ক্রীড়া ডেস্ক
লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসর সামনে রেখে গতকাল টুর্নামেন্টের নিলাম শেষ হয়েছে। তাতে দুর্দান্ত এক স্কোয়াডই সাজিয়েছে ডাম্বুলা থান্ডার্স। কিন্তু টুর্নামেন্টে শুরুর আগেই ধাক্কা খেল দলটি।
ফিক্সিং সন্দেহ আজ শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে দলটির মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মালিক গ্রেপ্তার হওয়ার পরেই ডাম্বুলার সঙ্গে চুক্তি বাতিল করেছে এলপিএল কর্তৃপক্ষ।
ডাম্বুলার হয়েই এলপিএলে খেলার কথা মোস্তাফিজুর রহমানের। আইকন খেলোয়াড় হিসেবে বাংলদেশের বাঁহাতি পেসারকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু ডাম্বুলার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মালিক গ্রেপ্তার হওয়ায় ২৯ বছর বয়সী পেসারের প্রথমবার এলপিএলে খেলতে যাওয়ার বিষয়টা এখন শঙ্কায় পড়ে গেল।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, কলম্বো থেকে বিমানে চড়ার সময় তামিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর সঙ্গে এলপিএলের দুর্নীতির সংশ্লিষ্টতা আছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত বিষয়টা পরিষ্কার নয়।
তামিমকে শ্রীলঙ্কার ক্রীড়া আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০১৯ সালে ফিক্সিং বিষয়ক বেশ কিছু অপরাধকে আইনের আওতায় নিয়েছে শ্রীলঙ্কা। ওই বছরের নভেম্বরে তিনটি অপরাধের প্রতিরোধের বিল সংসদে পাস করেছে দ্বীপরাষ্ট্রটি।
আগামী ১ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টে মোস্তাফিজের সঙ্গে ডাম্বুলায় খেলার কথা ছিল ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ এবং শ্রীলঙ্কার দাসুন গুনাতিলাকা, অকিলা ধনঞ্জয়া ও দিলশান মাদুশঙ্কার মতো তারকাদের।
লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসর সামনে রেখে গতকাল টুর্নামেন্টের নিলাম শেষ হয়েছে। তাতে দুর্দান্ত এক স্কোয়াডই সাজিয়েছে ডাম্বুলা থান্ডার্স। কিন্তু টুর্নামেন্টে শুরুর আগেই ধাক্কা খেল দলটি।
ফিক্সিং সন্দেহ আজ শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে দলটির মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মালিক গ্রেপ্তার হওয়ার পরেই ডাম্বুলার সঙ্গে চুক্তি বাতিল করেছে এলপিএল কর্তৃপক্ষ।
ডাম্বুলার হয়েই এলপিএলে খেলার কথা মোস্তাফিজুর রহমানের। আইকন খেলোয়াড় হিসেবে বাংলদেশের বাঁহাতি পেসারকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু ডাম্বুলার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মালিক গ্রেপ্তার হওয়ায় ২৯ বছর বয়সী পেসারের প্রথমবার এলপিএলে খেলতে যাওয়ার বিষয়টা এখন শঙ্কায় পড়ে গেল।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, কলম্বো থেকে বিমানে চড়ার সময় তামিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর সঙ্গে এলপিএলের দুর্নীতির সংশ্লিষ্টতা আছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত বিষয়টা পরিষ্কার নয়।
তামিমকে শ্রীলঙ্কার ক্রীড়া আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০১৯ সালে ফিক্সিং বিষয়ক বেশ কিছু অপরাধকে আইনের আওতায় নিয়েছে শ্রীলঙ্কা। ওই বছরের নভেম্বরে তিনটি অপরাধের প্রতিরোধের বিল সংসদে পাস করেছে দ্বীপরাষ্ট্রটি।
আগামী ১ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টে মোস্তাফিজের সঙ্গে ডাম্বুলায় খেলার কথা ছিল ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ এবং শ্রীলঙ্কার দাসুন গুনাতিলাকা, অকিলা ধনঞ্জয়া ও দিলশান মাদুশঙ্কার মতো তারকাদের।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২৩ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে