ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আজ শুরু হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সহ-আয়োজক হলেও যুক্তরাষ্ট্রে হচ্ছে বলেই বিশ্বকাপ নিয়ে এত আলোচনা। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হয়েছে বিশ্বকাপ। এই ম্যাচে রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ ম্যাচ পরিচালনারও কীর্তি গড়েছেন তিনি। সৈকতসহ ১৪ আম্পায়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার ‘ফিফটি’ করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করার রেকর্ডে শীর্ষ দুইয়ে আছেন দুই পাকিস্তানি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৭৬ ও ৭২ ম্যাচ পরিচালনা করেছেন আহসান রাজা ও আলিম দার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনার কীর্তি গড়েন সৈকত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন। যার মধ্যে ছিল গত বছরের ৭ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ। দুই ইনিংস মিলে হয়েছে ৭৫৪ রান। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রানের ইনিংসের রেকর্ড প্রোটিয়ারা করে এই ম্যাচে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে ৫৫ ম্যাচ। যার মধ্যে আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৫ রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান করে যুক্তরাষ্ট্র। ম্যাচসেরা হয়েছেন আন্দ্রিস গাউস। ৪০ বলে ৪ চার ও ১০ ছক্কায় ৯৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারায় গাউস যৌথভাবে ক্রিস গেইলের সঙ্গে দুইয়ে আছেন।
আরও পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আজ শুরু হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সহ-আয়োজক হলেও যুক্তরাষ্ট্রে হচ্ছে বলেই বিশ্বকাপ নিয়ে এত আলোচনা। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হয়েছে বিশ্বকাপ। এই ম্যাচে রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ ম্যাচ পরিচালনারও কীর্তি গড়েছেন তিনি। সৈকতসহ ১৪ আম্পায়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার ‘ফিফটি’ করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করার রেকর্ডে শীর্ষ দুইয়ে আছেন দুই পাকিস্তানি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৭৬ ও ৭২ ম্যাচ পরিচালনা করেছেন আহসান রাজা ও আলিম দার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনার কীর্তি গড়েন সৈকত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন। যার মধ্যে ছিল গত বছরের ৭ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ। দুই ইনিংস মিলে হয়েছে ৭৫৪ রান। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রানের ইনিংসের রেকর্ড প্রোটিয়ারা করে এই ম্যাচে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে ৫৫ ম্যাচ। যার মধ্যে আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৫ রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান করে যুক্তরাষ্ট্র। ম্যাচসেরা হয়েছেন আন্দ্রিস গাউস। ৪০ বলে ৪ চার ও ১০ ছক্কায় ৯৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারায় গাউস যৌথভাবে ক্রিস গেইলের সঙ্গে দুইয়ে আছেন।
আরও পড়ুন:
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
৩২ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে