকাল প্রথম ওয়ানডেতে অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে সৈকত এবং চতুর্থ আম্পায়ার ছিলেন গাজী সোহেল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দায় শিকার করে শাস্তি মেনে নিয়েছেন।তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
প্রথম ওয়ানডেতে ১ উইকেটে জিতে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ৭ ডিসেম্বর ও ১০ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে হবে মিরপুরে এবং তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে।
বাংলাদেশের বিপক্ষে গতকাল মিরপুরে প্রথম ওয়ানডেতে সহজ ম্যাচ হেরে ভারতকে এমনিতেই শুনতে হচ্ছে কঠোর সমালোচনা। এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও শাস্তি পেল ভারত। স্লো-ওভার রেটের কারণে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
আইসিসির এলিট প্যানেলের রেফারি রঞ্জন মাধুগালে এমন শাস্তি দিয়েছেন ভারতীয় খেলোয়াড়দের।আইসিসির খেলোয়াড়দের আচরণবিধি ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার না করতে পারলে জরিমানা গুনতে হবে ২০ শতাংশ। যেখানে ভারত গতকাল নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার বোলিং কম করেছে।
গতকাল প্রথম ওয়ানডেতে অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে সৈকত এবং চতুর্থ আম্পায়ার ছিলেন গাজী সোহেল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দায় শিকার করে শাস্তি মেনে নিয়েছেন।তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
প্রথম ওয়ানডেতে ১ উইকেটে জিতে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ৭ ডিসেম্বর ও ১০ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে হবে মিরপুরে এবং তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
২ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
২ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
২ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৩ ঘণ্টা আগে