ক্রীড়া ডেস্ক
প্রতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে থেকেই আলোচনায় থাকে নানা সমস্যা ও জটিলতা। ব্যতিক্রম হয়নি এবারও। সাকিব আল হাসান এ ব্যাপারে ভীষণ হতাশা প্রকাশ করেন। বাংলাদেশের এই অলরাউন্ডার জানিয়েছেন, প্রধান নির্বাহী হলে সমস্যার সমাধান করে ফেলতেন।
পরশু শুরু হচ্ছে নবম বিপিএল। টুর্নামেন্ট এবার শুরু হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ছাড়াই। বাইরের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় এবার ভালো মানের বিদেশি ক্রিকেটার দলে নিতে পারেনি বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। বিদেশি যাঁরা আসবেন, তাঁরাও অল্প কিছুদিন খেলে চলে যাবেন অন্য লিগ খেলতে।
গালফ অয়েল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আজ এক দিনের জন্য হয়েছিলেন প্রতিষ্ঠানের সিইও (প্রধান নির্বাহী)। নিজের কার্যালয়ে বসে সাকিব কথা বলেন বিপিএলের মান নিয়েও। বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, ‘আমাকে যদি প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয় বিপিএলের, আমার বেশি দিন লাগবে না। খুব বেশি হলে সর্বোচ্চ ১ থেকে দুই মাস লাগবে সবকিছু ঠিক করতে। দুই মাসও লাগার কথা না, দুই মাস অনেক দূরের কথা বলছি। ‘নায়ক’ সিনেমা দেখেছেন না? এক দিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে, সে সব করতে পারে। এই পুরো সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনোলজি থাকবে। সম্প্রচার ভালো হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’
সাকিব মনে করেন, বিপিএলের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আয়োজন আরও ভালোভাবে হয়। কারণ, সবকিছু আগেভাগে গোছানো থাকে। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘একটা যা-তা অবস্থা।এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরও ভালোভাবে হয়। কারণ, তারা আগে থেকেই দলটা গোছাতে পারে। আরও আগে থেকে জানে যে দলটা কী হচ্ছে এবং তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে।’
বিপিএলে পারফর্ম করা খেলোয়াড়দের বাইরের লিগগুলোয় সেভাবে মূল্যায়ন করা হয় না। এর পেছনে লিগটি মনোযোগ কাড়তে না পারার ব্যর্থতাকে দায়ী করছেন সাকিব, ‘আইপিএলকে হিসাবের বাইরে রাখলাম। বিগ ব্যাশ, পিএসএল বা সিপিএলে যখন কেউ ভালো করে জাতীয় দলে সুযোগ দিয়ে দেয়। বিপিএল তো বাইরের দেশের কেউ ও রকম দেখে না যে একটা প্যারামিটার (মানদণ্ড) ঠিক করবে; বিপিএলের খেলা এ রকম, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট, এখানে যারা ভালো খেলছে, তাদের যোগ্যতা আছে। এমন কেউ চিন্তাই করতে পারেনি এখন পর্যন্ত। এখনো এ পর্যায়ে রয়ে যাওয়াটা খুবই হতাশাজনক।’
প্রতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে থেকেই আলোচনায় থাকে নানা সমস্যা ও জটিলতা। ব্যতিক্রম হয়নি এবারও। সাকিব আল হাসান এ ব্যাপারে ভীষণ হতাশা প্রকাশ করেন। বাংলাদেশের এই অলরাউন্ডার জানিয়েছেন, প্রধান নির্বাহী হলে সমস্যার সমাধান করে ফেলতেন।
পরশু শুরু হচ্ছে নবম বিপিএল। টুর্নামেন্ট এবার শুরু হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ছাড়াই। বাইরের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় এবার ভালো মানের বিদেশি ক্রিকেটার দলে নিতে পারেনি বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। বিদেশি যাঁরা আসবেন, তাঁরাও অল্প কিছুদিন খেলে চলে যাবেন অন্য লিগ খেলতে।
গালফ অয়েল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আজ এক দিনের জন্য হয়েছিলেন প্রতিষ্ঠানের সিইও (প্রধান নির্বাহী)। নিজের কার্যালয়ে বসে সাকিব কথা বলেন বিপিএলের মান নিয়েও। বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, ‘আমাকে যদি প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয় বিপিএলের, আমার বেশি দিন লাগবে না। খুব বেশি হলে সর্বোচ্চ ১ থেকে দুই মাস লাগবে সবকিছু ঠিক করতে। দুই মাসও লাগার কথা না, দুই মাস অনেক দূরের কথা বলছি। ‘নায়ক’ সিনেমা দেখেছেন না? এক দিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে, সে সব করতে পারে। এই পুরো সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনোলজি থাকবে। সম্প্রচার ভালো হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’
সাকিব মনে করেন, বিপিএলের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আয়োজন আরও ভালোভাবে হয়। কারণ, সবকিছু আগেভাগে গোছানো থাকে। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘একটা যা-তা অবস্থা।এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরও ভালোভাবে হয়। কারণ, তারা আগে থেকেই দলটা গোছাতে পারে। আরও আগে থেকে জানে যে দলটা কী হচ্ছে এবং তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে।’
বিপিএলে পারফর্ম করা খেলোয়াড়দের বাইরের লিগগুলোয় সেভাবে মূল্যায়ন করা হয় না। এর পেছনে লিগটি মনোযোগ কাড়তে না পারার ব্যর্থতাকে দায়ী করছেন সাকিব, ‘আইপিএলকে হিসাবের বাইরে রাখলাম। বিগ ব্যাশ, পিএসএল বা সিপিএলে যখন কেউ ভালো করে জাতীয় দলে সুযোগ দিয়ে দেয়। বিপিএল তো বাইরের দেশের কেউ ও রকম দেখে না যে একটা প্যারামিটার (মানদণ্ড) ঠিক করবে; বিপিএলের খেলা এ রকম, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট, এখানে যারা ভালো খেলছে, তাদের যোগ্যতা আছে। এমন কেউ চিন্তাই করতে পারেনি এখন পর্যন্ত। এখনো এ পর্যায়ে রয়ে যাওয়াটা খুবই হতাশাজনক।’
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২৫ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে