ভেট্টোরিকে ছাড়িয়ে ৭০০ উইকেটের আরও কাছে সাউদি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ১৬: ৩৭
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৭: ৩৩

রেকর্ড ভাঙা-গড়ার খেলা ক্রীড়াঙ্গনে চলে নিয়মিত। প্রতিদিনই কোনো না কোনো রেকর্ডে একজন আরেকজনকে ছাড়িয়ে যাচ্ছেন। গতকাল শুক্রবার ড্যানিয়েল ভেট্টোরির উইকেটের রেকর্ডকে ছাড়ালেন টিম সাউদি। 

আন্তর্জাতিক ক্রিকেটে ৬৯৪ উইকেট নিয়ে গতকাল করাচিতে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে নেমেছিলেন সাউদি। নিজের করা প্রথম ৮ ওভারে ৩৩ রান খরচায় ছিলেন উইকেটশূন্য।

৪৭তম ওভারে তাঁর নবম ওভার বোলিং করতে এসে জোড়া ধাক্কা দেন সাউদি। ওভারের চতুর্থ বলে অসাধারণ এক স্লোয়ারে মোহাম্মদ নওয়াজকে বোল্ড করেন। একই ওভারের শেষ বলে উসামা মিরকে পরাস্ত করলেন আরও একটি স্লোয়ার ডেলিভারিতে। টাইমিংয়ে গড়বড় করে ডিপ মিড উইকেটে বদলি খেলোয়াড় হেনরি নিকোলসের তালুবন্দী হন উসামা। 

জোড়া উইকেট নিয়ে ভেট্টোরির রেকর্ডে ভাগ বসান সাউদি। এরপর ৪৯তম ওভারের চতুর্থ বলে সাউদি পেয়ে গেলেন সেই মাহেন্দ্রক্ষণের দেখা। প্যাডল সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে বদলি খেলোয়াড় ডুগ ব্রেসওয়েলের হাতে ধরা পড়েন আগা সালমান। ভেট্টোরিকে ছাড়িয়ে নিউজিল্যান্ড বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী বনে যান সাউদি। আন্তর্জাতিক ক্রিকেটে কিউই এই পেসারের উইকেট এখন ৬৯৭। 

এখন পর্যন্ত ৯০ টেস্ট, ১৫৪ ওয়ানডে ও ১০৭ টেস্ট খেলেছেন সাউদি। ৩৫১ ম্যাচে ২৯.৩৮ গড়ে নিয়েছেন ৬৯৭ উইকেট। সবচেয়ে বেশি ৩৫৩ উইকেট নিয়েছেন সাদা পোশাকের ক্রিকেটে। দ্বিতীয় স্থানে থাকা ভেট্টোরি ৪৩৭ ম্যাচে ৩২.৪৩ গড়ে নিয়েছেন ৬৯৬ উইকেট। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা স্যার রিচার্ড হ্যাডলি ও ট্রেন্ট বোল্ট পেয়েছেন ৫৮৯ ও ৫৭৮ উইকেট। হ্যাডলি ও বোল্ট খেলেছেন ২০১ ও ২৩২ ম্যাচ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত