ক্রীড়া ডেস্ক
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল ‘তীরে এসে তরি ডোবায়’ ভারত। হাতে পুরো একদিন থাকার পরও স্বাগতিকেরা সিরিজের প্রথম টেস্টে হেরে যায় ২৮ রানে। ইংল্যান্ডের বিপক্ষে সেই হারের ক্ষত শুকানোর ২৪ ঘণ্টা না পেরোতেই দুঃসংবাদের বন্যা ভারতীয় ক্রিকেট দলে।
জসপ্রীত বুমরাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসির আচরণ বিধির প্রথম ধারা ভাঙায় এমন শাস্তি পেয়েছেন আ। পাশাপাশি এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে, যা গত ২৪ মাসে তাঁর প্রথম অপরাধ। আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ অনুসারে, খেলোয়াড়, মাঠের কর্মকর্তা, আম্পায়ার বা ম্যাচ রেফারিকে ধাক্কা দেওয়া—এই আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসির এলিট ম্যাচ প্যানেল রেফারি রিচি রিচার্ডসন এমন শাস্তি দিয়েছেন। বুমরা দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
ঘটনা ঘটেছে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৮১ তম ওভারে। ইংলিশ ব্যাটার ওলি পোপের রান নেওয়ার পথে বাধা সৃষ্টি করেন। তাতে পোপের সঙ্গে বুমরার ধাক্কা লাগার মতো অবস্থা হয়। সেটা হয়েছে গতকাল চতুর্থ দিনে। মাঠের আম্পায়ার পল রাইফেল, ক্রিস গাফানি, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস ও চতুর্থ আম্পায়ার রোহান পন্ডিত তাঁর (বুমরা) বিরুদ্ধে এমন অভিযোগ আনেন। প্রথম ধারা ভাঙার সর্বনিম্ন শাস্তি তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। একই সঙ্গে এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট।
শুধু তাই নয়, একই সঙ্গে দুই তারকা খেলোয়াড়কেও ভারত পাচ্ছে না সিরিজের দ্বিতীয় টেস্টে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা। অন্যদিকে লোকেশ রাহুল বাদ পড়েছেন তার ডান পায়ের ঊরুর মাংসপেশিতে চোট পাওয়ায়। ভারতের দ্বিতীয় টেস্টের দলে যুক্ত হয়েছেন তিন ক্রিকেটার সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমার।
২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্ট হবে ১৫ ফেব্রুয়ারী, ২৩ ফেব্রুয়ারী ও ৭ মার্চ। শেষ তিন টেস্টের ভেন্যু রাজকোট, রাঁচি ও ধর্মশালা।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, রজত পাতিদার, সরফরাজ খান, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, সৌরভ কুমার, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা (সহ অধিনায়ক), আবেশ খান, মুকেশ কুমার
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল ‘তীরে এসে তরি ডোবায়’ ভারত। হাতে পুরো একদিন থাকার পরও স্বাগতিকেরা সিরিজের প্রথম টেস্টে হেরে যায় ২৮ রানে। ইংল্যান্ডের বিপক্ষে সেই হারের ক্ষত শুকানোর ২৪ ঘণ্টা না পেরোতেই দুঃসংবাদের বন্যা ভারতীয় ক্রিকেট দলে।
জসপ্রীত বুমরাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসির আচরণ বিধির প্রথম ধারা ভাঙায় এমন শাস্তি পেয়েছেন আ। পাশাপাশি এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে, যা গত ২৪ মাসে তাঁর প্রথম অপরাধ। আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ অনুসারে, খেলোয়াড়, মাঠের কর্মকর্তা, আম্পায়ার বা ম্যাচ রেফারিকে ধাক্কা দেওয়া—এই আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসির এলিট ম্যাচ প্যানেল রেফারি রিচি রিচার্ডসন এমন শাস্তি দিয়েছেন। বুমরা দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
ঘটনা ঘটেছে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৮১ তম ওভারে। ইংলিশ ব্যাটার ওলি পোপের রান নেওয়ার পথে বাধা সৃষ্টি করেন। তাতে পোপের সঙ্গে বুমরার ধাক্কা লাগার মতো অবস্থা হয়। সেটা হয়েছে গতকাল চতুর্থ দিনে। মাঠের আম্পায়ার পল রাইফেল, ক্রিস গাফানি, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস ও চতুর্থ আম্পায়ার রোহান পন্ডিত তাঁর (বুমরা) বিরুদ্ধে এমন অভিযোগ আনেন। প্রথম ধারা ভাঙার সর্বনিম্ন শাস্তি তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। একই সঙ্গে এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট।
শুধু তাই নয়, একই সঙ্গে দুই তারকা খেলোয়াড়কেও ভারত পাচ্ছে না সিরিজের দ্বিতীয় টেস্টে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা। অন্যদিকে লোকেশ রাহুল বাদ পড়েছেন তার ডান পায়ের ঊরুর মাংসপেশিতে চোট পাওয়ায়। ভারতের দ্বিতীয় টেস্টের দলে যুক্ত হয়েছেন তিন ক্রিকেটার সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমার।
২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্ট হবে ১৫ ফেব্রুয়ারী, ২৩ ফেব্রুয়ারী ও ৭ মার্চ। শেষ তিন টেস্টের ভেন্যু রাজকোট, রাঁচি ও ধর্মশালা।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, রজত পাতিদার, সরফরাজ খান, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, সৌরভ কুমার, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা (সহ অধিনায়ক), আবেশ খান, মুকেশ কুমার
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
৩২ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে