ক্রীড়া ডেস্ক
রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর কথা ছিল আজ বিকেল সাড়ে ৩টায়। তবে নিরাপত্তা শঙ্কায় ম্যাচ শুরুর আগ মুহূর্তে সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড। কিউইদের এমন সিদ্ধান্তে ক্ষোভ ঝেড়েছেন শোয়েব আখতার।
দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফর গেছে নিউজিল্যান্ড। ২০০৩ সালে শেষবার পাকিস্তানে সিরিজ খেলেছিল কিউইরা। এবারের সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল তাদের। কিন্তু রাওয়ালপিন্ডিতে আজ প্রথম ওয়ানডে শুরুর ১০ মিনিট আগেই ভেস্তে গেছে পুরো সফর।
নিজ শহর এমন বিব্রতকর পরিস্থিতির সাক্ষী হওয়ায় বেজায় চটেছেন শোয়েব। টুইটারে তিনি লিখেছেন, ‘রাওয়ালপিন্ডিতে করুণ দৃশ্য ও দুঃসংবাদ। নিউজিল্যান্ড পাকিস্তান ক্রিকেটকে হত্যা করল।’
শোয়েব মনে করেন, সফর বাতিলের আগে আলোচনা করা উচিত ছিল নিউজিল্যান্ডের। সাবেক এই ফাস্ট বোলার আরও মনে করিয়ে দিয়েছেন, এর আগে একাধিক দল নিরাপদেই পাকিস্তান সফর করেছে, ‘এটা অযাচিত হুমকি। সবকিছু নিয়ে আলোচনা হতে পারত। প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। তবু তারা প্রত্যাখ্যান করেছে। এর আগে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে নিরাপদেই এখানে খেলে গেছে।’
নিউজিল্যান্ডের সফর বাতিলের সিদ্ধান্তে শোয়েব টেনে এসেছেন ক্রাইস্টচার্চ প্রসঙ্গও। গত বছর পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের কথাও মনে করিয়ে দিয়েছেন এই গতিরাজ, ‘২০১৮ সালে ক্রাইস্টচার্চ হামলায় নয় পাকিস্তানিকে হত্যা করা হয়েছিল। পাকিস্তান সে সময়টায় নিউজিল্যান্ডের পাশেই ছিল। তা ছাড়া ২০২০ সালে করোনা মহামারির মধ্যেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করেছিল পাকিস্তান।’
কিউইদের সফর বাতিলের সিদ্ধান্তের পর টুইট করেছেন মোহাম্মদ হাফিজও। পাকিস্তান দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার লিখেছেন, ‘পাকিস্তান নিরাপদ ও গর্বিত রাষ্ট্র। সিরিজ বাতিলের সিদ্ধান্ত পুরো জাতির জন্য সত্যিই দুঃখজনক।’
রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর কথা ছিল আজ বিকেল সাড়ে ৩টায়। তবে নিরাপত্তা শঙ্কায় ম্যাচ শুরুর আগ মুহূর্তে সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড। কিউইদের এমন সিদ্ধান্তে ক্ষোভ ঝেড়েছেন শোয়েব আখতার।
দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফর গেছে নিউজিল্যান্ড। ২০০৩ সালে শেষবার পাকিস্তানে সিরিজ খেলেছিল কিউইরা। এবারের সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল তাদের। কিন্তু রাওয়ালপিন্ডিতে আজ প্রথম ওয়ানডে শুরুর ১০ মিনিট আগেই ভেস্তে গেছে পুরো সফর।
নিজ শহর এমন বিব্রতকর পরিস্থিতির সাক্ষী হওয়ায় বেজায় চটেছেন শোয়েব। টুইটারে তিনি লিখেছেন, ‘রাওয়ালপিন্ডিতে করুণ দৃশ্য ও দুঃসংবাদ। নিউজিল্যান্ড পাকিস্তান ক্রিকেটকে হত্যা করল।’
শোয়েব মনে করেন, সফর বাতিলের আগে আলোচনা করা উচিত ছিল নিউজিল্যান্ডের। সাবেক এই ফাস্ট বোলার আরও মনে করিয়ে দিয়েছেন, এর আগে একাধিক দল নিরাপদেই পাকিস্তান সফর করেছে, ‘এটা অযাচিত হুমকি। সবকিছু নিয়ে আলোচনা হতে পারত। প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। তবু তারা প্রত্যাখ্যান করেছে। এর আগে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে নিরাপদেই এখানে খেলে গেছে।’
নিউজিল্যান্ডের সফর বাতিলের সিদ্ধান্তে শোয়েব টেনে এসেছেন ক্রাইস্টচার্চ প্রসঙ্গও। গত বছর পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের কথাও মনে করিয়ে দিয়েছেন এই গতিরাজ, ‘২০১৮ সালে ক্রাইস্টচার্চ হামলায় নয় পাকিস্তানিকে হত্যা করা হয়েছিল। পাকিস্তান সে সময়টায় নিউজিল্যান্ডের পাশেই ছিল। তা ছাড়া ২০২০ সালে করোনা মহামারির মধ্যেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করেছিল পাকিস্তান।’
কিউইদের সফর বাতিলের সিদ্ধান্তের পর টুইট করেছেন মোহাম্মদ হাফিজও। পাকিস্তান দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার লিখেছেন, ‘পাকিস্তান নিরাপদ ও গর্বিত রাষ্ট্র। সিরিজ বাতিলের সিদ্ধান্ত পুরো জাতির জন্য সত্যিই দুঃখজনক।’
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২৯ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে