ক্রীড়া ডেস্ক
ঘন ঘন চোটে পড়ায় ম্যাচ মিস করেন তাসকিন আহমেদ। তবু যতটুকু সুযোগ পান, নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—সব জায়গাতেই ব্যাটারদের পরীক্ষায় ফেলেন বাংলাদেশের এই পেসার।
২০১৮ থেকে ২০২১—৩ বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তাসকিন। এরপর তাঁর প্রত্যাবর্তন হয়েছে দুর্দান্ত। ২০২১-এর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ১১৩ উইকেট নিয়েছেন। যা সর্বশেষ তিন বছরে বাংলাদেশের বোলারদের মধ্যে সব মিলে তৃতীয় সর্বোচ্চ। এই সময়ে ১৪০ ও ১২৮ উইকেট নিয়ে সবার ওপরে আছেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। দুর্দান্ত পারফরম্যান্সে যেন বাংলাদেশের পেস আক্রমণের নেতা হয়ে উঠেছেন তিনি। সেই তাসকিনের কাঁধে এখন ২০২৪ বিপিএলের দুর্দান্ত ঢাকার সহ অধিনায়কের দায়িত্ব। মোসাদ্দেক হোসেনের ডেপুটির দায়িত্বে থাকছেন তাসকিন। তাসকিন এবার স্বপ্ন দেখছেন জাতীয় দলেরও অধিনায়ক হওয়ার। সংবাদমাধ্যমকে এমন প্রসঙ্গে বাংলাদেশের এই পেসার বলেন, ‘জ্বি, অবশ্যই। কেন না, সব খেলোয়াড়ের জন্যই স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়।’
দুর্দান্ত ঢাকায় অধিনায়ক ও সহ অধিনায়ক হিসেবে সৈকত ও তাসকিন আছেন। আছেন দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। দলটিতে তাসকিনের সঙ্গে পেস আক্রমণে থাকছেন শরীফুল ইসলাম। ব্যাটিংয়ে আছেন নাঈম শেখ, সাইফ হাসানের মতো তরুণ বাংলাদেশি ব্যাটার। বিদেশিদের মধ্যে সাইম আইয়ুব, সাদিরা সামারাবিক্রমা, চতুরঙ্গ ডি সিলভার মতো ক্রিকেটার। তারকাখ্যাতি সম্পন্ন ক্রিকেটার তেমন না থাকলেও ঢাকা ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে আশাবাদী তাসকিন বলেন, ‘আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছেন, মোসাদ্দেক আছে, আমিও আছি, আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়ত প্রাপ্যতা সাপেক্ষে অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে অনেক সময় সঠিক সময়ে পাওয়া যাবে না। যে দলটা আছে এটাই যদি গুছিয়ে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে খেলতে পারি, অবশ্যই ভালো কিছু হবে।’
বিপিএলে এখন পর্যন্ত তাসকিন খেলেছেন ৬৬ ম্যাচ। ৮.২৪ ইকোনমিতে নিয়েছেন ৮৯ উইকেট। বিপিএল ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। এবারও ধারাবাহিকতা ধরে রাখার ইচ্ছে প্রকাশ করে তাসকিন বলেন, ‘হ্যাঁ আমার নিজের যে অভিজ্ঞতাগুলো আছে আমি সবসময় দলের জন্য শেয়ার করার চেষ্টা করবো। যাতে আমাদের দলটা উপকৃত হয়।’
ঘন ঘন চোটে পড়ায় ম্যাচ মিস করেন তাসকিন আহমেদ। তবু যতটুকু সুযোগ পান, নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—সব জায়গাতেই ব্যাটারদের পরীক্ষায় ফেলেন বাংলাদেশের এই পেসার।
২০১৮ থেকে ২০২১—৩ বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তাসকিন। এরপর তাঁর প্রত্যাবর্তন হয়েছে দুর্দান্ত। ২০২১-এর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ১১৩ উইকেট নিয়েছেন। যা সর্বশেষ তিন বছরে বাংলাদেশের বোলারদের মধ্যে সব মিলে তৃতীয় সর্বোচ্চ। এই সময়ে ১৪০ ও ১২৮ উইকেট নিয়ে সবার ওপরে আছেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। দুর্দান্ত পারফরম্যান্সে যেন বাংলাদেশের পেস আক্রমণের নেতা হয়ে উঠেছেন তিনি। সেই তাসকিনের কাঁধে এখন ২০২৪ বিপিএলের দুর্দান্ত ঢাকার সহ অধিনায়কের দায়িত্ব। মোসাদ্দেক হোসেনের ডেপুটির দায়িত্বে থাকছেন তাসকিন। তাসকিন এবার স্বপ্ন দেখছেন জাতীয় দলেরও অধিনায়ক হওয়ার। সংবাদমাধ্যমকে এমন প্রসঙ্গে বাংলাদেশের এই পেসার বলেন, ‘জ্বি, অবশ্যই। কেন না, সব খেলোয়াড়ের জন্যই স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়।’
দুর্দান্ত ঢাকায় অধিনায়ক ও সহ অধিনায়ক হিসেবে সৈকত ও তাসকিন আছেন। আছেন দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। দলটিতে তাসকিনের সঙ্গে পেস আক্রমণে থাকছেন শরীফুল ইসলাম। ব্যাটিংয়ে আছেন নাঈম শেখ, সাইফ হাসানের মতো তরুণ বাংলাদেশি ব্যাটার। বিদেশিদের মধ্যে সাইম আইয়ুব, সাদিরা সামারাবিক্রমা, চতুরঙ্গ ডি সিলভার মতো ক্রিকেটার। তারকাখ্যাতি সম্পন্ন ক্রিকেটার তেমন না থাকলেও ঢাকা ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে আশাবাদী তাসকিন বলেন, ‘আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছেন, মোসাদ্দেক আছে, আমিও আছি, আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়ত প্রাপ্যতা সাপেক্ষে অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে অনেক সময় সঠিক সময়ে পাওয়া যাবে না। যে দলটা আছে এটাই যদি গুছিয়ে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে খেলতে পারি, অবশ্যই ভালো কিছু হবে।’
বিপিএলে এখন পর্যন্ত তাসকিন খেলেছেন ৬৬ ম্যাচ। ৮.২৪ ইকোনমিতে নিয়েছেন ৮৯ উইকেট। বিপিএল ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। এবারও ধারাবাহিকতা ধরে রাখার ইচ্ছে প্রকাশ করে তাসকিন বলেন, ‘হ্যাঁ আমার নিজের যে অভিজ্ঞতাগুলো আছে আমি সবসময় দলের জন্য শেয়ার করার চেষ্টা করবো। যাতে আমাদের দলটা উপকৃত হয়।’
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৯ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১১ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে