ক্রীড়া ডেস্ক
জাতীয় দলে ব্রাত্যই হয়ে পড়েছিলেন মোহাম্মদ আমির। ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষিদ্ধ হয়েছিলেন। সে নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলের জার্সিও চড়িয়েছিলেন গায়ে। কিন্তু পাকিস্তান দলে আমির নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারেননি।
সবশেষ পাকিস্তানের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলেছিলেন ২০১৯ সালে। টি-টোয়েন্টি ২০২০ সালের আগস্টে। মাঝে তিন বছর বিরতি দিয়ে আবার পাকিস্তান দলে ফিরলেন আমির। তাঁকে রেখেই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৮ এপ্রিল হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
ঘোষিত স্কোয়াডের চমক শুধু আমিরই নন, ইমাদ ওয়াসিমও। জাতীয় দলে জায়গা পান না বলে একরকম অভিমানেই গত বছর নভেম্বর অবসরের ঘোষণা দিয়েছিলেন। এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে জানিয়েছিলেন, ‘গত কয়েক দিনে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক ভেবেছি। এরপর এই সিদ্ধান্তে এসেছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটিই সঠিক সময়।’
সেই ইমাদও নিউজিল্যান্ড সিরিজে খেলবেন পাকিস্তানের হয়ে। এই সিরিজ দিয়েই নেতৃত্বে ফিরছেন বাবর আজম। বিশ্বকাপের পর বাবর দায়িত্ব ছেড়ে দেওয়ায় শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করেছিল পিসিবি। তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ড সফরে শুধু পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজই খেলেছে পাকিস্তান। সে সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। পরে পাকিস্তান ক্রিকেট প্রশাসনে পরিবর্তন আসে, নতুন চেয়ারম্যান মহসিন নাকভি নেতৃত্ব ফিরিয়ে আনেন বাবর আজমকে।
আমির ও ইমাদের ফেরা নিয়ে নির্বাচক ও দলের সিনিয়র ম্যানেজার হিসেবে নিয়োগপ্রাপ্ত ওয়াহাব রিয়াজ বললেন, ‘ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরকে দলভুক্ত করার সিদ্ধান্তটা কঠিন ছিল না। তারা খেলার জন্য প্রস্তুত। হারিস রউফের চোট ও মোহাম্মদ নেওয়াজের ফর্মটাও তাদের ফিরিয়ে আনাটাকে সহজ করেছে। আর আমির ও ইমাদ যে ম্যাচ জেতানোর সামর্থ্যবান সেটা অস্বীকারের সুযোগ নেই।’
আমির-ইমাদের প্রত্যাবর্তনের দিন প্রথমবারের মতো পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন উসমান খান। শর্ত ভাঙায় কিছুদিন আগে এই ব্যাটারকেই পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড। ১৮ এপ্রিল রাওয়ালপিন্ডিতে প্রথম টি-টোয়েন্টি। পরের দুটিও হবে একই ভেন্যুতে ২০ ও ২১ এপ্রিল। শেষ দুটি ম্যাচ হবে ২৫ ও ২৭ এপ্রিল লাহোরে।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সিয়াম আইয়ুব, শাদাব খান, শাহিন আফ্রিদি, উসামা মির, উসমান খান ও জামান খান।
জাতীয় দলে ব্রাত্যই হয়ে পড়েছিলেন মোহাম্মদ আমির। ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষিদ্ধ হয়েছিলেন। সে নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলের জার্সিও চড়িয়েছিলেন গায়ে। কিন্তু পাকিস্তান দলে আমির নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারেননি।
সবশেষ পাকিস্তানের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলেছিলেন ২০১৯ সালে। টি-টোয়েন্টি ২০২০ সালের আগস্টে। মাঝে তিন বছর বিরতি দিয়ে আবার পাকিস্তান দলে ফিরলেন আমির। তাঁকে রেখেই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৮ এপ্রিল হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
ঘোষিত স্কোয়াডের চমক শুধু আমিরই নন, ইমাদ ওয়াসিমও। জাতীয় দলে জায়গা পান না বলে একরকম অভিমানেই গত বছর নভেম্বর অবসরের ঘোষণা দিয়েছিলেন। এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে জানিয়েছিলেন, ‘গত কয়েক দিনে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক ভেবেছি। এরপর এই সিদ্ধান্তে এসেছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটিই সঠিক সময়।’
সেই ইমাদও নিউজিল্যান্ড সিরিজে খেলবেন পাকিস্তানের হয়ে। এই সিরিজ দিয়েই নেতৃত্বে ফিরছেন বাবর আজম। বিশ্বকাপের পর বাবর দায়িত্ব ছেড়ে দেওয়ায় শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করেছিল পিসিবি। তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ড সফরে শুধু পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজই খেলেছে পাকিস্তান। সে সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। পরে পাকিস্তান ক্রিকেট প্রশাসনে পরিবর্তন আসে, নতুন চেয়ারম্যান মহসিন নাকভি নেতৃত্ব ফিরিয়ে আনেন বাবর আজমকে।
আমির ও ইমাদের ফেরা নিয়ে নির্বাচক ও দলের সিনিয়র ম্যানেজার হিসেবে নিয়োগপ্রাপ্ত ওয়াহাব রিয়াজ বললেন, ‘ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরকে দলভুক্ত করার সিদ্ধান্তটা কঠিন ছিল না। তারা খেলার জন্য প্রস্তুত। হারিস রউফের চোট ও মোহাম্মদ নেওয়াজের ফর্মটাও তাদের ফিরিয়ে আনাটাকে সহজ করেছে। আর আমির ও ইমাদ যে ম্যাচ জেতানোর সামর্থ্যবান সেটা অস্বীকারের সুযোগ নেই।’
আমির-ইমাদের প্রত্যাবর্তনের দিন প্রথমবারের মতো পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন উসমান খান। শর্ত ভাঙায় কিছুদিন আগে এই ব্যাটারকেই পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড। ১৮ এপ্রিল রাওয়ালপিন্ডিতে প্রথম টি-টোয়েন্টি। পরের দুটিও হবে একই ভেন্যুতে ২০ ও ২১ এপ্রিল। শেষ দুটি ম্যাচ হবে ২৫ ও ২৭ এপ্রিল লাহোরে।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সিয়াম আইয়ুব, শাদাব খান, শাহিন আফ্রিদি, উসামা মির, উসমান খান ও জামান খান।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
২২ মিনিট আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৪০ মিনিট আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
১ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
২ ঘণ্টা আগে