ক্রীড়া ডেস্ক
পয়েন্ট কাটাকাটির মারপ্যাঁচে জুভেন্টাসের পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শেষ হয়ে যায় আগেই। তবু ইউরোপা লিগে খেলার সম্ভাবনা ছিল জুভেন্টাসের। গতকাল ম্যাচ জিতলেও শেষ সুযোগটুকু হাতছাড়া হয়ে যায় তুরিনের বুড়িদের।
গতকাল ছিল ২০২২-২৩ মৌসুমের সিরি আ এর শেষ দিন। শেষ দিনের ম্যাচের আগে ৫৯ পয়েন্ট নিয়ে সাতে ছিল জুভেন্টাস। ৬১ ও ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয়ে ছিল আতালান্তা ও রোমা। পাঁচ ও ছয়ে থাকা দল দুটি খেলতে পারবে পরের মৌসুমের ইউরোপা লিগ। ফেডেরিকো চিয়েসার গোলে জুভেন্টাস ১-০ গোলের জয় পায় উদিনেসের বিপক্ষে। তুরিনের বুড়িদের তখন পয়েন্ট হয়েছে ৬২। আতালান্তা, রোমা-দুটো দল পয়েন্ট হারালেই জুভেন্টাস খেলতে পারত ইউরোপা লিগ। শেষ পর্যন্ত ইউরোপা লিগেও জায়গা হয়নি তুরিনের বুড়িদের। গিউইস স্টেডিয়ামে মোনজাকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে আতালান্তা। আর অলিম্পিকো স্টেডিয়ামে স্পেজিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পায় রোমা। ৬৪ ও ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ ও ছয়ে থেকে মৌসুম শেষ করে আতালান্তা ও রোমা। ৬২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকা জুভেন্টাসের খেলতে হবে ইউরোপা কনফারেন্স লিগ।
আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হয়েছে নাপোলি, লাৎসিও এবং দুই মিলানের। ৩৩ বছর পর এবার সিরি আ চ্যাম্পিয়ন হয়েছে নেপলস। ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লাৎসিও, তিনে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭২ ও ৭০ পয়েন্ট নিয়ে চারে আছে এসি মিলান। এই চার দলই শেষ ম্যাচ জিতে মৌসুম শেষ করেছে।
২০২২-২৩ সিরি আ এর সেরা সাত দল:
নাপোলি: ৯০
লাৎসিও: ৭৪
ইন্টার মিলান: ৭২
এসি মিলান: ৭০
আতালান্তা: ৬৪
রোমা: ৬৩
জুভেন্টাস: ৬২
পয়েন্ট কাটাকাটির মারপ্যাঁচে জুভেন্টাসের পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শেষ হয়ে যায় আগেই। তবু ইউরোপা লিগে খেলার সম্ভাবনা ছিল জুভেন্টাসের। গতকাল ম্যাচ জিতলেও শেষ সুযোগটুকু হাতছাড়া হয়ে যায় তুরিনের বুড়িদের।
গতকাল ছিল ২০২২-২৩ মৌসুমের সিরি আ এর শেষ দিন। শেষ দিনের ম্যাচের আগে ৫৯ পয়েন্ট নিয়ে সাতে ছিল জুভেন্টাস। ৬১ ও ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয়ে ছিল আতালান্তা ও রোমা। পাঁচ ও ছয়ে থাকা দল দুটি খেলতে পারবে পরের মৌসুমের ইউরোপা লিগ। ফেডেরিকো চিয়েসার গোলে জুভেন্টাস ১-০ গোলের জয় পায় উদিনেসের বিপক্ষে। তুরিনের বুড়িদের তখন পয়েন্ট হয়েছে ৬২। আতালান্তা, রোমা-দুটো দল পয়েন্ট হারালেই জুভেন্টাস খেলতে পারত ইউরোপা লিগ। শেষ পর্যন্ত ইউরোপা লিগেও জায়গা হয়নি তুরিনের বুড়িদের। গিউইস স্টেডিয়ামে মোনজাকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে আতালান্তা। আর অলিম্পিকো স্টেডিয়ামে স্পেজিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পায় রোমা। ৬৪ ও ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ ও ছয়ে থেকে মৌসুম শেষ করে আতালান্তা ও রোমা। ৬২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকা জুভেন্টাসের খেলতে হবে ইউরোপা কনফারেন্স লিগ।
আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হয়েছে নাপোলি, লাৎসিও এবং দুই মিলানের। ৩৩ বছর পর এবার সিরি আ চ্যাম্পিয়ন হয়েছে নেপলস। ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লাৎসিও, তিনে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭২ ও ৭০ পয়েন্ট নিয়ে চারে আছে এসি মিলান। এই চার দলই শেষ ম্যাচ জিতে মৌসুম শেষ করেছে।
২০২২-২৩ সিরি আ এর সেরা সাত দল:
নাপোলি: ৯০
লাৎসিও: ৭৪
ইন্টার মিলান: ৭২
এসি মিলান: ৭০
আতালান্তা: ৬৪
রোমা: ৬৩
জুভেন্টাস: ৬২
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২২ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে