ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পেয়েছিলেন শিভাম দুবে। তাঁর কনকাশন-সাব হিসেবে খেলানো হয় হারশিত রানাকে। পরে বিতর্কের বিষয় হয়ে ওঠে দুবের জায়গায় হারশিতকে খেলানো নিয়ে। বিতর্ক হওয়াটাও স্বাভাবিক—দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, বিপরীতে হারশিত পাকা পেসার।
ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে এবার এই বিতর্কে যোগ দিয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা রবিচন্দ্রন অশ্বিন। এমন পরিবর্তন নিয়ে খোদ অশ্বিনের সমালোচনাও শুনতে হলো ভারতকে। সাবেক এই স্পিন অলরাউন্ডার মনে করিয়ে দিলেন, এটি আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল নয়।
আইসিসির নিয়ম অনুযায়ী, কনকাশন সাবে বদলি খেলোয়াড়ের ভূমিকা একই হতে হবে। কিন্তু দুবের ক্ষেত্রে তেমনটা করেনি ভারত। সেই জায়গায় সুযোগ পেয়ে বল হাতে তিন উইকেট নেন হারশিত। আর ইংল্যান্ড ১৫ রানে ম্যাচের সঙ্গে সিরিজও হেরে যায়।
ভারতের সমালোচনা করে অশ্বিন বললেন, ‘পুরো আলোচনাটা হারশিত কীভাবে শিভাব দুবের বদলি হিসেবে এল তা নিয়ে। আমরা কি ভুলে গিয়েছিলাম যে এটি আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল নয়। আমি বুঝতে পারছি এটি অতীতেও হয়েছে। ক্যানবেরায় রবীন্দ্র জাদেজার বদলি হিসেবে খেলেছিল যুজবেন্দ্র চাহাল। তবে আমি এটা বুঝতে পারিনি। গতবার অন্তত স্পিনারের বদলে স্পিনার খেলেছিল।’
দুবের জায়গায় রমনদীপ সিংকে নামানো উচিত ছিল বলে মনে করেন অশ্বিন। সাবেক ভারতীয় ক্রিকেটার বললেন, ‘যদি স্কোয়াডে কেউ না থাকত, তাহলে হয়তো বলা যেত হারশিত অল্প-স্বল্প ব্যাটিং করতে পারে এবং দুবেও কিছুটা বোলিং করতে পারে ৷ এ কারণেই হারশিতকে নেওয়া হয়েছে। কিন্তু একই রকম স্থলাভিষিক্ত হিসেবে রমনদীপ ডাগআউটেই বসেছিল। আম্পায়ার হোক কিংবা ম্যাচ রেফারির তরফ থেকে এটি পুরোপুরি ক্রিকেটীয় ভুল।’
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পেয়েছিলেন শিভাম দুবে। তাঁর কনকাশন-সাব হিসেবে খেলানো হয় হারশিত রানাকে। পরে বিতর্কের বিষয় হয়ে ওঠে দুবের জায়গায় হারশিতকে খেলানো নিয়ে। বিতর্ক হওয়াটাও স্বাভাবিক—দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, বিপরীতে হারশিত পাকা পেসার।
ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে এবার এই বিতর্কে যোগ দিয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা রবিচন্দ্রন অশ্বিন। এমন পরিবর্তন নিয়ে খোদ অশ্বিনের সমালোচনাও শুনতে হলো ভারতকে। সাবেক এই স্পিন অলরাউন্ডার মনে করিয়ে দিলেন, এটি আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল নয়।
আইসিসির নিয়ম অনুযায়ী, কনকাশন সাবে বদলি খেলোয়াড়ের ভূমিকা একই হতে হবে। কিন্তু দুবের ক্ষেত্রে তেমনটা করেনি ভারত। সেই জায়গায় সুযোগ পেয়ে বল হাতে তিন উইকেট নেন হারশিত। আর ইংল্যান্ড ১৫ রানে ম্যাচের সঙ্গে সিরিজও হেরে যায়।
ভারতের সমালোচনা করে অশ্বিন বললেন, ‘পুরো আলোচনাটা হারশিত কীভাবে শিভাব দুবের বদলি হিসেবে এল তা নিয়ে। আমরা কি ভুলে গিয়েছিলাম যে এটি আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল নয়। আমি বুঝতে পারছি এটি অতীতেও হয়েছে। ক্যানবেরায় রবীন্দ্র জাদেজার বদলি হিসেবে খেলেছিল যুজবেন্দ্র চাহাল। তবে আমি এটা বুঝতে পারিনি। গতবার অন্তত স্পিনারের বদলে স্পিনার খেলেছিল।’
দুবের জায়গায় রমনদীপ সিংকে নামানো উচিত ছিল বলে মনে করেন অশ্বিন। সাবেক ভারতীয় ক্রিকেটার বললেন, ‘যদি স্কোয়াডে কেউ না থাকত, তাহলে হয়তো বলা যেত হারশিত অল্প-স্বল্প ব্যাটিং করতে পারে এবং দুবেও কিছুটা বোলিং করতে পারে ৷ এ কারণেই হারশিতকে নেওয়া হয়েছে। কিন্তু একই রকম স্থলাভিষিক্ত হিসেবে রমনদীপ ডাগআউটেই বসেছিল। আম্পায়ার হোক কিংবা ম্যাচ রেফারির তরফ থেকে এটি পুরোপুরি ক্রিকেটীয় ভুল।’
হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের পরিকল্পনা করেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে সেই পরিকল্পনা হয়তো আলোর মুখ দেখছে না এবার। আজ কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফেডারেশনের সভায় একক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব দিয়েছে সদস্যদেশগুলো।
৬ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলন নেটে একদৃষ্টে তাকিয়ে থাকা ক্যামেরা আর মোবাইল ফোনের লেন্স যেন অপেক্ষায় ছিল একজনের জন্য। তিনিই হলেন নাহিদ রানা। পেস বোলিংয়ে বাংলাদেশের নতুন গতির তারকা।
৬ ঘণ্টা আগেমাঠের পারফরম্যান্সের মতোই ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠের অবস্থাও বিবর্ণ। ১১৫ বছর হয়ে গেছে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের। শতবর্ষ পেরিয়ে যাওয়া এই স্টেডিয়ামের অনেক কিছুই ক্ষয়ে গেছে। যার মধ্যে ছাদ ফুটো হয়ে জল পড়ার দৃশ্য ভাইরাল হয়ে গেছে। এই স্টেডিয়ামের কাছেই ৩১ হাজার কোটি টাকায় আইকনিক এক স্টেডিয়াম তৈরির প
৭ ঘণ্টা আগেভারতের রাজস্থানে গতকাল শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস ক্রিকেট লিগ নামে একটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ঘরোয়া ক্রিকেটাররাও খেলছেন। অন্যান্য দেশের একাধিক সাবেক ক্রিকেটারও খেলছেন এই লিগে।
৮ ঘণ্টা আগে