ক্রীড়া ডেস্ক
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু ২০২৩ বিশ্বকাপ। একই মাঠে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দিয়ে গতকাল শেষ হয়েছে ৪৮ ম্যাচের টুর্নামেন্ট। ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনালিস্ট দুই দল পাচ্ছে কোটি কোটি টাকার পুরস্কার।
এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ায় অস্ট্রেলিয়া দল পাচ্ছে ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৪৪ কোটি ১২ লাখ টাকা। একই সঙ্গে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা প্রথম পর্বে ৭ ম্যাচ জেতায় বাড়তি ২ লাখ ৮০ হাজার ডলার পাচ্ছে (বাংলাদেশি ৩ কোটি ৯ লাখ টাকা)। সব মিলিয়ে আইসিসি থেকে পাচ্ছে ৪৭ কোটি ২১ লাখ টাকার অর্থ পুরস্কার। অন্যদিকে রানার্সআপ হওয়ায় ভারত পাচ্ছে ২০ লাখ ডলার (২২ কোটি ৬ লাখ টাকা)। পাশাপাশি গ্রুপ পর্বের ৯ ম্যাচ জেতায় আরও ৩ লাখ ৬০ হাজার ডলার (৩ কোটি ৯৭ লাখ টাকা)। তাতে ২০২৩ বিশ্বকাপের আয়োজক দল পাচ্ছে ২৬ কোটি ৩ লাখ টাকা।
সেমিফাইনাল থেকে বাদ পড়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রত্যেকেই পাচ্ছে ৮ লাখ ডলার করে (বাংলাদেশি ৮ কোটি ৮২ লাখ টাকা)। আর বোনাস হিসেবে প্রথম পর্ব থেকে ২ লাখ ডলার (২ কোটি ২০ লাখ টাকা) যুক্ত হওয়ায় কিউইরা আইসিসি থেকে পাচ্ছে ১১ কোটি ২ লাখ টাকা। প্রথম পর্বে কিউইরা জিতেছিল ৫ ম্যাচ। অন্যদিকে প্রথম পর্ব থেকে ২ লাখ ৮০ হাজার ডলার (৩ কোটি ৯ লাখ টাকা) বোনাস হিসেবে পাওয়ায় প্রোটিয়ারা পাচ্ছে ১১ কোটি ৯১ লাখ টাকা। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস প্রত্যেকেই পাচ্ছে ১ লাখ ৮০ হাজার ডলার (১ কোটি ৯৮ লাখ টাকা)। এই তিন দলই গ্রুপ পর্বে জিতেছে ২টি করে ম্যাচ। ৪টি করে ম্যাচ জেতায় পাকিস্তান, আফগানিস্তান পাচ্ছে ২ লাখ ৬০ হাজার ডলার (২ কোটি ৮৭ লাখ টাকা) করে। ৩ ম্যাচ জেতা ইংল্যান্ড পাচ্ছে ২ লাখ ২০ হাজার ডলার (২ কোটি ৪৩ লাখ টাকা)। আইসিসি এবারের বিশ্বকাপে ১ কোটি ডলার (১১০ কোটি ৩১ লাখ টাকা) অর্থ পুরস্কার ঘোষণা করেছিল।
আইসিসি ২০২৩ বিশ্বকাপের প্রাইজমানি (বাংলাদেশি টাকা):
চ্যাম্পিয়ন: ৪৪ কোটি ১২ লাখ
রানার্সআপ: ২২ কোটি ৬ লাখ
সেমিফাইনালিস্ট (২ দল) : ৮ কোটি ৮২ লাখ (দল প্রতি) : মোট ১৭ কোটি ৬৪ লাখ
গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দল (৬ দল) : ১ কোটি ১০ লাখ (দল প্রতি) ; মোট ৬ কোটি ৬২ লাখ
গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য: ৪৪ লাখ ১২ হাজার; মোট: ১৯ কোটি ৮৬ লাখ
মোট: ১১০ কোটি ৩১ লাখ টাকা
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু ২০২৩ বিশ্বকাপ। একই মাঠে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দিয়ে গতকাল শেষ হয়েছে ৪৮ ম্যাচের টুর্নামেন্ট। ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনালিস্ট দুই দল পাচ্ছে কোটি কোটি টাকার পুরস্কার।
এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ায় অস্ট্রেলিয়া দল পাচ্ছে ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৪৪ কোটি ১২ লাখ টাকা। একই সঙ্গে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা প্রথম পর্বে ৭ ম্যাচ জেতায় বাড়তি ২ লাখ ৮০ হাজার ডলার পাচ্ছে (বাংলাদেশি ৩ কোটি ৯ লাখ টাকা)। সব মিলিয়ে আইসিসি থেকে পাচ্ছে ৪৭ কোটি ২১ লাখ টাকার অর্থ পুরস্কার। অন্যদিকে রানার্সআপ হওয়ায় ভারত পাচ্ছে ২০ লাখ ডলার (২২ কোটি ৬ লাখ টাকা)। পাশাপাশি গ্রুপ পর্বের ৯ ম্যাচ জেতায় আরও ৩ লাখ ৬০ হাজার ডলার (৩ কোটি ৯৭ লাখ টাকা)। তাতে ২০২৩ বিশ্বকাপের আয়োজক দল পাচ্ছে ২৬ কোটি ৩ লাখ টাকা।
সেমিফাইনাল থেকে বাদ পড়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রত্যেকেই পাচ্ছে ৮ লাখ ডলার করে (বাংলাদেশি ৮ কোটি ৮২ লাখ টাকা)। আর বোনাস হিসেবে প্রথম পর্ব থেকে ২ লাখ ডলার (২ কোটি ২০ লাখ টাকা) যুক্ত হওয়ায় কিউইরা আইসিসি থেকে পাচ্ছে ১১ কোটি ২ লাখ টাকা। প্রথম পর্বে কিউইরা জিতেছিল ৫ ম্যাচ। অন্যদিকে প্রথম পর্ব থেকে ২ লাখ ৮০ হাজার ডলার (৩ কোটি ৯ লাখ টাকা) বোনাস হিসেবে পাওয়ায় প্রোটিয়ারা পাচ্ছে ১১ কোটি ৯১ লাখ টাকা। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস প্রত্যেকেই পাচ্ছে ১ লাখ ৮০ হাজার ডলার (১ কোটি ৯৮ লাখ টাকা)। এই তিন দলই গ্রুপ পর্বে জিতেছে ২টি করে ম্যাচ। ৪টি করে ম্যাচ জেতায় পাকিস্তান, আফগানিস্তান পাচ্ছে ২ লাখ ৬০ হাজার ডলার (২ কোটি ৮৭ লাখ টাকা) করে। ৩ ম্যাচ জেতা ইংল্যান্ড পাচ্ছে ২ লাখ ২০ হাজার ডলার (২ কোটি ৪৩ লাখ টাকা)। আইসিসি এবারের বিশ্বকাপে ১ কোটি ডলার (১১০ কোটি ৩১ লাখ টাকা) অর্থ পুরস্কার ঘোষণা করেছিল।
আইসিসি ২০২৩ বিশ্বকাপের প্রাইজমানি (বাংলাদেশি টাকা):
চ্যাম্পিয়ন: ৪৪ কোটি ১২ লাখ
রানার্সআপ: ২২ কোটি ৬ লাখ
সেমিফাইনালিস্ট (২ দল) : ৮ কোটি ৮২ লাখ (দল প্রতি) : মোট ১৭ কোটি ৬৪ লাখ
গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দল (৬ দল) : ১ কোটি ১০ লাখ (দল প্রতি) ; মোট ৬ কোটি ৬২ লাখ
গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য: ৪৪ লাখ ১২ হাজার; মোট: ১৯ কোটি ৮৬ লাখ
মোট: ১১০ কোটি ৩১ লাখ টাকা
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৬ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৮ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৯ ঘণ্টা আগে