ক্রীড়া ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেই প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট খেলছেন রিশাদ হোসেন। ঘূর্ণিজাদুতে ব্যাটারদের বোকা বানাচ্ছেন দারুণভাবে। ম্যাচের ভোল পাল্টে দিচ্ছেন মুহূর্তেই।
এবারের বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন রিশাদ। বাংলাদেশের এই লেগস্পিনার বোলিং করেছেন ৭.২৫ ইকোনমিতে। প্রতি ম্যাচেই তিনি ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করেছেন। সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় আছেন ৯ নম্বরে। ডালাসে গত ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি ইভেন্টে অভিষেক হয় রিশাদের। ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন। যার মধ্যে চারিথ আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পরপর দুই বলে আউট করেন রিশাদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলনামূলক খরুচে হলেও ডেভিড মিলারের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। পরশু নেদারল্যান্ডসের হাত থেকে যখন বাংলাদেশের ম্যাচ ফসকে যাচ্ছিল, সেই সময় সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিড—দুই ব্যাটারকে এক ওভারে ফেরান রিশাদ। দুই ডাচ ব্যাটারকে এক ওভারে ফেরানোর পর রিশাদ ফেরান লোগা ফন বিককে। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি জিতে যায় ২৫ রানে।
৩ ম্যাচে ১২ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী ফজলহক ফারুকি। আফগান পেসারের ইকোনমি ৩.৭০। উগান্ডা, নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে ৫,৪ ও ৩ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এবারের বিশ্বকাপেই করেছেন। আফগানরা যে তিন ম্যাচ জিতেছে, তার দুটিতেই হয়েছেন ম্যাচসেরা। ৯ উইকেট নিয়ে দুইয়ে আছেন এনরিখ নরকীয়া। ৮টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা ও আলজারি জোসেফ। রিশাদ, আকিল হোসেইন, ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং—এই পাঁচ বোলার নেন ৭টি করে উইকেট। ফ্লোরিডার লডারহিলে আজ ভারত-কানাডা ম্যাচ পরিত্যক্ত না হলে আর্শদীপ, পান্ডিয়ার উইকেট আরও বাড়তে পারত।
উইকেট সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে রিশাদেরও। সুপার এইটে বাংলাদেশ খেলবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সুপার এইটে না উঠলেও অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। ‘ডি’ গ্রুপে ৩ ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট ও + ০.৪৭৮ নেট রানরেট এখন দলটির। নেদারল্যান্ডসকে সুপার এইটে উঠতে হলে লঙ্কানদের বড় ব্যবধানে তো হারাতে হবেই। পাশাপাশি ডাচদের হিসেবে রাখতে হবে নেট রানরেট এবং বাংলাদেশ যেন নেপালের কাছে হারে, সেই প্রার্থনা করতে হবে ডাচদের। পরশু সেন্ট ভিনসেন্টে খেলবে বাংলাদেশ-নেপাল। একই দিন শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস মুখোমুখি হবে সেন্ট লুসিয়ায়।
ফারুকির মতো রশিদ খানও এবার আছেন দারুণ ছন্দে। রশিদ নিয়েছেন ৬ উইকেট। বোলিং করেছেন ৪.৫০ ইকোনমিতে। সেন্ট লুসিয়ায় ১৮ জুন বাংলাদেশ সময় সকালে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্ব। আফগান, ওয়েস্ট ইন্ডিজ—‘সি’ গ্রুপের দুটি দলই তিনটি করে ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে। শেষ ম্যাচে যে-ই জিতুক, আফগানিস্তান সি১ হয়েই উঠবে। নিউজিল্যান্ড যেহেতু উঠতে পারেনি পরের রাউন্ডে, তাদের সি১ সিডিংটা পাচ্ছে আফগানরা। ওয়েস্ট ইন্ডিজ উঠবে সি২ হিসেবে।
২০২৪ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি দশ বোলার
উইকেট ইকোনমি দল
ফজলহক ফারুকি ১২ ৩.৭০ আফগানিস্তান
এনরিখ নরকীয়া ৯ ৪.৩৭ দক্ষিণ আফ্রিকা
অ্যাডাম জাম্পা ৮ ৫.৩৩ অস্ট্রেলিয়া
আলজারি জোসেফ ৮ ৫.৩৬ ওয়েস্ট ইন্ডিজ
আকিল হোসেইন ৭ ৩.৭২ ওয়েস্ট ইন্ডিজ
ট্রেন্ট বোল্ট ৭ ৩.৭৫ নিউজিল্যান্ড
হার্দিক পান্ডিয়া ৭ ৫.৪১ ভারত
আর্শদীপ সিং ৭ ৬.২৫ ভারত
রিশাদ হোসেন ৭ ৭.২৫ বাংলাদেশ
রশিদ খান ৬ ৪.৫০ আফগানিস্তান
*২০২৪ সালের ১৫ জুন নিউজিল্যান্ড-উগান্ডা ম্যাচ পর্যন্ত
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেই প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট খেলছেন রিশাদ হোসেন। ঘূর্ণিজাদুতে ব্যাটারদের বোকা বানাচ্ছেন দারুণভাবে। ম্যাচের ভোল পাল্টে দিচ্ছেন মুহূর্তেই।
এবারের বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন রিশাদ। বাংলাদেশের এই লেগস্পিনার বোলিং করেছেন ৭.২৫ ইকোনমিতে। প্রতি ম্যাচেই তিনি ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করেছেন। সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় আছেন ৯ নম্বরে। ডালাসে গত ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি ইভেন্টে অভিষেক হয় রিশাদের। ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন। যার মধ্যে চারিথ আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পরপর দুই বলে আউট করেন রিশাদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলনামূলক খরুচে হলেও ডেভিড মিলারের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। পরশু নেদারল্যান্ডসের হাত থেকে যখন বাংলাদেশের ম্যাচ ফসকে যাচ্ছিল, সেই সময় সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিড—দুই ব্যাটারকে এক ওভারে ফেরান রিশাদ। দুই ডাচ ব্যাটারকে এক ওভারে ফেরানোর পর রিশাদ ফেরান লোগা ফন বিককে। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি জিতে যায় ২৫ রানে।
৩ ম্যাচে ১২ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী ফজলহক ফারুকি। আফগান পেসারের ইকোনমি ৩.৭০। উগান্ডা, নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে ৫,৪ ও ৩ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এবারের বিশ্বকাপেই করেছেন। আফগানরা যে তিন ম্যাচ জিতেছে, তার দুটিতেই হয়েছেন ম্যাচসেরা। ৯ উইকেট নিয়ে দুইয়ে আছেন এনরিখ নরকীয়া। ৮টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা ও আলজারি জোসেফ। রিশাদ, আকিল হোসেইন, ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং—এই পাঁচ বোলার নেন ৭টি করে উইকেট। ফ্লোরিডার লডারহিলে আজ ভারত-কানাডা ম্যাচ পরিত্যক্ত না হলে আর্শদীপ, পান্ডিয়ার উইকেট আরও বাড়তে পারত।
উইকেট সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে রিশাদেরও। সুপার এইটে বাংলাদেশ খেলবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সুপার এইটে না উঠলেও অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। ‘ডি’ গ্রুপে ৩ ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট ও + ০.৪৭৮ নেট রানরেট এখন দলটির। নেদারল্যান্ডসকে সুপার এইটে উঠতে হলে লঙ্কানদের বড় ব্যবধানে তো হারাতে হবেই। পাশাপাশি ডাচদের হিসেবে রাখতে হবে নেট রানরেট এবং বাংলাদেশ যেন নেপালের কাছে হারে, সেই প্রার্থনা করতে হবে ডাচদের। পরশু সেন্ট ভিনসেন্টে খেলবে বাংলাদেশ-নেপাল। একই দিন শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস মুখোমুখি হবে সেন্ট লুসিয়ায়।
ফারুকির মতো রশিদ খানও এবার আছেন দারুণ ছন্দে। রশিদ নিয়েছেন ৬ উইকেট। বোলিং করেছেন ৪.৫০ ইকোনমিতে। সেন্ট লুসিয়ায় ১৮ জুন বাংলাদেশ সময় সকালে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্ব। আফগান, ওয়েস্ট ইন্ডিজ—‘সি’ গ্রুপের দুটি দলই তিনটি করে ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে। শেষ ম্যাচে যে-ই জিতুক, আফগানিস্তান সি১ হয়েই উঠবে। নিউজিল্যান্ড যেহেতু উঠতে পারেনি পরের রাউন্ডে, তাদের সি১ সিডিংটা পাচ্ছে আফগানরা। ওয়েস্ট ইন্ডিজ উঠবে সি২ হিসেবে।
২০২৪ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি দশ বোলার
উইকেট ইকোনমি দল
ফজলহক ফারুকি ১২ ৩.৭০ আফগানিস্তান
এনরিখ নরকীয়া ৯ ৪.৩৭ দক্ষিণ আফ্রিকা
অ্যাডাম জাম্পা ৮ ৫.৩৩ অস্ট্রেলিয়া
আলজারি জোসেফ ৮ ৫.৩৬ ওয়েস্ট ইন্ডিজ
আকিল হোসেইন ৭ ৩.৭২ ওয়েস্ট ইন্ডিজ
ট্রেন্ট বোল্ট ৭ ৩.৭৫ নিউজিল্যান্ড
হার্দিক পান্ডিয়া ৭ ৫.৪১ ভারত
আর্শদীপ সিং ৭ ৬.২৫ ভারত
রিশাদ হোসেন ৭ ৭.২৫ বাংলাদেশ
রশিদ খান ৬ ৪.৫০ আফগানিস্তান
*২০২৪ সালের ১৫ জুন নিউজিল্যান্ড-উগান্ডা ম্যাচ পর্যন্ত
‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
৩৬ মিনিট আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
১ ঘণ্টা আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
২ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৫ ঘণ্টা আগে