ক্রীড়া ডেস্ক
টেস্টে হয়তো আর দেখা যাবে না তাসকিন আহমেদকে। গতকাল ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তির ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে থাকলেও টেস্টে নেই ২৮ বছর বয়সী পেসার। বোর্ড কেন তাঁকে টেস্ট সংস্করণের চুক্তিতে রাখেনি, তা নিয়ে চলছে গুঞ্জন-আলোচনা। চুক্তি ঘোষণার পর সেই গুঞ্জনটা আরেকটু উসকে দিয়েছেন তাসকিন নিজেই।
২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও খুব বেশি ম্যাচ খেলা হয়নি তাসকিনের। একের পর এক চোটে অধিকাংশ সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে। টেস্ট খেলেছেন মাত্র ১৩টি। এই ‘আনলাকি থার্টিনে’ই কি টেস্ট ক্যারিয়ার থামছে তাঁর? গতকাল কেন্দ্রীয় চুক্তি প্রকাশের পর তাসকিন ফেসবুকের ব্যক্তিগত অ্যাকাউন্টে এক ‘রহস্যময়’ স্টোরি দিয়েছেন। চুক্তির তালিকা পোস্ট করে জুড়ে দিয়েছেন বলিউডের জনপ্রিয় সিনেমা ‘লাইফ ইন আ...মেট্রো’তে গাওয়া জেমসের গান ‘আলবিদা’। ক্যাপশন দিয়েছেন, ‘ধন্যবাদ টেস্ট ক্রিকেট।’
উর্দু শব্দ ‘আলবিদা’র বাংলা অর্থ ‘বিদায়’। তবে কি টেস্টকে বিদায় জানালেন তাসকিন? এই পোস্টই পরিষ্কার বুঝিয়ে দেয়, টেস্টকে ‘আলবিদা’য় জানিয়েছেন। অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানাননি তিনি। না প্রকাশ্যে, না বোর্ডকে। তবে বিসিবিকে জানিয়েছিলেন, আগামী মার্চে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাঁকে দলে না রাখতে।
কিছুদিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন, তাসকিন শুধু এই শ্রীলঙ্কা সিরিজের টেস্টে নেই। তবে বাংলাদেশি পেসারের ফেসবুক স্টোরি দেখেই বোঝা যাচ্ছে, সাদা পোশাকের ক্রিকেটে তাঁকে হয়তো আর দেখা যাবে না।
গত ওয়ানডে বিশ্বকাপের সময় ডান কাঁধে চোট পেয়েছিলেন তাসকিন। আজকের পত্রিকাকে তিনি একবার নিজেই জানিয়েছিলেন, তাঁর ৪৫ শতাংশ লিগামেন্ট ছিঁড়ে গেছে, যার কারণে পুরো বিশ্বকাপে স্বস্তিতে বল করতে পারেননি। ছিলেন না পরিপূর্ণ ফিট। ওই সময় তাসকিনের পারিবারিক সূত্রে জানা যায়, এমন ব্যথার ওষুধ খেয়ে তাঁকে খেলতে হয়েছিল, যা প্রসূতি নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এমন তীব্র ব্যথানাশক ওষুধ খেয়ে খেলতে হয়েছে তাঁকে।
বিশ্বকাপে শতভাগ ফিট না থাকায় তাসকিন ভালো বোলিংও করতে পারেননি। অথচ ভারতে গিয়েছিলেন পূর্ণ ছন্দে থেকে। সব মিলিয়ে তাসকিনের যেটা উপলব্ধি হয়েছে বা কাঁধের চোট নিয়ে মেডিকেল যেটা রিপোর্ট দিয়েছে, তাতে তাসকিন যদি দীর্ঘতম সংস্করণ বা টেস্ট ক্রিকেট চালিয়ে যান তাহলে আবারও চোটে পড়ার ঝুঁকি থেকে যায়। এমনকি ক্যারিয়ারও ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাই হয়তো তাঁর এই সিদ্ধান্ত।
টেস্টে হয়তো আর দেখা যাবে না তাসকিন আহমেদকে। গতকাল ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তির ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে থাকলেও টেস্টে নেই ২৮ বছর বয়সী পেসার। বোর্ড কেন তাঁকে টেস্ট সংস্করণের চুক্তিতে রাখেনি, তা নিয়ে চলছে গুঞ্জন-আলোচনা। চুক্তি ঘোষণার পর সেই গুঞ্জনটা আরেকটু উসকে দিয়েছেন তাসকিন নিজেই।
২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও খুব বেশি ম্যাচ খেলা হয়নি তাসকিনের। একের পর এক চোটে অধিকাংশ সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে। টেস্ট খেলেছেন মাত্র ১৩টি। এই ‘আনলাকি থার্টিনে’ই কি টেস্ট ক্যারিয়ার থামছে তাঁর? গতকাল কেন্দ্রীয় চুক্তি প্রকাশের পর তাসকিন ফেসবুকের ব্যক্তিগত অ্যাকাউন্টে এক ‘রহস্যময়’ স্টোরি দিয়েছেন। চুক্তির তালিকা পোস্ট করে জুড়ে দিয়েছেন বলিউডের জনপ্রিয় সিনেমা ‘লাইফ ইন আ...মেট্রো’তে গাওয়া জেমসের গান ‘আলবিদা’। ক্যাপশন দিয়েছেন, ‘ধন্যবাদ টেস্ট ক্রিকেট।’
উর্দু শব্দ ‘আলবিদা’র বাংলা অর্থ ‘বিদায়’। তবে কি টেস্টকে বিদায় জানালেন তাসকিন? এই পোস্টই পরিষ্কার বুঝিয়ে দেয়, টেস্টকে ‘আলবিদা’য় জানিয়েছেন। অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানাননি তিনি। না প্রকাশ্যে, না বোর্ডকে। তবে বিসিবিকে জানিয়েছিলেন, আগামী মার্চে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাঁকে দলে না রাখতে।
কিছুদিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন, তাসকিন শুধু এই শ্রীলঙ্কা সিরিজের টেস্টে নেই। তবে বাংলাদেশি পেসারের ফেসবুক স্টোরি দেখেই বোঝা যাচ্ছে, সাদা পোশাকের ক্রিকেটে তাঁকে হয়তো আর দেখা যাবে না।
গত ওয়ানডে বিশ্বকাপের সময় ডান কাঁধে চোট পেয়েছিলেন তাসকিন। আজকের পত্রিকাকে তিনি একবার নিজেই জানিয়েছিলেন, তাঁর ৪৫ শতাংশ লিগামেন্ট ছিঁড়ে গেছে, যার কারণে পুরো বিশ্বকাপে স্বস্তিতে বল করতে পারেননি। ছিলেন না পরিপূর্ণ ফিট। ওই সময় তাসকিনের পারিবারিক সূত্রে জানা যায়, এমন ব্যথার ওষুধ খেয়ে তাঁকে খেলতে হয়েছিল, যা প্রসূতি নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এমন তীব্র ব্যথানাশক ওষুধ খেয়ে খেলতে হয়েছে তাঁকে।
বিশ্বকাপে শতভাগ ফিট না থাকায় তাসকিন ভালো বোলিংও করতে পারেননি। অথচ ভারতে গিয়েছিলেন পূর্ণ ছন্দে থেকে। সব মিলিয়ে তাসকিনের যেটা উপলব্ধি হয়েছে বা কাঁধের চোট নিয়ে মেডিকেল যেটা রিপোর্ট দিয়েছে, তাতে তাসকিন যদি দীর্ঘতম সংস্করণ বা টেস্ট ক্রিকেট চালিয়ে যান তাহলে আবারও চোটে পড়ার ঝুঁকি থেকে যায়। এমনকি ক্যারিয়ারও ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাই হয়তো তাঁর এই সিদ্ধান্ত।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৯ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১১ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে