ক্রীড়া ডেস্ক
গ্রেটার নয়ডার স্পোর্টিং কমপ্লেক্সে আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট নিয়ে কতই না রোমাঞ্চ অপেক্ষা করছিল। তবে খেলোয়াড়, ভক্ত-সমর্থকদের বাজেভাবে হতাশ করল নয়ডার আবহাওয়া। ম্যাচের ফল আসা দূরে থাক, মাঠে আদৌ ম্যাচ গড়ায় কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
প্রথম তিন দিন খেলা না হওয়ায় টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ সময় আজ সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল। টসের সময় দেওয়া হয়েছিল সকাল সাড়ে ৯টায়। কিন্তু কিসের কী! সকালে মুষলধারে বৃষ্টির কারণে মাঠ পুরোটা ঢাকা রয়েছে। অবস্থা বেগতিক দেখে ৯টা ৪৫ মিনিটেই চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত করা হয়। এখন আগামীকাল পঞ্চম দিনে যদি খেলা না গড়ায়, তাহলে এক অপ্রীতিকর রেকর্ডে নাম উঠে যাবে। টেস্ট ইতিহাসে কোনো বল না হয়ে অষ্টম কোনো ম্যাচ পরিত্যক্তের ঘটনা হবে এটি। সবশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৮ সালে ডানেডিনের ক্যারিসবুকে। সেই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড-ভারতের।
বৈরী আবহাওয়া তো বটেই, গ্রেটার নয়ডার মাঠের অবস্থাও ভালো নয়। প্রথম দুই দিন সকালে রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া ছিল। তবে মাঝরাতের বৃষ্টির কারণে আউটফিল্ডের খুব বাজে অবস্থা হয়ে যায়। প্রথম দুই দিন দফায় দফায় মাঠের অবস্থা পর্যবেক্ষণ করার পরও সুফল মেলেনি। মাঠের মিড উইকেট অংশ খোঁড়া হয়েছে। ফ্যানের বাতাসও দেওয়া হয়, তবু মাঠ ঠিক করা যায়নি। ড্রেনেজ ব্যবস্থাপনা বাজে থাকার কারণেই মূলত এমন ঘটনা। তাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক কর্মকর্তা এমন অবস্থা নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন। এসিবির হতাশ হওয়াটাই যে স্বাভাবিক। কারণ নিউজিল্যান্ড-আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে বারবার এসেও দেখেছিলেন যে খেলা হওয়ার মতো পরিস্থিতি নেই। গতকাল তৃতীয় দিনের খেলা বাতিল হয়েছিল সকালে মুষলধারে বৃষ্টির কারণে।
টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো বল মাঠে না গড়িয়ে ম্যাচ পরিত্যক্তের ঘটনা ঘটে ১৮৯০ সালে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সেই ম্যাচে খেলার কথা ছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার। ৪৮ বছর পর দ্বিতীয়বারের মতো ঘটে একই ঘটনা। এবারও সেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ। আগের সাত ম্যাচের মধ্যে দুটি করে টেস্ট পরিত্যক্তের ঘটনা ঘটে ওল্ড ট্রাফোর্ড ও ডানেডিনের ক্যারিসবুকে। একটি করে ম্যাচ বাতিলের ঘটনা রয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি), গায়ানা ও ফয়সালাবাদে।
টেস্টে কোনো বল না হয়েই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা
ম্যাচ ভেন্যু সাল
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যানচেস্টার ১৮৯০
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যানচেস্টার ১৯৩৮
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মেলবোর্ন ১৯৭০
নিউজিল্যান্ড-পাকিস্তান ডানেডিন ১৯৮৯
ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড গায়ানা ১৯৯০
পাকিস্তান-জিম্বাবুয়ে ফয়সালাবাদ ১৯৯৮
নিউজিল্যান্ড-ভারত ডানেডিন ১৯৯৮
গ্রেটার নয়ডার স্পোর্টিং কমপ্লেক্সে আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট নিয়ে কতই না রোমাঞ্চ অপেক্ষা করছিল। তবে খেলোয়াড়, ভক্ত-সমর্থকদের বাজেভাবে হতাশ করল নয়ডার আবহাওয়া। ম্যাচের ফল আসা দূরে থাক, মাঠে আদৌ ম্যাচ গড়ায় কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
প্রথম তিন দিন খেলা না হওয়ায় টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ সময় আজ সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল। টসের সময় দেওয়া হয়েছিল সকাল সাড়ে ৯টায়। কিন্তু কিসের কী! সকালে মুষলধারে বৃষ্টির কারণে মাঠ পুরোটা ঢাকা রয়েছে। অবস্থা বেগতিক দেখে ৯টা ৪৫ মিনিটেই চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত করা হয়। এখন আগামীকাল পঞ্চম দিনে যদি খেলা না গড়ায়, তাহলে এক অপ্রীতিকর রেকর্ডে নাম উঠে যাবে। টেস্ট ইতিহাসে কোনো বল না হয়ে অষ্টম কোনো ম্যাচ পরিত্যক্তের ঘটনা হবে এটি। সবশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৮ সালে ডানেডিনের ক্যারিসবুকে। সেই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড-ভারতের।
বৈরী আবহাওয়া তো বটেই, গ্রেটার নয়ডার মাঠের অবস্থাও ভালো নয়। প্রথম দুই দিন সকালে রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া ছিল। তবে মাঝরাতের বৃষ্টির কারণে আউটফিল্ডের খুব বাজে অবস্থা হয়ে যায়। প্রথম দুই দিন দফায় দফায় মাঠের অবস্থা পর্যবেক্ষণ করার পরও সুফল মেলেনি। মাঠের মিড উইকেট অংশ খোঁড়া হয়েছে। ফ্যানের বাতাসও দেওয়া হয়, তবু মাঠ ঠিক করা যায়নি। ড্রেনেজ ব্যবস্থাপনা বাজে থাকার কারণেই মূলত এমন ঘটনা। তাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক কর্মকর্তা এমন অবস্থা নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন। এসিবির হতাশ হওয়াটাই যে স্বাভাবিক। কারণ নিউজিল্যান্ড-আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে বারবার এসেও দেখেছিলেন যে খেলা হওয়ার মতো পরিস্থিতি নেই। গতকাল তৃতীয় দিনের খেলা বাতিল হয়েছিল সকালে মুষলধারে বৃষ্টির কারণে।
টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো বল মাঠে না গড়িয়ে ম্যাচ পরিত্যক্তের ঘটনা ঘটে ১৮৯০ সালে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সেই ম্যাচে খেলার কথা ছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার। ৪৮ বছর পর দ্বিতীয়বারের মতো ঘটে একই ঘটনা। এবারও সেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ। আগের সাত ম্যাচের মধ্যে দুটি করে টেস্ট পরিত্যক্তের ঘটনা ঘটে ওল্ড ট্রাফোর্ড ও ডানেডিনের ক্যারিসবুকে। একটি করে ম্যাচ বাতিলের ঘটনা রয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি), গায়ানা ও ফয়সালাবাদে।
টেস্টে কোনো বল না হয়েই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা
ম্যাচ ভেন্যু সাল
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যানচেস্টার ১৮৯০
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যানচেস্টার ১৯৩৮
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মেলবোর্ন ১৯৭০
নিউজিল্যান্ড-পাকিস্তান ডানেডিন ১৯৮৯
ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড গায়ানা ১৯৯০
পাকিস্তান-জিম্বাবুয়ে ফয়সালাবাদ ১৯৯৮
নিউজিল্যান্ড-ভারত ডানেডিন ১৯৯৮
কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৩ মিনিট আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৩২ মিনিট আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১ ঘণ্টা আগেরেফারির শেষ বাঁশি বাজার পরই পিনপতন নীরবতা কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। কারণটা ঘরের মাঠে আবারও শিরোপা ভঙ্গের বেদনায়। প্রতিপক্ষ সেই বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বেই বাংলাদেশ টানা দ্বিতীয়বার জিতল নারী সাফের শিরোপা।
২ ঘণ্টা আগে