ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়ছেন তাসকিন আহমেদ। তবে কখনো হার মানেননি। সর্বশেষ বিশ্বকাপে যেমন চোট নিয়েই খেলেছেন তিনি। তবে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বিশ্রামে ছিলেন বাংলাদেশি পেসার।
এবারের বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন তাসকিন। কিন্তু চোট পিছু ছাড়ছে না ২৮ বছর বয়সী পেসারের। গতকালের ম্যাচ শেষে দুর্দান্ত ঢাকার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা শরীফুল ইসলামের কথার মর্মার্থ এমনই ইঙ্গিত দিয়েছে।
রংপুর রাইডার্সের কাছে ৭৯ রানের হারের পর শরীফুল বলেছেন, ‘তাসকিন ভাইয়ের ব্যাক হালকা (ব্যথা) লেগে আসছিল, সে জন্য বোলিং করেননি, ব্যাটিংয়েও নামেননি। আমরা ঝুঁকি নিতে চাইনি তাঁকে নিয়ে। আশা করছি, পরের ম্যাচের আগে উনি সুস্থ হয়ে যাবেন।’
তাসকিনের যে কিছু একটা হয়েছে সেটা ম্যাচের সময়ই বোঝা যাচ্ছিল। কেননা, ২ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া ঢাকার পেসার পরে আর বোলিংয়েই আসেননি। তাঁকে না পাওয়াটা যে দলের জন্য ক্ষতি হয়েছে, সেটাও জানিয়েছেন শরীফুল।
গতকাল ঢাকাকে ১৮৪ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। তাড়া করতে নেমে ১০৪ রানে অলআউট হয় ঢাকা। তাসকিন বাকি দুই ওভার বোলিং করলে এমনটা হতো না বলে জানিয়েছেন শরীফুল। তিনি বলেছেন, ‘আজ আমরা যদি কিছু রান কম দিতাম বা তাসকিন ভাই যদি ফিট থেকে দুইটা ওভার বোলিং করতে পারত, হয়তো কিছু রান কম হতো। হয়তো ২টা উইকেটও পড়ত। খেলাটাও অন্য রকম হতো।’
ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়ছেন তাসকিন আহমেদ। তবে কখনো হার মানেননি। সর্বশেষ বিশ্বকাপে যেমন চোট নিয়েই খেলেছেন তিনি। তবে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বিশ্রামে ছিলেন বাংলাদেশি পেসার।
এবারের বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন তাসকিন। কিন্তু চোট পিছু ছাড়ছে না ২৮ বছর বয়সী পেসারের। গতকালের ম্যাচ শেষে দুর্দান্ত ঢাকার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা শরীফুল ইসলামের কথার মর্মার্থ এমনই ইঙ্গিত দিয়েছে।
রংপুর রাইডার্সের কাছে ৭৯ রানের হারের পর শরীফুল বলেছেন, ‘তাসকিন ভাইয়ের ব্যাক হালকা (ব্যথা) লেগে আসছিল, সে জন্য বোলিং করেননি, ব্যাটিংয়েও নামেননি। আমরা ঝুঁকি নিতে চাইনি তাঁকে নিয়ে। আশা করছি, পরের ম্যাচের আগে উনি সুস্থ হয়ে যাবেন।’
তাসকিনের যে কিছু একটা হয়েছে সেটা ম্যাচের সময়ই বোঝা যাচ্ছিল। কেননা, ২ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া ঢাকার পেসার পরে আর বোলিংয়েই আসেননি। তাঁকে না পাওয়াটা যে দলের জন্য ক্ষতি হয়েছে, সেটাও জানিয়েছেন শরীফুল।
গতকাল ঢাকাকে ১৮৪ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। তাড়া করতে নেমে ১০৪ রানে অলআউট হয় ঢাকা। তাসকিন বাকি দুই ওভার বোলিং করলে এমনটা হতো না বলে জানিয়েছেন শরীফুল। তিনি বলেছেন, ‘আজ আমরা যদি কিছু রান কম দিতাম বা তাসকিন ভাই যদি ফিট থেকে দুইটা ওভার বোলিং করতে পারত, হয়তো কিছু রান কম হতো। হয়তো ২টা উইকেটও পড়ত। খেলাটাও অন্য রকম হতো।’
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৯ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১১ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে