ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন মোহাম্মদ শামি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ তাই আহমেদাবাদের ফাইনালে খেলার দেখার কথা ছিল তাঁর মা আঞ্জুম আরার।
পরিবারের অন্য সদস্যেদের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখার কথা ছিল আঞ্জুমের। কিন্তু সকালে হঠাৎ করেই অসুস্থ হওয়ায় ছেলের খেলা দেখতে আসা হয়নি তাঁর। কয়েক দিন ধরেই দুশ্চিন্তায় ভোগা শামির মা আজ সকালে বেশি অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে।
এতে করে ফাইনালে শামির লড়াইটা আর দেখা হলো না ভারতীয় পেসারের মায়ের। আহমেদাবাদের গ্যালারিতে মায়ের সমর্থন না পেলেও বড় ভাই হাসিব ও তাঁর পরিবারের সমর্থন পেয়েছেন শামি। তবে সেই সমর্থন খুব একটা কাজে দেয়নি তাঁর।
ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে প্রায় ধরাশায়ীর পথে যে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৪১ রানের লক্ষ্য দিয়েছে ভারত। তবে সেই রান তাড়া করতে নেমে জয়ের পথে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য আজও প্রতিপক্ষকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শামি। ডেডিভ ওয়ার্নারকে ৭ রানে ফিরিয়ে। পরে তাঁর সঙ্গে যোগ দেন জোড়া উইকেট নেওয়া জাসপ্রীত বুমরা।
৪৭ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। পাঁচে নামা মারনাস লাবুশানেকে নিয়ে ১২৩ রানের জুটি গড়ে ভারতের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন ট্রাভিস হেড। প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। লাবুশানের ৩৯ রানের বিপরীতে হেড ৮৭ রানে অপরাজিত। এতে করে ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি শামির লড়াইটা বিফলে যাওয়ার পথে।
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন মোহাম্মদ শামি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ তাই আহমেদাবাদের ফাইনালে খেলার দেখার কথা ছিল তাঁর মা আঞ্জুম আরার।
পরিবারের অন্য সদস্যেদের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখার কথা ছিল আঞ্জুমের। কিন্তু সকালে হঠাৎ করেই অসুস্থ হওয়ায় ছেলের খেলা দেখতে আসা হয়নি তাঁর। কয়েক দিন ধরেই দুশ্চিন্তায় ভোগা শামির মা আজ সকালে বেশি অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে।
এতে করে ফাইনালে শামির লড়াইটা আর দেখা হলো না ভারতীয় পেসারের মায়ের। আহমেদাবাদের গ্যালারিতে মায়ের সমর্থন না পেলেও বড় ভাই হাসিব ও তাঁর পরিবারের সমর্থন পেয়েছেন শামি। তবে সেই সমর্থন খুব একটা কাজে দেয়নি তাঁর।
ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে প্রায় ধরাশায়ীর পথে যে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৪১ রানের লক্ষ্য দিয়েছে ভারত। তবে সেই রান তাড়া করতে নেমে জয়ের পথে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য আজও প্রতিপক্ষকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শামি। ডেডিভ ওয়ার্নারকে ৭ রানে ফিরিয়ে। পরে তাঁর সঙ্গে যোগ দেন জোড়া উইকেট নেওয়া জাসপ্রীত বুমরা।
৪৭ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। পাঁচে নামা মারনাস লাবুশানেকে নিয়ে ১২৩ রানের জুটি গড়ে ভারতের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন ট্রাভিস হেড। প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। লাবুশানের ৩৯ রানের বিপরীতে হেড ৮৭ রানে অপরাজিত। এতে করে ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি শামির লড়াইটা বিফলে যাওয়ার পথে।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২৯ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে