ক্রীড়া ডেস্ক
মার্ক উডের পরিবর্তে শামার জোসেফকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আগামী আইপিএল জন্য ওয়েস্ট ইন্ডিজ পেসারের সঙ্গে ৩ কোটি রুপির চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত মাসের শেষ দিকে আগুন ঝরানো বোলিংয়ে ব্রিসবেন টেস্টে উইন্ডিজকে ৮ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান শামার। অষ্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২৪ বছর বয়সী এই পেসারের। সিরিজ শেষ করেন ১৩ উইকেট নিয়ে। তার মধ্যে পায়ের আঙুলে চোট নিয়েই গ্যাবায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট তুলে ক্যারিবিয়ানদের সমতায় ফেরান।
আইপিএলের আগে শামার প্রথমবারের মতো চুক্তিবদ্ধ হন পিএসএলের ক্লাব পেশোয়ার জালমির সঙ্গে। তবে চোটের কারণে ঘরে ফিরতে হওয়ায় আরব আমিরাতে চলমান আইএলটি২০ লিগে খেলা হচ্ছে না। মাত্র দুটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তাঁর। সেই ম্যাচ দুটি খেলেছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্র্যাঞ্চাইজি গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে, ২০২৩ সংস্করণে।
বর্তমানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে আছেন উড। তবে কী কারণে ইংলিশ পেসার এবারের আইপিএল খেলছেন না সেটি পরিষ্কার করে জানায়নি লক্ষ্ণৌ। ২০২২ সালে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি করেন উড। তবে কনুইয়ের চোটের কারণে সেবার খেলতে পারেননি। ২০২৩ সংস্করণে খেলেছেন মাত্র ৪ ম্যাচ, নেন ১১ উইকেট। তার মধ্যে একবার নেন ৫ উইকেট। তবে ব্যক্তিগত কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচ খেলেননি উড।
মার্ক উডের পরিবর্তে শামার জোসেফকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আগামী আইপিএল জন্য ওয়েস্ট ইন্ডিজ পেসারের সঙ্গে ৩ কোটি রুপির চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত মাসের শেষ দিকে আগুন ঝরানো বোলিংয়ে ব্রিসবেন টেস্টে উইন্ডিজকে ৮ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান শামার। অষ্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২৪ বছর বয়সী এই পেসারের। সিরিজ শেষ করেন ১৩ উইকেট নিয়ে। তার মধ্যে পায়ের আঙুলে চোট নিয়েই গ্যাবায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট তুলে ক্যারিবিয়ানদের সমতায় ফেরান।
আইপিএলের আগে শামার প্রথমবারের মতো চুক্তিবদ্ধ হন পিএসএলের ক্লাব পেশোয়ার জালমির সঙ্গে। তবে চোটের কারণে ঘরে ফিরতে হওয়ায় আরব আমিরাতে চলমান আইএলটি২০ লিগে খেলা হচ্ছে না। মাত্র দুটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তাঁর। সেই ম্যাচ দুটি খেলেছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্র্যাঞ্চাইজি গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে, ২০২৩ সংস্করণে।
বর্তমানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে আছেন উড। তবে কী কারণে ইংলিশ পেসার এবারের আইপিএল খেলছেন না সেটি পরিষ্কার করে জানায়নি লক্ষ্ণৌ। ২০২২ সালে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি করেন উড। তবে কনুইয়ের চোটের কারণে সেবার খেলতে পারেননি। ২০২৩ সংস্করণে খেলেছেন মাত্র ৪ ম্যাচ, নেন ১১ উইকেট। তার মধ্যে একবার নেন ৫ উইকেট। তবে ব্যক্তিগত কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচ খেলেননি উড।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
৩২ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে