সাকিবের সামনে শুধুই জয়সুরিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ২১: ৩৪
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ২১: ৪৮

মাঠে নামলেই রেকর্ড কিংবা কাউকে ছাড়িয়ে যাওয়া নতুন কিছু নয় সাকিব আল হাসানের জন্য। উজ্জ্বল পারফরম্যান্সের খেল দেখিয়ে নিজের অবস্থানটা বেশ উঁচুতে নিয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আজ পাল্লেকেলে এশিয়া কাপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একটি উইকেট নিয়ে সাকিব নিজেকে নিয়ে গেলেন আরও এক ধাপ ওপরে।

শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের দশম ওভারে দুর্দান্ত আর্ম ডেলিভারিতে কুশল মেন্ডিসকে বোল্ড করলেন সাকিব। তাতেই ওয়ানডেতে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি তালিকায় নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরিকে ছাড়িয়ে ২ নম্বরে উঠে এলেন তিনি। ২০৭ উইকেট নিয়ে চারে আছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক।

২৭৭ ইনিংসে ভেট্টরির ওয়ানডে উইকেট ৩০৫। সাকিবের ২৩০ ইনিংসে ৩০৬ উইকেট। তালিকায় শীর্ষে আছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার সনাথ জয়সুরিয়া। ৩৬৮ ইনিংসে ৩২৩ উইকেট তাঁর।

তিন সংস্করণ মিলিয়ে বাঁহাতি স্পিনারদের মধ্যেও দুইয়ে আছেন সাকিব। সবার ওপরে আছেন ভেট্টরি। ৪৯৮ ইনিংসে সাবেক কিউই তারকার শিকার ৭০৫ উইকেট। ৪৫৬ ইনিংসে ৬৭৯ উইকেট সাকিবের। তিনে আছে বাংলাদেশ দলের বর্তমান স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। ২৫৪ ইনিংসে ৫২৫ উইকেট তাঁর।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত