নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেন্ট লুসিয়ায় দ্বিতীয় চার দিনের ম্যাচেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারছে না বাংলাদেশ 'এ' দল। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান। অনেকটা একাই লড়ছেন সাইফ হাসান। তিনে নামা এই ব্যাটার ২১৭ বল খেলে ৬৩ রানে অপরাজিত আছেন।
২৩ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন সাইফ। গতকাল দ্বিতীয় দিনে ফিফটি করেন তিনি। দ্বিতীয় দিনে বাংলাদেশ ৪ উইকেট হারিয়েছে। এক প্রান্তে অবিচল ছিলেন সাইফ। প্রায় পাঁচ ঘণ্টা ওয়েস্ট এ দলের বোলারদের পরীক্ষা নিয়েছেন তিনি। ৬টি চার আর ১টি ছয়ে সাইফ ইনিংসটি সাজিয়েছেন।
প্রথম দিনের মতো বৃষ্টির বাধা ছিল গতকাল দ্বিতীয় দিনেও। খেলা শুরু হয় মধ্যাহ্নভোজের পরে। দ্বিতীয় সেশনের শুরুতেই আউট হয়ে যান ওপেনার সাদমান ইসলাম। উইকেটকিপার জাকের আলী ১৬ বলে ০ রানে অপরাজিত। এর আগে ৩৪ ওভারে ১ উইকেটে ৬৯ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ ‘এ’ দল। কাল সারা দিনে ৫০ ওভারের খেলা হয়েছে। এ সময় ৪ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে মোহাম্মদ মিঠুনের দল।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের আগে খেলা শুরু হয়নি। তবে খেলা শুরুর পর বেশিক্ষণ টিকতে পারেননি ওপেনার সাদমান ইসলাম। ১১৮ বলে তাঁর লড়াকু ২৫ রানের সমাপ্তি ঘটান পেসার অ্যান্ডারসন ফিলিপে। সাইফ ও সাদমান জুটি করেন ৪৫ রান। ৭৪ রানে ২ উইকেট হারানো দলকে শক্ত অবস্থানে নিতে পারেননি ফজলে মাহমুদ-মোহাম্মদ মিঠুনরা। ফজলে মাহমুদ ৪৭ বলে ১৪ রানে আউট হন। এরপর দলীয় ১২৮ রানে ফিরে যান অধিনায়ক মিঠুন। ১৪ বলে ১৪ রান করেন তিনি।
দলীয় ১৪৮ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন জাকির হাসান। ৫৬ বলে ১৫ রান করেন তিনি। দিনের শেষ অংশটায় সাইফকে সঙ্গ দেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৪১ বলে ৯ রান। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বাঁহাতি পেসার কলিন আর্চিবল্ড দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রানে ৩ উইকেট নেন।
সেন্ট লুসিয়ায় দ্বিতীয় চার দিনের ম্যাচেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারছে না বাংলাদেশ 'এ' দল। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান। অনেকটা একাই লড়ছেন সাইফ হাসান। তিনে নামা এই ব্যাটার ২১৭ বল খেলে ৬৩ রানে অপরাজিত আছেন।
২৩ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন সাইফ। গতকাল দ্বিতীয় দিনে ফিফটি করেন তিনি। দ্বিতীয় দিনে বাংলাদেশ ৪ উইকেট হারিয়েছে। এক প্রান্তে অবিচল ছিলেন সাইফ। প্রায় পাঁচ ঘণ্টা ওয়েস্ট এ দলের বোলারদের পরীক্ষা নিয়েছেন তিনি। ৬টি চার আর ১টি ছয়ে সাইফ ইনিংসটি সাজিয়েছেন।
প্রথম দিনের মতো বৃষ্টির বাধা ছিল গতকাল দ্বিতীয় দিনেও। খেলা শুরু হয় মধ্যাহ্নভোজের পরে। দ্বিতীয় সেশনের শুরুতেই আউট হয়ে যান ওপেনার সাদমান ইসলাম। উইকেটকিপার জাকের আলী ১৬ বলে ০ রানে অপরাজিত। এর আগে ৩৪ ওভারে ১ উইকেটে ৬৯ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ ‘এ’ দল। কাল সারা দিনে ৫০ ওভারের খেলা হয়েছে। এ সময় ৪ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে মোহাম্মদ মিঠুনের দল।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের আগে খেলা শুরু হয়নি। তবে খেলা শুরুর পর বেশিক্ষণ টিকতে পারেননি ওপেনার সাদমান ইসলাম। ১১৮ বলে তাঁর লড়াকু ২৫ রানের সমাপ্তি ঘটান পেসার অ্যান্ডারসন ফিলিপে। সাইফ ও সাদমান জুটি করেন ৪৫ রান। ৭৪ রানে ২ উইকেট হারানো দলকে শক্ত অবস্থানে নিতে পারেননি ফজলে মাহমুদ-মোহাম্মদ মিঠুনরা। ফজলে মাহমুদ ৪৭ বলে ১৪ রানে আউট হন। এরপর দলীয় ১২৮ রানে ফিরে যান অধিনায়ক মিঠুন। ১৪ বলে ১৪ রান করেন তিনি।
দলীয় ১৪৮ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন জাকির হাসান। ৫৬ বলে ১৫ রান করেন তিনি। দিনের শেষ অংশটায় সাইফকে সঙ্গ দেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৪১ বলে ৯ রান। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বাঁহাতি পেসার কলিন আর্চিবল্ড দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রানে ৩ উইকেট নেন।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২৮ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে