আহমেদ রিয়াদ, চট্টগ্রাম থেকে
আন্তর্জাতিক ক্যারিয়ার তাঁর খুব একটা উজ্জ্বল হয়নি এখনো। ১০ টেস্টেই থেমে আছে রাকিম কর্নওয়ালের আন্তর্জাতিক ক্যারিয়ার। ক্যারিয়ার যেমনই হোক, তাঁর উপস্থিতি বিশেষ নজর কাড়বেই। কর্নওয়াল এবার বিপিএলে এসেছিলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে। তাঁর টুর্নামেন্ট শেষ মাঝপথেই। কুঁচকির চোটে পড়ে তাঁর বিপিএল শেষ।
বিপিএল খেলতে যেদিন ঢাকায় এলেন, একটা বিশেষ ব্যাট (মুগুর বলাই ভালো) নিয়ে তাঁর শ্যাডো করার ভিডিও পোস্ট করে সিলেট ফেসবুকে বার্তা দিল, ‘তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য!’ তুফান আর তোলা হয়নি কর্নওয়ালের। ২০২৫ বিপিএলে খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেনি। নামের পাশে যোগ করতে পেরেছেন ২২ রান। তুলনামূলক বোলিংয়ে কিছুটা সফল, ৩ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যদিও বিপিএল খেলতে আসার আগে কর্নওয়াল ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া লিগ সুপার ফিফটিতে ভালোই ছন্দে ছিলেন। বিপিএলে সেটির প্রতিফলন খুব একটা দেখা যায়নি।
গত দুই সপ্তাহে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতায় মনে হয়েছে, খেলার বাইরে বেশির ভাগ সময় হোটেল রুমে কাটাতে পছন্দ করেন স্বল্পভাষী কর্নওয়াল। অনুশীলনে তাঁর অংশগ্রহণও ছিল সীমিত। অনুশীলন করার চেয়ে সতীর্থদের অনুশীলন দেখতেই যেন তাঁর আনন্দ! কর্নওয়ালের শারীরিক গঠন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। সেটার কারণও আছে। আধুনিক ক্রিকেটে যেখানে প্রায় সব ক্রিকেটার ফিটনেস নিয়ে অনেক কাজ করেন, সেখানে কর্নওয়াল একেবারেই ভিন্ন স্রোতের খেলোয়াড়। তাঁর অভিধানে যেন জিম, ফিটনেস, রানিং—এ শব্দগুলো একেবারেই অনুপস্থিত। স্কিল, টেকনিক আর বুদ্ধিই যেন তাঁর মূল শক্তি।
আন্তর্জাতিক ক্যারিয়ার তাঁর খুব একটা উজ্জ্বল হয়নি এখনো। ১০ টেস্টেই থেমে আছে রাকিম কর্নওয়ালের আন্তর্জাতিক ক্যারিয়ার। ক্যারিয়ার যেমনই হোক, তাঁর উপস্থিতি বিশেষ নজর কাড়বেই। কর্নওয়াল এবার বিপিএলে এসেছিলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে। তাঁর টুর্নামেন্ট শেষ মাঝপথেই। কুঁচকির চোটে পড়ে তাঁর বিপিএল শেষ।
বিপিএল খেলতে যেদিন ঢাকায় এলেন, একটা বিশেষ ব্যাট (মুগুর বলাই ভালো) নিয়ে তাঁর শ্যাডো করার ভিডিও পোস্ট করে সিলেট ফেসবুকে বার্তা দিল, ‘তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য!’ তুফান আর তোলা হয়নি কর্নওয়ালের। ২০২৫ বিপিএলে খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেনি। নামের পাশে যোগ করতে পেরেছেন ২২ রান। তুলনামূলক বোলিংয়ে কিছুটা সফল, ৩ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যদিও বিপিএল খেলতে আসার আগে কর্নওয়াল ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া লিগ সুপার ফিফটিতে ভালোই ছন্দে ছিলেন। বিপিএলে সেটির প্রতিফলন খুব একটা দেখা যায়নি।
গত দুই সপ্তাহে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতায় মনে হয়েছে, খেলার বাইরে বেশির ভাগ সময় হোটেল রুমে কাটাতে পছন্দ করেন স্বল্পভাষী কর্নওয়াল। অনুশীলনে তাঁর অংশগ্রহণও ছিল সীমিত। অনুশীলন করার চেয়ে সতীর্থদের অনুশীলন দেখতেই যেন তাঁর আনন্দ! কর্নওয়ালের শারীরিক গঠন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। সেটার কারণও আছে। আধুনিক ক্রিকেটে যেখানে প্রায় সব ক্রিকেটার ফিটনেস নিয়ে অনেক কাজ করেন, সেখানে কর্নওয়াল একেবারেই ভিন্ন স্রোতের খেলোয়াড়। তাঁর অভিধানে যেন জিম, ফিটনেস, রানিং—এ শব্দগুলো একেবারেই অনুপস্থিত। স্কিল, টেকনিক আর বুদ্ধিই যেন তাঁর মূল শক্তি।
দুর্বার রাজশাহীকে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ করে অনেকে ‘দুর্বল রাজশাহী’ বলে থাকেন। বিদ্রুপ করে বলা কথারই এখন বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। টুর্নামেন্টের মাঝপথেই ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়রা তাদের পাওনা টাকা কীভাবে পাবেন, সেই ব্যাপরে কথা বলেছেন রাজশাহীর...
২৯ মিনিট আগেদুই দিনের বিরতির পর আজ শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। নিজেদের সবশেষ ম্যাচে ঢাকা যে ১৪৯ রানের জয় পেয়েছে, সেই ম্যাচে তানজিদ হাসান তামিম, লিটন দাস দুজনেই করেছিলেন সেঞ্চুরি। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে
২ ঘণ্টা আগেবয়সভিত্তিক ফুটবল থেকেই দুর্দান্ত খেলছেন লামিনে ইয়ামাল। উঠে এসেছেন বার্সেলোনার ফুটবলার তৈরির ‘কারখানা’ লা মাসিয়া থেকে। তাঁর খেলা দেখে অনেকেই লিওনেল মেসির ছায়া দেখতে পান। কেননা মেসি প্রায় দুই দশক কাটিয়েছেন বার্সা। তাদের যুব একাডেমি লা মাসিয়া থেকেও তাঁর উত্থান।
২ ঘণ্টা আগেমেজর কোনো টুর্নামেন্ট এলে জসপ্রীত বুমরার চোট নিয়ে খবরের শিরোনাম হয় প্রায়ই। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও বাদ যায়নি। আইসিসির এই ইভেন্টে খেলা নিয়ে রয়েছে ‘যদি কিন্তু’। এমন পরিস্থিতিতে প্রকাশিত এক সংবাদকে মিথ্যা দাবি করেছেন ভারতীয় এই পেসার।
৩ ঘণ্টা আগে