ক্রীড়া ডেস্ক
পঞ্চপাণ্ডবের তিনজন—তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ খেলছেন একই দল ফরচুন বরিশালে। আজ বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে তিন ব্যাটারেই পেয়েছেন রানের দেখা।
ওপেনার তামিম ৩৩ বলে ৫ চারে করেছেন ৪০ রান। ইনিংসের শেষ দিকে ১৯ বলে ২ চার ও ২ ছয়ে ২৭ রান করেছেন মাহমুউদল্লাহ। তবে বড় ইনিংসটা খেলেছেন মুশফিক। ৩৯ বলে ৫ চার ও ৪ ছয়ে ৬৮ রানে অপরাজিত ছিলেন তিনি। তাঁদের দুর্দান্ত ব্যাটিংয়ে বরিশালও পেয়েছে বড় সংগ্রহ—১৮৭/৪। এবারের বিপিএলে এটিই সর্বোচ্চ স্কোর।
৪০ রানের ইনিংস খেলার পথে নতুন মাইলফলকও ছুঁয়েছেন তামিম। বিপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রানের দেখা পেলেন এই বাঁহাতি ওপেনার। ৯০ ইনিংসে তাঁর রান ৩ হাজার ৫। দুইয়ে তাঁরই সতীর্থ মুশফিক। ১০৭ ইনিংসে এই উইকেটরক্ষক-ব্যাটারের রান ২ হাজার ৯৭৬। পরের স্থানে মাহমুদউল্লাহ—১০০ ইনিংসে ২ হাজার ৩২৯।
মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানে ওপেনার ইব্রাহিম জাদরান (১১) ফেরার পর সৌম্য সরকারের (১৭) সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৬ ও তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে ৩৮ বলে ৫৭ রানের জুটি গড়েন তামিম। তাঁর বিদায়ের পর মাহমুদউল্লাহর সঙ্গে ৩২ বলে ৫৪ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন মুশফিক। শোয়েব মালিক ৫ রানে অপরাজিত ছিলেন। খুলনার হয়ে ১টি করে উইকেট নেন ওশানে টমাস, নাসুম আহমেদ ও মুকিদুল ইসলাম।
বরিশালের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ দশমিক ৪ ওভারে বিনা উইকেটে ৩৯ রান করেছে খুলনা। ব্যাটিংয়ে আছেন দুই ওপেনার এনামুল হক বিজয় (১৯) ও এভিন লুইস (১৯)। জয়ের জন্য তাঁদের দরকার ৯৮ বলে ১৪৯ রান।
পঞ্চপাণ্ডবের তিনজন—তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ খেলছেন একই দল ফরচুন বরিশালে। আজ বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে তিন ব্যাটারেই পেয়েছেন রানের দেখা।
ওপেনার তামিম ৩৩ বলে ৫ চারে করেছেন ৪০ রান। ইনিংসের শেষ দিকে ১৯ বলে ২ চার ও ২ ছয়ে ২৭ রান করেছেন মাহমুউদল্লাহ। তবে বড় ইনিংসটা খেলেছেন মুশফিক। ৩৯ বলে ৫ চার ও ৪ ছয়ে ৬৮ রানে অপরাজিত ছিলেন তিনি। তাঁদের দুর্দান্ত ব্যাটিংয়ে বরিশালও পেয়েছে বড় সংগ্রহ—১৮৭/৪। এবারের বিপিএলে এটিই সর্বোচ্চ স্কোর।
৪০ রানের ইনিংস খেলার পথে নতুন মাইলফলকও ছুঁয়েছেন তামিম। বিপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রানের দেখা পেলেন এই বাঁহাতি ওপেনার। ৯০ ইনিংসে তাঁর রান ৩ হাজার ৫। দুইয়ে তাঁরই সতীর্থ মুশফিক। ১০৭ ইনিংসে এই উইকেটরক্ষক-ব্যাটারের রান ২ হাজার ৯৭৬। পরের স্থানে মাহমুদউল্লাহ—১০০ ইনিংসে ২ হাজার ৩২৯।
মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানে ওপেনার ইব্রাহিম জাদরান (১১) ফেরার পর সৌম্য সরকারের (১৭) সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৬ ও তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে ৩৮ বলে ৫৭ রানের জুটি গড়েন তামিম। তাঁর বিদায়ের পর মাহমুদউল্লাহর সঙ্গে ৩২ বলে ৫৪ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন মুশফিক। শোয়েব মালিক ৫ রানে অপরাজিত ছিলেন। খুলনার হয়ে ১টি করে উইকেট নেন ওশানে টমাস, নাসুম আহমেদ ও মুকিদুল ইসলাম।
বরিশালের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ দশমিক ৪ ওভারে বিনা উইকেটে ৩৯ রান করেছে খুলনা। ব্যাটিংয়ে আছেন দুই ওপেনার এনামুল হক বিজয় (১৯) ও এভিন লুইস (১৯)। জয়ের জন্য তাঁদের দরকার ৯৮ বলে ১৪৯ রান।
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
২ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৩ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৩ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
৩ ঘণ্টা আগে