নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইপিএল থেকে মোস্তাফিজকে ফিরিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের করা মন্তব্য নিয়ে জোর আলোচনা-সমালোচনা চলছে। গতকাল দেশের স্বনামধন্য কোচ সালাহ উদ্দীনও পাল্টা তোপ দাগলেন জালালের মন্তব্যে। এবার এ প্রসঙ্গে কথা বললেন ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনও।
গতকাল মিরপুরে সংবাদমাধ্যমকে জালাল বলেছেন, ‘আইপিএল খেললে ভালো হতো কোন দিক দিয়ে? মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং তাঁর থেকে শিখতে পারে আইপিএলের অনেক ক্রিকেটার। এতে বাংলাদেশেরও কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের লাভ হবে।’
মিরপুরে এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সুজন জানিয়েছেন, চেয়ারম্যান হিসেবে জালাল ইউনুস ক্রিকেট পরিচালনা বিভাগের অভিভাবক। উনি যেটা বলেছেন, সেটাই মানতে হবে সুজনকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১০ উইকেটে হারায় সুজনের আবাহনী। ম্যাচ শেষে তিনি বলেন, ‘কঠিন প্রশ্ন। উত্তর দেওয়া কঠিন। দেশ তো সবার আগে, সব সময়ই বলি এটা। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে আনন্দের কিছু নেই। তবে পরিস্থিতি কী চায়, তারা (জালাল ইউনুস, আকরাম খান) কীভাবে চিন্তা করেছেন...। আমি এখন জাতীয় দলের সেট-আপে নেই বলতে গেলে। অপারেশনসের ভাইস চেয়ারম্যান থাকলেও, আমি সেভাবে মিটিংগুলোয় যাচ্ছি না—আবাহনীর খেলার কারণে। আমি জানিই না আসলে। আমি এ ব্যাপারে কিছু বলব না।’
এরপরই সুজন যোগ করেন, ‘নিশ্চিতভাবেই জালাল ভাই একটা চিন্তা থেকেই এ মন্তব্য করেছেন। আমি মনে করি, চেয়ারম্যান হিসেবে উনি ক্রিকেট অপারেশনসের অভিভাবক। উনি যেটা বলেছেন, আমাকে সেটাই মানতে হবে, ওনার কথাই ঠিক। এটাই আমার ধরে নিয়ে যেতে হবে।’
সুজন আবার ভিন্ন মত পোষণ করে এটাও বলেছেন, একজন খেলোয়াড়ের সবখানেই শেখার আছে, সেটা হোক ডিপিএলে। ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান বলেছেন, ‘শেখার সবখানেই আছে। প্রিমিয়ার লিগেও শেখার আছে। আজকের একটা দৃশ্য শেখার হতে পারে। সেটা নিয়ে সংশয় নেই। হয়তোবা উনি এটা সেভাবে বোঝাননি। উনি বলেছেন, মোস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে। আর সে তো এখন আর তানজিম সাকিবের মতো না। ও এখন মোস্তাফিজ। মোস্তাফিজ এখন অনেক বড় নাম বিশ্ব ক্রিকেটে। হয়তোবা জালাল ভাই ওই অ্যাঙ্গেল থেকেই বলেছেন যে মোস্তাফিজের অভিজ্ঞতা যেটা আছে, ভারতের তরুণ পেসাররা ওর থেকে কাটার বা এ রকম জিনিস শিখতে পারে। উনি কথাটা এটাই বলেছেন।’
জালালের মন্তব্যকে নেতিবাচকভাবে নিতে নারাজ সুজন। সুজন বললেন, ‘এটাকে অন্য কিছু মিন করা ঠিক হবে না। দিন শেষে আমি মনে করি, দেশ সবার আগে। এটা মাথায় রাখতে হবে। মোস্তাফিজ যদি আইপিএল খেলতে পারত, আমিও খুশি হতাম। দেশের খেলা না থাকলে হয়তো সমস্যা হতো না। অনেকে হয়তো বলবে, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা আইপিএল খেলছে। কিন্তু আমাদের তো ১০টা মোস্তাফিজ নেই। এটাও চিন্তা করতে হবে।’
আইপিএল থেকে মোস্তাফিজকে ফিরিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের করা মন্তব্য নিয়ে জোর আলোচনা-সমালোচনা চলছে। গতকাল দেশের স্বনামধন্য কোচ সালাহ উদ্দীনও পাল্টা তোপ দাগলেন জালালের মন্তব্যে। এবার এ প্রসঙ্গে কথা বললেন ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনও।
গতকাল মিরপুরে সংবাদমাধ্যমকে জালাল বলেছেন, ‘আইপিএল খেললে ভালো হতো কোন দিক দিয়ে? মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং তাঁর থেকে শিখতে পারে আইপিএলের অনেক ক্রিকেটার। এতে বাংলাদেশেরও কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের লাভ হবে।’
মিরপুরে এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সুজন জানিয়েছেন, চেয়ারম্যান হিসেবে জালাল ইউনুস ক্রিকেট পরিচালনা বিভাগের অভিভাবক। উনি যেটা বলেছেন, সেটাই মানতে হবে সুজনকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১০ উইকেটে হারায় সুজনের আবাহনী। ম্যাচ শেষে তিনি বলেন, ‘কঠিন প্রশ্ন। উত্তর দেওয়া কঠিন। দেশ তো সবার আগে, সব সময়ই বলি এটা। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে আনন্দের কিছু নেই। তবে পরিস্থিতি কী চায়, তারা (জালাল ইউনুস, আকরাম খান) কীভাবে চিন্তা করেছেন...। আমি এখন জাতীয় দলের সেট-আপে নেই বলতে গেলে। অপারেশনসের ভাইস চেয়ারম্যান থাকলেও, আমি সেভাবে মিটিংগুলোয় যাচ্ছি না—আবাহনীর খেলার কারণে। আমি জানিই না আসলে। আমি এ ব্যাপারে কিছু বলব না।’
এরপরই সুজন যোগ করেন, ‘নিশ্চিতভাবেই জালাল ভাই একটা চিন্তা থেকেই এ মন্তব্য করেছেন। আমি মনে করি, চেয়ারম্যান হিসেবে উনি ক্রিকেট অপারেশনসের অভিভাবক। উনি যেটা বলেছেন, আমাকে সেটাই মানতে হবে, ওনার কথাই ঠিক। এটাই আমার ধরে নিয়ে যেতে হবে।’
সুজন আবার ভিন্ন মত পোষণ করে এটাও বলেছেন, একজন খেলোয়াড়ের সবখানেই শেখার আছে, সেটা হোক ডিপিএলে। ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান বলেছেন, ‘শেখার সবখানেই আছে। প্রিমিয়ার লিগেও শেখার আছে। আজকের একটা দৃশ্য শেখার হতে পারে। সেটা নিয়ে সংশয় নেই। হয়তোবা উনি এটা সেভাবে বোঝাননি। উনি বলেছেন, মোস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে। আর সে তো এখন আর তানজিম সাকিবের মতো না। ও এখন মোস্তাফিজ। মোস্তাফিজ এখন অনেক বড় নাম বিশ্ব ক্রিকেটে। হয়তোবা জালাল ভাই ওই অ্যাঙ্গেল থেকেই বলেছেন যে মোস্তাফিজের অভিজ্ঞতা যেটা আছে, ভারতের তরুণ পেসাররা ওর থেকে কাটার বা এ রকম জিনিস শিখতে পারে। উনি কথাটা এটাই বলেছেন।’
জালালের মন্তব্যকে নেতিবাচকভাবে নিতে নারাজ সুজন। সুজন বললেন, ‘এটাকে অন্য কিছু মিন করা ঠিক হবে না। দিন শেষে আমি মনে করি, দেশ সবার আগে। এটা মাথায় রাখতে হবে। মোস্তাফিজ যদি আইপিএল খেলতে পারত, আমিও খুশি হতাম। দেশের খেলা না থাকলে হয়তো সমস্যা হতো না। অনেকে হয়তো বলবে, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা আইপিএল খেলছে। কিন্তু আমাদের তো ১০টা মোস্তাফিজ নেই। এটাও চিন্তা করতে হবে।’
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৮ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১০ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে