ক্রীড়া ডেস্ক
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে মারাত্মক ‘যুদ্ধ’ বেঁধে গেছে। যুদ্ধের কারণ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এমন ঝামেলাপূর্ণ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) ধুইয়ে দিলেন নাজাম শেঠি।
আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না হলেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ সূচি ফাঁস হয়েছে কয়েক মাস আগে। প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ হওয়ার কথা টুর্নামেন্টটি। ১১ নভেম্বর লাহোরে এক অনুষ্ঠানে টুর্নামেন্টের সূচি প্রকাশ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে আইসিসি সেটা বাতিল করে। আইসিসি এটা করার কারণ নিরাপত্তা সংক্রান্ত ঝামেলায় পাকিস্তান সফর করবে না ভারত।
চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু সংক্রান্ত জটিলতার ব্যাপারে আইসিসি একরকম নীরব। টুর্নামেন্টটি ‘হাইব্রিড মডেলে’ হবে নাকি পাকিস্তান থেকেই টুর্নামেন্ট সরে যাবে, সেটা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। স্থানীয় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আইসিসির ওপর তোপ দেগেছেন শেঠি। পিসিবির সাবেক সভাপতি বলেন, ‘আইসিসি আর আইসিসি নেই। আইসিসি এখন বিসিসিআই হয়ে গেছে। কারণ জয় শাহ আইসিসির চেয়ারম্যান হচ্ছেন।’
এ বছরের আগস্টে আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। বিসিসিআই সচিবের ক্রিকেটের অভিভাবক সংস্থায় নতুন দায়িত্ব শুরু হচ্ছে ১ ডিসেম্বর। ভারত থেকেই যখন কেউ আইসিসির প্রধান হচ্ছেন, তখন বিসিসিআইয়ের বিপক্ষে আইসিসির কোনো কিছু বলার সাহস নেই বলে মনে করেন শেঠি। পিসিবির সাবেক সভাপতি বলেন, ‘আইসিসি খুবই দুর্বল। তারা কখনো বিসিসিআইয়ের বিরুদ্ধে যাবে না। কারণ বিসিসিআইয়ের রাজস্বের ওপর আইসিসি নির্ভর করে।’
ভারতীয় দল যে পাকিস্তান সফর করবে না, সেটা আইসিসিকে জানিয়েছে বিসিসিআই। পিসিবিও তো কম যায় না। ভারত কেন আসবে না, সেটা জানতে চেয়ে পিসিবিও চিঠি দিয়েছে আইসিসিকে। এমনকি পাকিস্তান টুর্নামেন্ট বর্জনেরও হুমকি দিয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। এই ধরনের ঝামেলা মোটেও পছন্দ নয় শেঠির,‘আইসিসি, পিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে বিতর্ক ভিত্তিহীন। আলাপ-আলোচনা হওয়া উচিত ভারত-পাকিস্তানের সরকারের মধ্যে। ভারতীয় সরকারের থেকে অনুমতি পেলেই ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে আসবে।’
বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড নিয়মিতই সফর করছে পাকিস্তান। তবে ২০০৮ এশিয়া কাপের পর থেকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে আসছে না ভারত। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও কী করে বাদ যায়! তবে এত বিতর্কিত পরিস্থিতির মধ্যেও আইসিসি পরশু পাকিস্তানকে আয়োজক ধরেই প্রচারণামূলক ভিডিও ছেড়েছে। পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফি পুরোপুরি সরে গেলে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকাতেও টুর্নামেন্টটি আয়োজন করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে জলঘোলা করার জ্বলন্ত উদাহরণ ২০২৩ এশিয়া কাপ। গত বছর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট পুরোটা পাকিস্তানে হওয়ার কথা থাকলেও শ্রীলঙ্কা, পাকিস্তান দুই দেশ মিলে আয়োজন করতে হয়েছে টুর্নামেন্ট। বিরাট কোহলি-রোহিত শর্মারা তাদের ম্যাচগুলো খেলেছেন শ্রীলঙ্কায়। পাকিস্তানও তখন ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুমকি দিয়েছিল। যদিও ভারতের মাঠে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল পাকিস্তান। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হতে পারে বলে গুঞ্জন চলছে। এমনকি পুরো টুর্নামেন্টই পাকিস্তান থেকে সরে যেতে পারে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকায় হতে পারে আইসিসির ইভেন্টটি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে মারাত্মক ‘যুদ্ধ’ বেঁধে গেছে। যুদ্ধের কারণ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এমন ঝামেলাপূর্ণ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) ধুইয়ে দিলেন নাজাম শেঠি।
আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না হলেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ সূচি ফাঁস হয়েছে কয়েক মাস আগে। প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ হওয়ার কথা টুর্নামেন্টটি। ১১ নভেম্বর লাহোরে এক অনুষ্ঠানে টুর্নামেন্টের সূচি প্রকাশ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে আইসিসি সেটা বাতিল করে। আইসিসি এটা করার কারণ নিরাপত্তা সংক্রান্ত ঝামেলায় পাকিস্তান সফর করবে না ভারত।
চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু সংক্রান্ত জটিলতার ব্যাপারে আইসিসি একরকম নীরব। টুর্নামেন্টটি ‘হাইব্রিড মডেলে’ হবে নাকি পাকিস্তান থেকেই টুর্নামেন্ট সরে যাবে, সেটা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। স্থানীয় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আইসিসির ওপর তোপ দেগেছেন শেঠি। পিসিবির সাবেক সভাপতি বলেন, ‘আইসিসি আর আইসিসি নেই। আইসিসি এখন বিসিসিআই হয়ে গেছে। কারণ জয় শাহ আইসিসির চেয়ারম্যান হচ্ছেন।’
এ বছরের আগস্টে আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। বিসিসিআই সচিবের ক্রিকেটের অভিভাবক সংস্থায় নতুন দায়িত্ব শুরু হচ্ছে ১ ডিসেম্বর। ভারত থেকেই যখন কেউ আইসিসির প্রধান হচ্ছেন, তখন বিসিসিআইয়ের বিপক্ষে আইসিসির কোনো কিছু বলার সাহস নেই বলে মনে করেন শেঠি। পিসিবির সাবেক সভাপতি বলেন, ‘আইসিসি খুবই দুর্বল। তারা কখনো বিসিসিআইয়ের বিরুদ্ধে যাবে না। কারণ বিসিসিআইয়ের রাজস্বের ওপর আইসিসি নির্ভর করে।’
ভারতীয় দল যে পাকিস্তান সফর করবে না, সেটা আইসিসিকে জানিয়েছে বিসিসিআই। পিসিবিও তো কম যায় না। ভারত কেন আসবে না, সেটা জানতে চেয়ে পিসিবিও চিঠি দিয়েছে আইসিসিকে। এমনকি পাকিস্তান টুর্নামেন্ট বর্জনেরও হুমকি দিয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। এই ধরনের ঝামেলা মোটেও পছন্দ নয় শেঠির,‘আইসিসি, পিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে বিতর্ক ভিত্তিহীন। আলাপ-আলোচনা হওয়া উচিত ভারত-পাকিস্তানের সরকারের মধ্যে। ভারতীয় সরকারের থেকে অনুমতি পেলেই ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে আসবে।’
বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড নিয়মিতই সফর করছে পাকিস্তান। তবে ২০০৮ এশিয়া কাপের পর থেকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে আসছে না ভারত। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও কী করে বাদ যায়! তবে এত বিতর্কিত পরিস্থিতির মধ্যেও আইসিসি পরশু পাকিস্তানকে আয়োজক ধরেই প্রচারণামূলক ভিডিও ছেড়েছে। পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফি পুরোপুরি সরে গেলে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকাতেও টুর্নামেন্টটি আয়োজন করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে জলঘোলা করার জ্বলন্ত উদাহরণ ২০২৩ এশিয়া কাপ। গত বছর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট পুরোটা পাকিস্তানে হওয়ার কথা থাকলেও শ্রীলঙ্কা, পাকিস্তান দুই দেশ মিলে আয়োজন করতে হয়েছে টুর্নামেন্ট। বিরাট কোহলি-রোহিত শর্মারা তাদের ম্যাচগুলো খেলেছেন শ্রীলঙ্কায়। পাকিস্তানও তখন ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুমকি দিয়েছিল। যদিও ভারতের মাঠে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল পাকিস্তান। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হতে পারে বলে গুঞ্জন চলছে। এমনকি পুরো টুর্নামেন্টই পাকিস্তান থেকে সরে যেতে পারে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকায় হতে পারে আইসিসির ইভেন্টটি।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২৯ মিনিট আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
২ ঘণ্টা আগে