বাবর-হাসানদের ‘আইফোন’ ব্যবহারের পরামর্শ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ১৬: ৫৯
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৭: ২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানি ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বকাপকে কেন্দ্র করে সামনের দিনগুলোতে জুয়াড়িরা সক্রিয় হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং জাতীয় ঘটনা থেকে সতর্ক থাকতে খেলোয়াড়দের এই পরামর্শ দেওয়া হয়েছে। আর এ জন্য ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় খেলোয়াড়দের আইফোন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। 

ক্রিকেটারদের অনুরোধ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টগুলো যেন অবশ্যই ক্রিকেট সম্পর্কিত হয়। একই সঙ্গে কেউ সতীর্থকে প্রশংসা করতে চাইলে সেটিও করতে পারবেন। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় ক্রিকেটারদের পুরোনো মোবাইল কিনতেও নিষেধ করা হয়েছে। 

এসবের পরও যদি বুকিরা ক্রিকেটারদের সঙ্গে কোনোভাবে যোগাযোগের চেষ্টা করে দ্রুত বোর্ডকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ২৪ অক্টোবর। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাবর আজমের দল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত