ব্যাটারদের হেলমেট ভাঙতে চান ‘কাশ্মীরের বুলেট’ উমরান

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২২, ১৩: ২৪
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৪: ০৭

আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে ৩ উইকেট নিয়ে এখন আলোচনার কেন্দ্রে ‘কাশ্মীরের বুলেট’ খ্যাত উমরান মালিক। সেই ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এই পেসার। চারপাশ থেকে পাচ্ছেন নানা ধরনের প্রশংসাবাণীও। 

এদিকে সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে উমরান জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। ভারতের হয়ে খেলতে চাওয়া উমরান আতঙ্কে রাখতে চান ব্যাটারদেরও। বলেছেন, ব্যাটারদের হেলমেটে আঘাত করতে চান তিনি। 

গতির ঝড় তুলে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিলেন উমরান। এবারের আইপিএলকে যেন নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন তিনি। ইতিমধ্যে দারুণ কিছু ঝলকও দেখিয়েছেন উমরান। তাঁর বলে উড়েছে ব্যাটারের স্টাম্পও। ব্যাটারদের মোকাবিলা করার ক্ষেত্রে কোন বিষয়টা বেশি উপভোগ করেন জানতে চাইলে উমরান বলেন, ‘আমি ব্যাটারদের হেলমেটে আঘাত করতে পছন্দ করি। প্রথমত, আমি অনুভব করি যে গতি দিয়ে ব্যাটারদের পরাস্ত করতে পারব। দ্বিতীয়ত, কোনো ব্যাটার একবার ভয় পেয়ে গেলে সে আমাকে মারার চেষ্টা করবে না।’ 

গতি তাঁকে আলাদাভাবে রোমাঞ্চিত করে কি না, জানতে চাইলে উমরান বলেন, ‘যখন কেউ আমাকে বলে আমি ধীরে বল করছি, তখন আমার আবেগ জেগে ওঠে। আমি তখন আরও জোরে বল করার চেষ্টা করি।’ 
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দিয়ে আলোয় এলেও উমরানের মূল লক্ষ্য ভারতের জার্সিতে খেলা। তিনি বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে ভারতের হয়ে খেলা এবং ভালো করা।’ 

এদিকে উমরানের গতির ঝড়ের প্রশংসায় মেতেছেন বিশপ-ভনরাও। ইয়ান বিশপ তাঁকে তুলনা করেছেন জফরা আর্চারের সঙ্গে। মাইকেল ভন অতি দ্রুত উমরানকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত