ক্রীড়া ডেস্ক
পাকিস্তান সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ব্যস্ত সূচিতে রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক প্যানেলের আম্পায়াররাও। বাংলাদেশের চার আম্পায়ারকে বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে আইসিসি। সঙ্গে আছেন এক ম্যাচ রেফারিও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে পাঁচ ম্যাচ পরিচালকের নাম আজ জানিয়েছে। তাঁরা হলেন মোর্শেদ আলী খান, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ, নিয়ামুর রশিদ রাহুল ও সাথিরা জাকির জেসি। যেখানে ২৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর মালয়েশিয়ায় হবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ‘এ’ অঞ্চলের বাছাইপর্ব। এই টুর্নামেন্টে আম্পায়ারিং করবেন মোর্শেদ আলী খান। মাসুদুর রহমান মুকুল আছেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুতে আম্পায়ারের দায়িত্বে।
১৪ থেকে ২৭ সেপ্টেম্বর কানাডায় হতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিক কানাডার সঙ্গে খেলবে ওমান ও নেপাল। ওয়ানডে সংস্করণের টুর্নামেন্ট শেষ হওয়ার পর কানাডা, ওমান ও নেপাল—তিন দল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এখানে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুল। ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি।
একই সময়ে দক্ষিণ কোরিয়ায় চলবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া প্রশান্ত সাব–রিজিওনাল বি–এর খেলা। এখানে আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ। ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এ ছাড়া মেয়েদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ বাছাইয়ে আম্পায়ারের দায়িত্বে থাকছেন জেসি। ৪ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে টুর্নামেন্টটি। জেসি এ বছরের মার্চে আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন তিনি।
মোর্শেদের আগে থেকেই আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারিং প্যানেলে আছেন বাংলাদেশের গাজী সোহেল, তানভীর আহমেদ ও মাসুদুর রহমান। এ বছরের এপ্রিলে এই প্যানেলে মোর্শেদ এসেছেন বিসিবির মনোনয়নে।
পাকিস্তান সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ব্যস্ত সূচিতে রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক প্যানেলের আম্পায়াররাও। বাংলাদেশের চার আম্পায়ারকে বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে আইসিসি। সঙ্গে আছেন এক ম্যাচ রেফারিও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে পাঁচ ম্যাচ পরিচালকের নাম আজ জানিয়েছে। তাঁরা হলেন মোর্শেদ আলী খান, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ, নিয়ামুর রশিদ রাহুল ও সাথিরা জাকির জেসি। যেখানে ২৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর মালয়েশিয়ায় হবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ‘এ’ অঞ্চলের বাছাইপর্ব। এই টুর্নামেন্টে আম্পায়ারিং করবেন মোর্শেদ আলী খান। মাসুদুর রহমান মুকুল আছেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুতে আম্পায়ারের দায়িত্বে।
১৪ থেকে ২৭ সেপ্টেম্বর কানাডায় হতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিক কানাডার সঙ্গে খেলবে ওমান ও নেপাল। ওয়ানডে সংস্করণের টুর্নামেন্ট শেষ হওয়ার পর কানাডা, ওমান ও নেপাল—তিন দল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এখানে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুল। ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি।
একই সময়ে দক্ষিণ কোরিয়ায় চলবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া প্রশান্ত সাব–রিজিওনাল বি–এর খেলা। এখানে আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ। ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এ ছাড়া মেয়েদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ বাছাইয়ে আম্পায়ারের দায়িত্বে থাকছেন জেসি। ৪ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে টুর্নামেন্টটি। জেসি এ বছরের মার্চে আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন তিনি।
মোর্শেদের আগে থেকেই আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারিং প্যানেলে আছেন বাংলাদেশের গাজী সোহেল, তানভীর আহমেদ ও মাসুদুর রহমান। এ বছরের এপ্রিলে এই প্যানেলে মোর্শেদ এসেছেন বিসিবির মনোনয়নে।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
৩০ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে