ক্রীড়া ডেস্ক
আজ শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। প্রথম রাউন্ডের সেরা চার দলকে নিয়ে আগামীকাল শুরু হচ্ছে সুপার টুয়েলভের খেলা। মূল পর্ব যত ঘনিয়ে আসছে, সাবেক ক্রিকেটারদের বিশেষজ্ঞ মতামত তত বেড়ে যাচ্ছে। দুই দিন আগে এবারের বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে অস্ট্রেলিয়া ও ভারতের নাম নিয়েছেন কিংবদন্তি সুনিল গাভাস্কার।
এবার বিশ্বকাপের ফাইনালিস্টের ভবিষ্যদ্বাণী দিলেন সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। নিজের দুই ফাইনালিস্ট হিসেবে যেন গাভাস্কারের কথার প্রতিধ্বনি করেছেন ভারতের সাবেক এই ব্যাটার। তাঁর মতে, এবারের বিশ্বকাপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও ভারত।
ক্রিকবাজকে এমনটিই জানিয়েছেন শেবাগ। এবারের বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া। সেই দিক বিবেচনা করেই ভারতের সাবেক ওপেনার বলেছেন, ‘এবারের বিশ্বকাপের আয়োজক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারানো অত্যন্ত কঠিন। ফাইনালের অপর দল হচ্ছে ভারত। ভারতের দলে বেশ ভারসাম্য রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে।’
এবারের বিশ্বকাপের ফাইনালে দুই দলের নাম বলেই নিজের বিশেষজ্ঞ মতামত শেষ করেননি শেবাগ। এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের নাম বলেছেন সাবেক বিধ্বংসী এই ওপেনার। গতকাল ৪৪ বছরে পা দেওয়া এই ব্যাটার বলেছেন, ‘পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবারে বিশ্বকাপে সব থেকে বেশি রান করবে। সে অসাধারণ একজন। তার খেলা দেখাটা আনন্দের। বিরাট কোহলির ব্যাটিং দেখে যেমন প্রশান্তি পাওয়া যায়, তেমনি প্রশান্তি পাই বাবরের ব্যাটিংয়ে।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও মনে করেন, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান করতে পারেন বাবর আজম। আগামীকাল মূল পর্ব শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভনের দেশ ইংল্যান্ড ও আফগানিস্তান।
আজ শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। প্রথম রাউন্ডের সেরা চার দলকে নিয়ে আগামীকাল শুরু হচ্ছে সুপার টুয়েলভের খেলা। মূল পর্ব যত ঘনিয়ে আসছে, সাবেক ক্রিকেটারদের বিশেষজ্ঞ মতামত তত বেড়ে যাচ্ছে। দুই দিন আগে এবারের বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে অস্ট্রেলিয়া ও ভারতের নাম নিয়েছেন কিংবদন্তি সুনিল গাভাস্কার।
এবার বিশ্বকাপের ফাইনালিস্টের ভবিষ্যদ্বাণী দিলেন সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। নিজের দুই ফাইনালিস্ট হিসেবে যেন গাভাস্কারের কথার প্রতিধ্বনি করেছেন ভারতের সাবেক এই ব্যাটার। তাঁর মতে, এবারের বিশ্বকাপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও ভারত।
ক্রিকবাজকে এমনটিই জানিয়েছেন শেবাগ। এবারের বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া। সেই দিক বিবেচনা করেই ভারতের সাবেক ওপেনার বলেছেন, ‘এবারের বিশ্বকাপের আয়োজক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারানো অত্যন্ত কঠিন। ফাইনালের অপর দল হচ্ছে ভারত। ভারতের দলে বেশ ভারসাম্য রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে।’
এবারের বিশ্বকাপের ফাইনালে দুই দলের নাম বলেই নিজের বিশেষজ্ঞ মতামত শেষ করেননি শেবাগ। এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের নাম বলেছেন সাবেক বিধ্বংসী এই ওপেনার। গতকাল ৪৪ বছরে পা দেওয়া এই ব্যাটার বলেছেন, ‘পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবারে বিশ্বকাপে সব থেকে বেশি রান করবে। সে অসাধারণ একজন। তার খেলা দেখাটা আনন্দের। বিরাট কোহলির ব্যাটিং দেখে যেমন প্রশান্তি পাওয়া যায়, তেমনি প্রশান্তি পাই বাবরের ব্যাটিংয়ে।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও মনে করেন, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান করতে পারেন বাবর আজম। আগামীকাল মূল পর্ব শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভনের দেশ ইংল্যান্ড ও আফগানিস্তান।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৩ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৪ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৪ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৫ ঘণ্টা আগে