নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ম্যাচসেরা মাহমুদউল্লাহ, মোস্তাফিজ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার
মাত্র ৪ ওভারে ৯ রান দিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিততে দেননি মোস্তাফিজুর রহমান। ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় হয়েছেন তিনি। ৫৩ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাই তাঁর হাতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ
শেষ ওভারে বোলিংয়ে আসেন মেহেদী। প্রথম বলে মেহেদীকে লং অনের ওপর দিয়ে সীমানা ছাড়া করেন ক্যারি। পরের বলে সিংগেল দিয়ে আত্মবিশ্বাস ফিরে পান মেহেদী। তৃতীয় বলে ডট দিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন তিনি। চতুর্থ বলে নো দিলেও ফ্রি হিটের বলে সিংগেল দিয়ে আশা বাঁচিয়ে রাখেন সিরিজের। শেষ দুই বলে মেহেদী ১ রান দিলে ১০ রানে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। যেকোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এটাই প্রথম সিরিজ জয়। পাঁচ ম্যাচের সিরিজে এখনো বাকি আছে দুই ম্যাচ।
শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ২২
১৯তম ওভারে বোলিংয়ে এসেই প্রথম বল ডট দেন মোস্তাফিজ। ওভারের পরের ৪টি বল টানা ডট দিয়ে সিরিজ জয়ের আশা জাগাচ্ছেন মোস্তাফিজ। রান রেট বেড়ে যাওয়ায় চাপে অস্ট্রেলিয়া। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার শেষ ওভারে দরকার ২২।
গলার কাঁটা মার্শকে ফেরালেন শরিফুল
বাংলাদেশের গলার কাঁটা মার্শকে ফেরালেন শরিফুল। নাইমের হাতে লং অফে ক্যাচে দেন মার্শ। মার্শকে ফিরিয়ে ম্যাচ টিকিয়ে রেখেছে বাংলাদেশ। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ১২ বলে ২৩।
আশা বাঁচিয়ে রেখেছেন মার্শ
অস্ট্রেলিয়ার আশা বাঁচিয়ে রেখেছেন মার্শ। বাংলাদেশের বোলারদের চিন্তা বাড়িয়ে ফিফটি তুলে নিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ফিফটি করতে খেলেছেন ৪৫ বল। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ১৮ বলে ৩৪।
ক্যাচ মিস করা শরিফুল ফেরালেন হেনরিকসকে
১৫তম ওভারে আবারো ব্রেক থ্রো এনে দেন শরিফুল। ময়েজেস হেনরিকসকে মিড অন শামিমের হাতে ক্যাচ বানান এই পেসার। ১৫ ওভার শেষে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৪৮ রান। তবে বাংলাদেশের চিন্তার কারণ হয়ে এখনও উইকেটে আছেন মার্শ।
বাংলাদেশকে ম্যাচে ফেরালেন সাকিব
১২তম ওভারে নাসুম এসে ৫ রান দিয়ে রানের গতি নিয়ন্ত্রণে আনেন। তবে মোস্তাফিজের পরের ওভারের প্রথম বলেই ম্যাকডারমটের ক্যাচ ছাড়েন শরিফুল। ম্যাকডারমট-মার্শের জুটি ভাঙার সহজ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তবে ১৪তম ওভারে সাকিব বোলিংয়ে এসেই বোল্ড করেন ম্যাকডারমটকে। ৬৩ রানের জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব।
মাহমুদউল্লাহ-মার্শের কথার লড়াই
দশম ওভারে শরিফুলের বল ব্যাটে লাগাতে না পারলে মেজাজ হারান মার্শ। মার্শের কথার উত্তর দিতে এগিয়ে আসেন মাহমুদউল্লাহ। আম্পায়ারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই ওভারে শরিফুল দেন ৯ রান। পরের ওভারে সৌম্য সরকারও দেন ৯ রান। ১১ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৬৩।
অস্ট্রেলিয়াকে এগিয়ে নিচ্ছেন মার্শ
প্রথম দুই টি-টোয়েন্টিতে ইনিংস সর্বোচ্চ রান করা মিশেল মার্শ এই ম্যাচেও ভালো শুরু পেয়েছেন। ওপেনার ম্যাকডারমটকে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি । তবে রান রেটে অস্ট্রেলিয়া অবশ্য পিছিয়েই আছে অস্ট্রেলিয়া। ৯ ওভার শেষে তাদের রান ১ উইকেটে ৪৫।
পাওয়ার প্লেতে রানে এগিয়ে বাংলাদেশ
পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারে কাটার মাস্টার দেন ৩ রান। শুরুর ৬ ওভারে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের খোলস থেকে বের হতে দেননি বাংলাদেশি বোলাররা। পাওয়ার প্লেতে বাংলাদেশের যেখানে রান ছিল ২ উইকেটে ২৮, অস্ট্রেলিয়া সেখানে তুলতে পেরেছে ১ উইকেটে ২০।
মেডেন দিলেন নাসুম
ওয়েডের পর উইকেটে আসেন মিচেল মার্শ। সাকিবের করা তৃতীয় ওভারেই আউট হতে পারতেন মার্শ । তবে রিভিউ নিয়ে বেঁচে যান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। পরের ওভারে নাসুম বোলিংয়ে এসে আঁটসাঁট বোলিং করে মেডেন ওভার দেন । ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ১১।
ওয়েডকে ফেরালেন নাসুম
দ্বিতীয় ওভারেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া। মাত্র ১ রান করে ফিরে গেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে শরিফুলের হাতে ওয়েডকে ক্যাচ বানান নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়াকে ১২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে পঞ্চম ফিফটি তুলে নিলেন মাহমুদউল্লাহ। তবে ফিফটি করার পরের বলেই নাথান এলিসের বলে বোল্ড হয়ে ফিরে যান। আউট হওয়ার আগে ৫৩ বলে করেছেন ৫২ রান। পরের বলে নতুন ব্যাটসম্যান মোস্তাফিজুর রহমান রানের খাতা খোলার আগেই মিচেল মার্শের হাতে ক্যাচ দেন। পরপর দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন এলিচ। শেষ বলে মেহেদীকে ডিপ স্কয়ার লেগে অ্যাগারের হাতে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এলিচ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের রান ৯ উইকেটে ১২৭।
লড়াইয়ের পুঁজি এনে দিতে লড়ছেন মাহমুদউল্লাহ
শেষদিকে দ্রুত রান তোলার চেষ্টা করছেন উইকেটে থাকা মাহমুদউল্লাহ ও মেহেদী। ১৯ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ১২২। ৫১ বলে ৪৮ রানে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ।
এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন মাহমুদউল্লাহ
শামিমের পর মাহমুদউল্লাহও আউট । জশ হ্যাজেলউডের বলে মিড উইকেটে বেন ম্যাকডরমটের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হোন শামিম । টপ অর্ডারের পর জুটি গড়তে মিডল অর্ডারও ব্যর্থ। ১৪তম ওভারে এসেছে মাত্র দুই রান। নতুন ব্যাটসম্যান নুরুল হাসান সোহান উইকেটে এসে চালিয়ে খেলছিলেন তখনই রান আউট হয়ে ফিরে গেলেন ৫ বলে ১১ রান করে। ৪২ বলে ৩৬ রান করা মাহমুদউল্লাহর সঙ্গে উইকেটে যোগ দলেন মেহেদী হাসান।
আফিফ আউট, বিপদ বাড়ল বাংলাদেশের
১৩ বলে ১৯ করে আশা দেখানো আফিফও ফিরে গেলেন। ড্যান ক্রিস্টিয়ানের বলে দ্রুত এক রান নিতে গিয়ে কাটা পড়লেন রান আউটে। অ্যালেক্স ক্যারির থ্রো সরাসরি স্ট্যাম্পে লাগলে চতুর্থ উইকেটের পতন ঘটে বাংলাদেশের। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান শামিম হোসেন পাটোয়ারি। ৩০ বলে ২৪ রান নিয়ে উইকেটে আছেন মাহমুদউল্লাহ। ১৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৭৯।
আফিফ - মাহমুদউল্লাহ এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে
সাকিবের আউটের পর উইকেটে থাকা মাহমুদউল্লাহর সঙ্গে যোগ দেন আফিফ হোসেন। আগের দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা আফিফ দশম ওভারের তৃতীয় বলে অ্যাগারকে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে সীমানাছাড়া করে দারুণ কিছুর ইঙ্গিত দেন। পরের ওভারে দুর্দান্ত টাইমিংয়ে ন্যাথান এলিচকে চার মেরে রানের চাকা সচল রাখছেন আফিফ। ১১ ওভার শেষে বাংলদেশের স্কোর ৩ উইকেটে ৭১
ফিরে গেলেন সাকিবও
সাকিব - মাহমুদউল্লাহর ব্যাটে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল বাংলাদেশ, তখনই আউট সাকিব। অ্যাডাম জাম্পার বলে অ্যাস্টন অ্যাগারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫০।
দেখেশুনে খেলছে বাংলাদেশ
সন্ধ্যা ৭:৩০, ৬ আগস্ট
ইনিংসের প্রথম ১৩ বলের মধ্যে দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। উইকেটে এখন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। দেখেশুনে বাংলাদেশের ইনিংসকে একটা ভিত দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাকিব-মাহমুদউল্লাহ। ছয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৮ রান।
আবারও ব্যর্থ সৌম্য
সন্ধ্যা ৭:৩০, ৬ আগস্ট
নিজের প্রথম ওভারেই আঘাত হেনেছিলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে ওপেনার মোহাম্মদ নাঈমকে উইকেটের পেছনে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিতে বাধ্য করেছেন অজি পেসার। অ্যাডাম জাম্পার করা পরের ওভারের প্রথম বলে ফিরে গেছেন সৌম্য সরকার। এবার তিনি আউট হয়েছেন এলবিডব্লিউ হয়ে। প্রথম দুই ম্যাচে ০ ও ২ করে আউট হওয়া সৌম্য এ ম্যাচেও ধরে রাখলেন ব্যর্থতার ধারাবাহিকতা, ১১ বল খেলে এবার আউট হয়েছেন ২ রানে। নাঈম আউট ১ রানে।
অবশেষে টস জিতলেন মাহমুদউল্লাহ
সন্ধ্যা ৭:০৭, ৬ আগস্ট
টানা পাঁচবার হারের পর অবশেষে টস জিতলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। একাদশে কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশ দলে। অস্ট্রেলিয়া দলে এসেছে তিন পরিবর্তন। দলে ফিরেছেন বেন ম্যাকডারমট, ডেন ক্রিস্টিয়ান। অভিষেক হয়েছে নাথান এলিসের। বাদ পড়েছেন জশ ফিলিপে, মিচেল স্টার্ক ও অ্যান্ড্রু টাই।
কাটা যায়নি কোনো ওভার
সন্ধ্যা ৬: ৫৫, ৬ আগস্ট
সন্ধ্যা ৭টায় হবে টস । খেলা শুরু হবে ৭.১৫ মিনিটে। কাটা যায়নি কোনো ওভার। ইনিংস বিরতি ১০ মিনিটের।
চলছে প্রস্তুতি
সন্ধ্যা ৬:৩৮, ৬ আগস্ট
বৃষ্টি থেমেছে। সরিয়ে ফেলা হচ্ছে কাভার। চলছে টস করার প্রস্তুতি।
বৃষ্টি হতে পারে, এমন পূর্ভাবাস ছিল সিরিজের শুরু থেকেই। প্রথম দুই টি-টোয়েন্টি বৃষ্টিবাধা ছাড়াই শেষ হয়েছে। তবে বৃষ্টি বাগড়া দিল সিরিজের তৃতীয় ম্যাচে, যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় খেলা শুরুর কথা থাকলেও প্রকৃতির বাধায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম এখনো টসই হয়নি। মাঝে বৃষ্টি থামলেও আবারও সেটি ঝেঁপে নামছে। উইকেট থেকে কাভার সরিয়েও আবার তা ঢেকে দিতে বাধ্য হয়েছেন মাঠকর্মীরা।
ম্যাচসেরা মাহমুদউল্লাহ, মোস্তাফিজ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার
মাত্র ৪ ওভারে ৯ রান দিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিততে দেননি মোস্তাফিজুর রহমান। ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় হয়েছেন তিনি। ৫৩ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাই তাঁর হাতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ
শেষ ওভারে বোলিংয়ে আসেন মেহেদী। প্রথম বলে মেহেদীকে লং অনের ওপর দিয়ে সীমানা ছাড়া করেন ক্যারি। পরের বলে সিংগেল দিয়ে আত্মবিশ্বাস ফিরে পান মেহেদী। তৃতীয় বলে ডট দিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন তিনি। চতুর্থ বলে নো দিলেও ফ্রি হিটের বলে সিংগেল দিয়ে আশা বাঁচিয়ে রাখেন সিরিজের। শেষ দুই বলে মেহেদী ১ রান দিলে ১০ রানে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। যেকোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এটাই প্রথম সিরিজ জয়। পাঁচ ম্যাচের সিরিজে এখনো বাকি আছে দুই ম্যাচ।
শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ২২
১৯তম ওভারে বোলিংয়ে এসেই প্রথম বল ডট দেন মোস্তাফিজ। ওভারের পরের ৪টি বল টানা ডট দিয়ে সিরিজ জয়ের আশা জাগাচ্ছেন মোস্তাফিজ। রান রেট বেড়ে যাওয়ায় চাপে অস্ট্রেলিয়া। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার শেষ ওভারে দরকার ২২।
গলার কাঁটা মার্শকে ফেরালেন শরিফুল
বাংলাদেশের গলার কাঁটা মার্শকে ফেরালেন শরিফুল। নাইমের হাতে লং অফে ক্যাচে দেন মার্শ। মার্শকে ফিরিয়ে ম্যাচ টিকিয়ে রেখেছে বাংলাদেশ। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ১২ বলে ২৩।
আশা বাঁচিয়ে রেখেছেন মার্শ
অস্ট্রেলিয়ার আশা বাঁচিয়ে রেখেছেন মার্শ। বাংলাদেশের বোলারদের চিন্তা বাড়িয়ে ফিফটি তুলে নিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ফিফটি করতে খেলেছেন ৪৫ বল। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ১৮ বলে ৩৪।
ক্যাচ মিস করা শরিফুল ফেরালেন হেনরিকসকে
১৫তম ওভারে আবারো ব্রেক থ্রো এনে দেন শরিফুল। ময়েজেস হেনরিকসকে মিড অন শামিমের হাতে ক্যাচ বানান এই পেসার। ১৫ ওভার শেষে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৪৮ রান। তবে বাংলাদেশের চিন্তার কারণ হয়ে এখনও উইকেটে আছেন মার্শ।
বাংলাদেশকে ম্যাচে ফেরালেন সাকিব
১২তম ওভারে নাসুম এসে ৫ রান দিয়ে রানের গতি নিয়ন্ত্রণে আনেন। তবে মোস্তাফিজের পরের ওভারের প্রথম বলেই ম্যাকডারমটের ক্যাচ ছাড়েন শরিফুল। ম্যাকডারমট-মার্শের জুটি ভাঙার সহজ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তবে ১৪তম ওভারে সাকিব বোলিংয়ে এসেই বোল্ড করেন ম্যাকডারমটকে। ৬৩ রানের জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব।
মাহমুদউল্লাহ-মার্শের কথার লড়াই
দশম ওভারে শরিফুলের বল ব্যাটে লাগাতে না পারলে মেজাজ হারান মার্শ। মার্শের কথার উত্তর দিতে এগিয়ে আসেন মাহমুদউল্লাহ। আম্পায়ারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই ওভারে শরিফুল দেন ৯ রান। পরের ওভারে সৌম্য সরকারও দেন ৯ রান। ১১ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৬৩।
অস্ট্রেলিয়াকে এগিয়ে নিচ্ছেন মার্শ
প্রথম দুই টি-টোয়েন্টিতে ইনিংস সর্বোচ্চ রান করা মিশেল মার্শ এই ম্যাচেও ভালো শুরু পেয়েছেন। ওপেনার ম্যাকডারমটকে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি । তবে রান রেটে অস্ট্রেলিয়া অবশ্য পিছিয়েই আছে অস্ট্রেলিয়া। ৯ ওভার শেষে তাদের রান ১ উইকেটে ৪৫।
পাওয়ার প্লেতে রানে এগিয়ে বাংলাদেশ
পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারে কাটার মাস্টার দেন ৩ রান। শুরুর ৬ ওভারে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের খোলস থেকে বের হতে দেননি বাংলাদেশি বোলাররা। পাওয়ার প্লেতে বাংলাদেশের যেখানে রান ছিল ২ উইকেটে ২৮, অস্ট্রেলিয়া সেখানে তুলতে পেরেছে ১ উইকেটে ২০।
মেডেন দিলেন নাসুম
ওয়েডের পর উইকেটে আসেন মিচেল মার্শ। সাকিবের করা তৃতীয় ওভারেই আউট হতে পারতেন মার্শ । তবে রিভিউ নিয়ে বেঁচে যান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। পরের ওভারে নাসুম বোলিংয়ে এসে আঁটসাঁট বোলিং করে মেডেন ওভার দেন । ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ১১।
ওয়েডকে ফেরালেন নাসুম
দ্বিতীয় ওভারেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া। মাত্র ১ রান করে ফিরে গেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে শরিফুলের হাতে ওয়েডকে ক্যাচ বানান নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়াকে ১২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে পঞ্চম ফিফটি তুলে নিলেন মাহমুদউল্লাহ। তবে ফিফটি করার পরের বলেই নাথান এলিসের বলে বোল্ড হয়ে ফিরে যান। আউট হওয়ার আগে ৫৩ বলে করেছেন ৫২ রান। পরের বলে নতুন ব্যাটসম্যান মোস্তাফিজুর রহমান রানের খাতা খোলার আগেই মিচেল মার্শের হাতে ক্যাচ দেন। পরপর দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন এলিচ। শেষ বলে মেহেদীকে ডিপ স্কয়ার লেগে অ্যাগারের হাতে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এলিচ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের রান ৯ উইকেটে ১২৭।
লড়াইয়ের পুঁজি এনে দিতে লড়ছেন মাহমুদউল্লাহ
শেষদিকে দ্রুত রান তোলার চেষ্টা করছেন উইকেটে থাকা মাহমুদউল্লাহ ও মেহেদী। ১৯ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ১২২। ৫১ বলে ৪৮ রানে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ।
এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন মাহমুদউল্লাহ
শামিমের পর মাহমুদউল্লাহও আউট । জশ হ্যাজেলউডের বলে মিড উইকেটে বেন ম্যাকডরমটের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হোন শামিম । টপ অর্ডারের পর জুটি গড়তে মিডল অর্ডারও ব্যর্থ। ১৪তম ওভারে এসেছে মাত্র দুই রান। নতুন ব্যাটসম্যান নুরুল হাসান সোহান উইকেটে এসে চালিয়ে খেলছিলেন তখনই রান আউট হয়ে ফিরে গেলেন ৫ বলে ১১ রান করে। ৪২ বলে ৩৬ রান করা মাহমুদউল্লাহর সঙ্গে উইকেটে যোগ দলেন মেহেদী হাসান।
আফিফ আউট, বিপদ বাড়ল বাংলাদেশের
১৩ বলে ১৯ করে আশা দেখানো আফিফও ফিরে গেলেন। ড্যান ক্রিস্টিয়ানের বলে দ্রুত এক রান নিতে গিয়ে কাটা পড়লেন রান আউটে। অ্যালেক্স ক্যারির থ্রো সরাসরি স্ট্যাম্পে লাগলে চতুর্থ উইকেটের পতন ঘটে বাংলাদেশের। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান শামিম হোসেন পাটোয়ারি। ৩০ বলে ২৪ রান নিয়ে উইকেটে আছেন মাহমুদউল্লাহ। ১৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৭৯।
আফিফ - মাহমুদউল্লাহ এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে
সাকিবের আউটের পর উইকেটে থাকা মাহমুদউল্লাহর সঙ্গে যোগ দেন আফিফ হোসেন। আগের দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা আফিফ দশম ওভারের তৃতীয় বলে অ্যাগারকে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে সীমানাছাড়া করে দারুণ কিছুর ইঙ্গিত দেন। পরের ওভারে দুর্দান্ত টাইমিংয়ে ন্যাথান এলিচকে চার মেরে রানের চাকা সচল রাখছেন আফিফ। ১১ ওভার শেষে বাংলদেশের স্কোর ৩ উইকেটে ৭১
ফিরে গেলেন সাকিবও
সাকিব - মাহমুদউল্লাহর ব্যাটে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল বাংলাদেশ, তখনই আউট সাকিব। অ্যাডাম জাম্পার বলে অ্যাস্টন অ্যাগারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫০।
দেখেশুনে খেলছে বাংলাদেশ
সন্ধ্যা ৭:৩০, ৬ আগস্ট
ইনিংসের প্রথম ১৩ বলের মধ্যে দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। উইকেটে এখন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। দেখেশুনে বাংলাদেশের ইনিংসকে একটা ভিত দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাকিব-মাহমুদউল্লাহ। ছয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৮ রান।
আবারও ব্যর্থ সৌম্য
সন্ধ্যা ৭:৩০, ৬ আগস্ট
নিজের প্রথম ওভারেই আঘাত হেনেছিলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে ওপেনার মোহাম্মদ নাঈমকে উইকেটের পেছনে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিতে বাধ্য করেছেন অজি পেসার। অ্যাডাম জাম্পার করা পরের ওভারের প্রথম বলে ফিরে গেছেন সৌম্য সরকার। এবার তিনি আউট হয়েছেন এলবিডব্লিউ হয়ে। প্রথম দুই ম্যাচে ০ ও ২ করে আউট হওয়া সৌম্য এ ম্যাচেও ধরে রাখলেন ব্যর্থতার ধারাবাহিকতা, ১১ বল খেলে এবার আউট হয়েছেন ২ রানে। নাঈম আউট ১ রানে।
অবশেষে টস জিতলেন মাহমুদউল্লাহ
সন্ধ্যা ৭:০৭, ৬ আগস্ট
টানা পাঁচবার হারের পর অবশেষে টস জিতলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। একাদশে কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশ দলে। অস্ট্রেলিয়া দলে এসেছে তিন পরিবর্তন। দলে ফিরেছেন বেন ম্যাকডারমট, ডেন ক্রিস্টিয়ান। অভিষেক হয়েছে নাথান এলিসের। বাদ পড়েছেন জশ ফিলিপে, মিচেল স্টার্ক ও অ্যান্ড্রু টাই।
কাটা যায়নি কোনো ওভার
সন্ধ্যা ৬: ৫৫, ৬ আগস্ট
সন্ধ্যা ৭টায় হবে টস । খেলা শুরু হবে ৭.১৫ মিনিটে। কাটা যায়নি কোনো ওভার। ইনিংস বিরতি ১০ মিনিটের।
চলছে প্রস্তুতি
সন্ধ্যা ৬:৩৮, ৬ আগস্ট
বৃষ্টি থেমেছে। সরিয়ে ফেলা হচ্ছে কাভার। চলছে টস করার প্রস্তুতি।
বৃষ্টি হতে পারে, এমন পূর্ভাবাস ছিল সিরিজের শুরু থেকেই। প্রথম দুই টি-টোয়েন্টি বৃষ্টিবাধা ছাড়াই শেষ হয়েছে। তবে বৃষ্টি বাগড়া দিল সিরিজের তৃতীয় ম্যাচে, যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় খেলা শুরুর কথা থাকলেও প্রকৃতির বাধায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম এখনো টসই হয়নি। মাঝে বৃষ্টি থামলেও আবারও সেটি ঝেঁপে নামছে। উইকেট থেকে কাভার সরিয়েও আবার তা ঢেকে দিতে বাধ্য হয়েছেন মাঠকর্মীরা।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৯ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১১ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে