Ajker Patrika

বসুন্ধরার মাঠে খেলতে চায় না মোহামেডান

আজকের পত্রিকা ডেস্ক­
বসুন্ধরার মাঠে খেলতে না চেয়ে চিঠি দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।ছবি: সংগৃহীত
বসুন্ধরার মাঠে খেলতে না চেয়ে চিঠি দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।ছবি: সংগৃহীত

বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় খেলতে চায় না মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের বরাবর লেখা এক চিঠিতে এমনটাই জানিয়েছে দর্শকনন্দিত ক্লাবটি।

সূত্রের খবর, মোহামেডানের এই চিঠি বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায় আলোচনা হবে। তারা কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়।

গত শুক্রবার চ্যালেঞ্জ কাপে মোহামেডানের কোচ আলফাজ আহমেদ ম্যাচ হারের জন্য সমর্থকদের ছোড়া ধোঁয়াকে দায়ী করেছিলেন। মোহামেডান সেই ঘটনার বিস্তারিত উল্লেখ করে আজ সন্ধ্যায় বাফুফেতে দেওয়া চিঠিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

মোহামেডান ক্লাবের দাবি, বসুন্ধরা কিংসের ৫০/৬০ জন সমর্থকের দল তাদের গোলরক্ষকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ভুভুজেলার বাঁশিতে বিরক্ত করেছে। কিংসের সমর্থকেরা মোহামেডানের খেলোয়াড়দের ওপর স্মোক ফ্লেয়ার ছুড়ে। এতে বিদেশি রেফারি খেলা স্থগিত করতে বাধ্য হয়।

মোহামেডান ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশিদ স্বাক্ষরিত চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রতিটি ম্যাচেই বসুন্ধরা কিংস এর উগ্র সমর্থক, গোষ্ঠী বিপক্ষ দলের সমর্থকদের উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং মারমুখী আচরণ করে এতে করে বিপক্ষ দলের সমর্থকেরা নিরাপত্তাহীনতায় ভোগে।

নিরাপত্তাহীনতার জন্য মোহামেডান আর কিংস অ্যারেনায় খেলতে চায় না এই বিষয়টিও চিঠিতে উল্লেখ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...