ক্রীড়া ডেস্ক
কলম্বো থেকে মুম্বাই-দেড় মাস ব্যবধানে সাগরপাড়ের দুই শহরে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। সেপ্টেম্বরে হওয়া এশিয়া কাপের ফাইনালে প্রতিচ্ছবিই যেন দেখা যাচ্ছে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের ম্যাচে। তাতে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে ভারতের
৩৫৮ রানের লক্ষ্যে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা।জসপ্রীত বুমরার বলে এলবিডব্লু হয়েছেন পাথুম নিশাঙ্কা। রিভিউ নিলেও আম্পায়ার্স কলের কারণে গোল্ডেন ডাক মেরে আউট হয়েছেন নিশাঙ্কা। এরপর দ্বিতীয় ওভারের প্রথম বলে মোহাম্মদ সিরাজকে লেগ সাইডে ঘোরাতে গিয়ে এলবিডব্লু হয়েছেন ডিমুথ করুণারত্নে। রিভিউ নিলেও গোল্ডেন ডাক মেরে আউট হয়েছেন করুণারত্নে। নিশাঙ্কা, করুণারত্নে দুই লঙ্কান ব্যাটারই গোল্ডেন মারায় ওয়ানডেতে চতুর্থবারের মতো ঘটেছে দুই ওপেনারের গোল্ডেন ডাকে আউট হওয়া।
ইনিংসের দ্বিতীয় ওভারেই আরও একটি উইকেট তুলে নিয়েছেন সিরাজ। ওভারের পঞ্চম বলে সিরাজকে তুলে মারতে গিয়ে তৃতীয় স্লিপে শ্রেয়াস আয়ারের তালুবন্দী হয়েছেন সাদিরা সামারাবিক্রমা। নিশাঙ্কা, করুণারত্নের মতো সামারাবিক্রমাও শূন্য রানে আউট হয়েছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা লঙ্কানদের বর্তমান স্কোর ১৫ ওভারে ৮ উইকেটে ৩৭ রান। যদি লঙ্কানরা ৪৭ রানে অলআউট হয়, তাহলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৩১০ রানে জয়ের কীর্তি গড়বে ভারত। যেখানে এবারের বিশ্বকাপেই দিল্লিতে নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারানোর রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের পাঁচটি রেকর্ড:
৩০৯ রান; অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ: নেদারল্যান্ডস; ২০২৩
২৭৫ রান; অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ: আফগানিস্তান; ২০১৫
২৫৭ রান; ভারত; প্রতিপক্ষ: বারমুডা; ২০০৭
২৫৭ রান; দক্ষিণ আফ্রিকা; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; ২০১৫
২৫৬ রান; অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ: নামিবিয়া; ২০০৩
ওয়ানডেতে এক ইনিংসে দুই ওপেনারের গোল্ডেন ডাক:
পিট রিঙ্কি-টেরি ডাফিন (জিম্বাবুয়ে); প্রতিপক্ষ:ওয়েস্ট ইন্ডিজ; ২০০৬
লাহিরু থিরিমান্নে-তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা); প্রতিপক্ষ: আফগানিস্তান; ২০১৫
কলিন মুনরো-মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড); প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; ২০১৯
ডিমুথ করুণারত্নে-পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা); প্রতিপক্ষ:ভারত; ২০২৩
বিশ্বকাপে ইনিংসের প্রথম বলে আউট হওয়া শ্রীলঙ্কার ব্যাটার:
লাহিরু থিরিমান্নে; প্রতিপক্ষ: আফগানিস্তান; ২০১৫
ডিমুথ করুণারত্নে; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ২০১৯
পাথুম নিশাঙ্কা; প্রতিপক্ষ: ভারত; ২০২৩
বিশ্বকাপে দুই লঙ্কান ওপেনারের একই ইনিংসে শূন্য রানে আউট হওয়া:
লাহিরু থিরিমান্নে-তিলকরত্নে দিলশান; প্রতিপক্ষ: আফগানিস্তান; ২০১৫
ডিমুথ করুণারত্নে-পাথুম নিশাঙ্কা; প্রতিপক্ষ:ভারত; ২০২৩
কলম্বো থেকে মুম্বাই-দেড় মাস ব্যবধানে সাগরপাড়ের দুই শহরে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। সেপ্টেম্বরে হওয়া এশিয়া কাপের ফাইনালে প্রতিচ্ছবিই যেন দেখা যাচ্ছে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের ম্যাচে। তাতে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে ভারতের
৩৫৮ রানের লক্ষ্যে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা।জসপ্রীত বুমরার বলে এলবিডব্লু হয়েছেন পাথুম নিশাঙ্কা। রিভিউ নিলেও আম্পায়ার্স কলের কারণে গোল্ডেন ডাক মেরে আউট হয়েছেন নিশাঙ্কা। এরপর দ্বিতীয় ওভারের প্রথম বলে মোহাম্মদ সিরাজকে লেগ সাইডে ঘোরাতে গিয়ে এলবিডব্লু হয়েছেন ডিমুথ করুণারত্নে। রিভিউ নিলেও গোল্ডেন ডাক মেরে আউট হয়েছেন করুণারত্নে। নিশাঙ্কা, করুণারত্নে দুই লঙ্কান ব্যাটারই গোল্ডেন মারায় ওয়ানডেতে চতুর্থবারের মতো ঘটেছে দুই ওপেনারের গোল্ডেন ডাকে আউট হওয়া।
ইনিংসের দ্বিতীয় ওভারেই আরও একটি উইকেট তুলে নিয়েছেন সিরাজ। ওভারের পঞ্চম বলে সিরাজকে তুলে মারতে গিয়ে তৃতীয় স্লিপে শ্রেয়াস আয়ারের তালুবন্দী হয়েছেন সাদিরা সামারাবিক্রমা। নিশাঙ্কা, করুণারত্নের মতো সামারাবিক্রমাও শূন্য রানে আউট হয়েছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা লঙ্কানদের বর্তমান স্কোর ১৫ ওভারে ৮ উইকেটে ৩৭ রান। যদি লঙ্কানরা ৪৭ রানে অলআউট হয়, তাহলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৩১০ রানে জয়ের কীর্তি গড়বে ভারত। যেখানে এবারের বিশ্বকাপেই দিল্লিতে নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারানোর রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের পাঁচটি রেকর্ড:
৩০৯ রান; অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ: নেদারল্যান্ডস; ২০২৩
২৭৫ রান; অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ: আফগানিস্তান; ২০১৫
২৫৭ রান; ভারত; প্রতিপক্ষ: বারমুডা; ২০০৭
২৫৭ রান; দক্ষিণ আফ্রিকা; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; ২০১৫
২৫৬ রান; অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ: নামিবিয়া; ২০০৩
ওয়ানডেতে এক ইনিংসে দুই ওপেনারের গোল্ডেন ডাক:
পিট রিঙ্কি-টেরি ডাফিন (জিম্বাবুয়ে); প্রতিপক্ষ:ওয়েস্ট ইন্ডিজ; ২০০৬
লাহিরু থিরিমান্নে-তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা); প্রতিপক্ষ: আফগানিস্তান; ২০১৫
কলিন মুনরো-মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড); প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; ২০১৯
ডিমুথ করুণারত্নে-পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা); প্রতিপক্ষ:ভারত; ২০২৩
বিশ্বকাপে ইনিংসের প্রথম বলে আউট হওয়া শ্রীলঙ্কার ব্যাটার:
লাহিরু থিরিমান্নে; প্রতিপক্ষ: আফগানিস্তান; ২০১৫
ডিমুথ করুণারত্নে; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ২০১৯
পাথুম নিশাঙ্কা; প্রতিপক্ষ: ভারত; ২০২৩
বিশ্বকাপে দুই লঙ্কান ওপেনারের একই ইনিংসে শূন্য রানে আউট হওয়া:
লাহিরু থিরিমান্নে-তিলকরত্নে দিলশান; প্রতিপক্ষ: আফগানিস্তান; ২০১৫
ডিমুথ করুণারত্নে-পাথুম নিশাঙ্কা; প্রতিপক্ষ:ভারত; ২০২৩
এভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
১৫ মিনিট আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
১ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
২ ঘণ্টা আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
৩ ঘণ্টা আগে