ক্রীড়া ডেস্ক
ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর কোচ রাসেল ডমিঙ্গো দ্বিতীয়টিতে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে হারের পর শেষটিতে দলীয় প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর ইচ্ছের কথা বললেন মাহমুদউল্লাহ রিয়াদ। একইসঙ্গে টি-টোয়েন্টি অধিনায়ক জানালেন,কোথায় পিছিয়ে পড়ে বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের ব্যাখ্যাও দিয়েছেন মাহমুদউল্লাহ। আর সাকিব আল হাসানের ব্যাটিংয়ের কথা বলেছেন আলাদা করে, ‘সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। তবে বোলিংয়ে সম্ভবত আমরা কয়েকটা ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। যেভাবে আমরা পরিকল্পনা কাজে লাগাতে চেয়েছি সেটা পারিনি। যেখানে বল করতে চেয়েছি, সেখানে বল করতে পারিনি। পরিকল্পনা অনুয়ায়ী বোলিং হয়নি। ১৯০ রান যখন তাড়া করবেন তখন ভালো একটা শুরু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওখানেই আমরা কিছুটা পিছিয়ে পড়ি।’
চতুর্থ উইকেট জুটিতে অবশ্য আশা জাগিয়েছিল সাকিব - আফিফের জুটি। তবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। এই জুটি নিয়ে মাহমুদউল্লাহর মূল্যায়ন, ‘আফিফ–সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটা মোমেন্টাম দিয়েছিল। শেষ দিকে সাকিব পরপর কয়েকটা বাউন্ডারি মারল। তারপরও বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, লক্ষ্যটা যদি আরেকটু কম হতো তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো।’
তৃতীয় টি-টোয়েন্টির আগে নিজেরদের ঘাটতি ও শক্তির জায়গা নিয়ে কথা বলেছেন মাহমুদউল্লাহ। তিনি মনে করেন টি-টোয়েন্টিতে সাফল্য পেতে দল হয়ে খেলার বিকল্প নেই। নিজেদের লক্ষ্য নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘লক্ষ্য একটাই সেটা ম্যাচ জেতা। টি-টোয়েন্টিতে আমরা যেরকম দল,আমাদের একটা দল হয়েই খেলতে হবে। ছোট ছোট যে জায়গাগুলোই ঘাটতি আছে সেসব জায়গায় কাজ করতে হবে। তাহলেই আমরা দল হিসেবে ভালো পারফর্ম করি। এটাই আমাদের শক্তির জায়গা।’
ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর কোচ রাসেল ডমিঙ্গো দ্বিতীয়টিতে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে হারের পর শেষটিতে দলীয় প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর ইচ্ছের কথা বললেন মাহমুদউল্লাহ রিয়াদ। একইসঙ্গে টি-টোয়েন্টি অধিনায়ক জানালেন,কোথায় পিছিয়ে পড়ে বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের ব্যাখ্যাও দিয়েছেন মাহমুদউল্লাহ। আর সাকিব আল হাসানের ব্যাটিংয়ের কথা বলেছেন আলাদা করে, ‘সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। তবে বোলিংয়ে সম্ভবত আমরা কয়েকটা ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। যেভাবে আমরা পরিকল্পনা কাজে লাগাতে চেয়েছি সেটা পারিনি। যেখানে বল করতে চেয়েছি, সেখানে বল করতে পারিনি। পরিকল্পনা অনুয়ায়ী বোলিং হয়নি। ১৯০ রান যখন তাড়া করবেন তখন ভালো একটা শুরু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওখানেই আমরা কিছুটা পিছিয়ে পড়ি।’
চতুর্থ উইকেট জুটিতে অবশ্য আশা জাগিয়েছিল সাকিব - আফিফের জুটি। তবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। এই জুটি নিয়ে মাহমুদউল্লাহর মূল্যায়ন, ‘আফিফ–সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটা মোমেন্টাম দিয়েছিল। শেষ দিকে সাকিব পরপর কয়েকটা বাউন্ডারি মারল। তারপরও বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, লক্ষ্যটা যদি আরেকটু কম হতো তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো।’
তৃতীয় টি-টোয়েন্টির আগে নিজেরদের ঘাটতি ও শক্তির জায়গা নিয়ে কথা বলেছেন মাহমুদউল্লাহ। তিনি মনে করেন টি-টোয়েন্টিতে সাফল্য পেতে দল হয়ে খেলার বিকল্প নেই। নিজেদের লক্ষ্য নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘লক্ষ্য একটাই সেটা ম্যাচ জেতা। টি-টোয়েন্টিতে আমরা যেরকম দল,আমাদের একটা দল হয়েই খেলতে হবে। ছোট ছোট যে জায়গাগুলোই ঘাটতি আছে সেসব জায়গায় কাজ করতে হবে। তাহলেই আমরা দল হিসেবে ভালো পারফর্ম করি। এটাই আমাদের শক্তির জায়গা।’
বাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩০ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগেসাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে