ক্রীড়া ডেস্ক
ডারউইনের গার্ডেনস ওভাল যেন ছিল আজ ‘এক টুকরো বাংলাদেশ’। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল না খেললেও বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গ্যালারিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন ভক্ত-সমর্থকেরা। প্রবাসী দর্শকদের উপস্থিতিতে মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়েছে বিসিবি এইচপি।
গার্ডেনস ওভালে টপ এন্ড টি-টোয়েন্ট সিরিজে আজ ১৭০ রানের লক্ষ্যে নেমে মেলবোর্ন রেনেগেডস শুরুটা করে দুর্দান্ত। হ্যারি ডিক্সন, জোশুয়া ব্রাউন দুই ওপেনারের ব্যাটিংয়ে প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে রেনেগেডস করে ৩৪ রান। রেনেগেডসের সর্বোচ্চ জুটি এটাই। পঞ্চম ওভারের প্রথম বলে ডিক্সনকে বোল্ড করে ভাঙন ধরানোর কাজ শুরু করেন আবু হায়দার রনি। ১৭ বলে ৩ চারে ১৬ রান করেন ডিক্সন।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা মেলবোর্ন রেনেগেডসের স্কোর হয়ে যায় ১৪ ওভারে ৫ উইকেটে ৯১ রান। বিপর্যয়ে পড়া রেনেগেডস গুটিয়ে গেছে চোখের পলকেই। ৮ বলে ২ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারিয়ে ১৫.২ ওভারে ৯৩ রানে অলআউট হয়েছে রেনেগেডস। সর্বোচ্চ ১৯ রান করেন ব্রাউন। ১৫ বলের ইনিংসে মেরেছেন ২ ছক্কা। ৩ ওভারে ১২ রানে ৩ উইকেট নিয়ে বিসিবি এইচপির সেরা বোলার রিপন মন্ডল। ১২ বল ডট দিয়েছেন। রিপনের সমান ৩ উইকেট নিয়েছেন রাকিবুল ইসলাম। ৩.২ ওভার বোলিং করে ২১ রান খরচ করেছেন তিনি।
এর আগে প্রথমে ব্যাটিং করে বিধ্বংসী শুরু করে আকবর আলীর নেতৃত্বাধীন বিসিবি এইচপি। ১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯ রান করে এইচপি। তানজিদ হাসান তামিম ৯ বলে ৪ চারে করেন ১৭ রান। ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এইচপি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে এইচপি। ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেন পারভেজ হোসেন ইমন। ৪৮ বলের ইনিংসে মেরেছেন ৭ চার ও ২ ছক্কা। রেনেগেডসের সেরা বোলার ম্যাট হেনিগ নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভার বোলিংয়ে খরচ করেছেন ২৬ রান।
ডারউইনের গার্ডেনস ওভাল যেন ছিল আজ ‘এক টুকরো বাংলাদেশ’। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল না খেললেও বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গ্যালারিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন ভক্ত-সমর্থকেরা। প্রবাসী দর্শকদের উপস্থিতিতে মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়েছে বিসিবি এইচপি।
গার্ডেনস ওভালে টপ এন্ড টি-টোয়েন্ট সিরিজে আজ ১৭০ রানের লক্ষ্যে নেমে মেলবোর্ন রেনেগেডস শুরুটা করে দুর্দান্ত। হ্যারি ডিক্সন, জোশুয়া ব্রাউন দুই ওপেনারের ব্যাটিংয়ে প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে রেনেগেডস করে ৩৪ রান। রেনেগেডসের সর্বোচ্চ জুটি এটাই। পঞ্চম ওভারের প্রথম বলে ডিক্সনকে বোল্ড করে ভাঙন ধরানোর কাজ শুরু করেন আবু হায়দার রনি। ১৭ বলে ৩ চারে ১৬ রান করেন ডিক্সন।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা মেলবোর্ন রেনেগেডসের স্কোর হয়ে যায় ১৪ ওভারে ৫ উইকেটে ৯১ রান। বিপর্যয়ে পড়া রেনেগেডস গুটিয়ে গেছে চোখের পলকেই। ৮ বলে ২ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারিয়ে ১৫.২ ওভারে ৯৩ রানে অলআউট হয়েছে রেনেগেডস। সর্বোচ্চ ১৯ রান করেন ব্রাউন। ১৫ বলের ইনিংসে মেরেছেন ২ ছক্কা। ৩ ওভারে ১২ রানে ৩ উইকেট নিয়ে বিসিবি এইচপির সেরা বোলার রিপন মন্ডল। ১২ বল ডট দিয়েছেন। রিপনের সমান ৩ উইকেট নিয়েছেন রাকিবুল ইসলাম। ৩.২ ওভার বোলিং করে ২১ রান খরচ করেছেন তিনি।
এর আগে প্রথমে ব্যাটিং করে বিধ্বংসী শুরু করে আকবর আলীর নেতৃত্বাধীন বিসিবি এইচপি। ১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯ রান করে এইচপি। তানজিদ হাসান তামিম ৯ বলে ৪ চারে করেন ১৭ রান। ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এইচপি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে এইচপি। ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেন পারভেজ হোসেন ইমন। ৪৮ বলের ইনিংসে মেরেছেন ৭ চার ও ২ ছক্কা। রেনেগেডসের সেরা বোলার ম্যাট হেনিগ নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভার বোলিংয়ে খরচ করেছেন ২৬ রান।
এটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
২২ মিনিট আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৪ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৪ ঘণ্টা আগে