নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুজনের পরিবারই বেশ টেনশনে ছিল গত পরশু। তাসকিন আহমেদের বাবা আবদুর রশিদ পরশু বিকেলে চিন্তিত কণ্ঠে বলছিলেন, ‘কী যে হয় বলতে পারছি না। ছেলেটা কী দারুণ ছন্দে ছিল। আমাকে বলছিল, বল এখন আমার কথা শোনে!’
তিন বছর ধরে বাংলাদেশের পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন। সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও তিনি সেরা খেলোয়াড় হয়েছেন। বিসিবি তাই চোটে পড়া তাসকিনকে রেখেই শুধু দল দেয়নি, তাঁকে সহ-অধিনায়কও করেছে। চোট নিয়ে চিন্তা থাকলেও বিশ্বকাপগামী ফ্লাইট ধরার আগে কাল ফুরফুরে তাসকিন বিকেলে বেরিয়ে পড়েছিলেন পরিবারকে নিয়ে। রওনা দেওয়ার আগে পরিবারকে সময় দিতে চেয়েছেন তিনি।
জিম্বাবুয়ে সিরিজ শেষে সাইফউদ্দিন গিয়েছিলেন নিজের বাড়ি ফেনীতে। বাড়িতে গিয়েই দেখেন পরিবারের সবাই টেনশনে। চারদিকে চাউর হয়েছে, বিশ্বকাপ দলে নেই তিনি। পরশু সাইফউদ্দিন নিজেই ফোনে আজকের পত্রিকাকে বলছিলেন, ‘বিশ্বকাপ দলে আছি কি না কে জানে! সবশেষ ম্যাচে বাড়ি (মার) খেয়ে টেনশনে পড়ে গেছি! এর আগ পর্যন্ত ভালো আত্মবিশ্বাস ছিল। (সিরিজের) শেষ দিকে অনেক মার খেয়ে আত্মবিশ্বাস নিচুতে নেমে গেছে। বাসায় এসেছি, পরিবারের সবাই টেনশনে পড়ে গেছে। বলছে, কী করলি, কত আশা-স্বপ্ন ছিল! আমি শক্ত মানসিকতার মানুষ, এত চোটে পড়েছি ক্যারিয়ারে। পরিবারের সবার টেনশন আমাকেও স্পর্শ করে।’
সাইফউদ্দিনের আশঙ্কা সত্যি হয়েছে। তাঁর সুযোগ হয়নি বিশ্বকাপের দলে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তাঁকে বাদ পড়ার ব্যাখ্যায় সবশেষ সিরিজে সাইফউদ্দিনের অনিয়ন্ত্রিত বোলিং সামনে এনেছেন। গত তিন মাস ঘরোয়া ক্রিকেটে ভালো করা সাইফউদ্দিন জায়গা হারিয়েছেন তানজিম হাসান সাকিবের কাছে। স্বাভাবিকভাবেই হতাশ সাইফ কাল শুধু বললেন, ‘দোয়া করবেন যেন ভালোভাবে ফিরতে পারি।’
দুজনের পরিবারই বেশ টেনশনে ছিল গত পরশু। তাসকিন আহমেদের বাবা আবদুর রশিদ পরশু বিকেলে চিন্তিত কণ্ঠে বলছিলেন, ‘কী যে হয় বলতে পারছি না। ছেলেটা কী দারুণ ছন্দে ছিল। আমাকে বলছিল, বল এখন আমার কথা শোনে!’
তিন বছর ধরে বাংলাদেশের পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন। সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও তিনি সেরা খেলোয়াড় হয়েছেন। বিসিবি তাই চোটে পড়া তাসকিনকে রেখেই শুধু দল দেয়নি, তাঁকে সহ-অধিনায়কও করেছে। চোট নিয়ে চিন্তা থাকলেও বিশ্বকাপগামী ফ্লাইট ধরার আগে কাল ফুরফুরে তাসকিন বিকেলে বেরিয়ে পড়েছিলেন পরিবারকে নিয়ে। রওনা দেওয়ার আগে পরিবারকে সময় দিতে চেয়েছেন তিনি।
জিম্বাবুয়ে সিরিজ শেষে সাইফউদ্দিন গিয়েছিলেন নিজের বাড়ি ফেনীতে। বাড়িতে গিয়েই দেখেন পরিবারের সবাই টেনশনে। চারদিকে চাউর হয়েছে, বিশ্বকাপ দলে নেই তিনি। পরশু সাইফউদ্দিন নিজেই ফোনে আজকের পত্রিকাকে বলছিলেন, ‘বিশ্বকাপ দলে আছি কি না কে জানে! সবশেষ ম্যাচে বাড়ি (মার) খেয়ে টেনশনে পড়ে গেছি! এর আগ পর্যন্ত ভালো আত্মবিশ্বাস ছিল। (সিরিজের) শেষ দিকে অনেক মার খেয়ে আত্মবিশ্বাস নিচুতে নেমে গেছে। বাসায় এসেছি, পরিবারের সবাই টেনশনে পড়ে গেছে। বলছে, কী করলি, কত আশা-স্বপ্ন ছিল! আমি শক্ত মানসিকতার মানুষ, এত চোটে পড়েছি ক্যারিয়ারে। পরিবারের সবার টেনশন আমাকেও স্পর্শ করে।’
সাইফউদ্দিনের আশঙ্কা সত্যি হয়েছে। তাঁর সুযোগ হয়নি বিশ্বকাপের দলে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তাঁকে বাদ পড়ার ব্যাখ্যায় সবশেষ সিরিজে সাইফউদ্দিনের অনিয়ন্ত্রিত বোলিং সামনে এনেছেন। গত তিন মাস ঘরোয়া ক্রিকেটে ভালো করা সাইফউদ্দিন জায়গা হারিয়েছেন তানজিম হাসান সাকিবের কাছে। স্বাভাবিকভাবেই হতাশ সাইফ কাল শুধু বললেন, ‘দোয়া করবেন যেন ভালোভাবে ফিরতে পারি।’
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৬ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৮ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৯ ঘণ্টা আগে