দিনাজপুর প্রতিনিধি
‘হামার এত ভালো ছৈলটা পুরুস্কার আনির যাই লাশ হই গেইল। হাসি-খুশি ছোয়ালটা হামার হারাই গেল রে। এই পুরস্কারের জন্যে ওঁয় (মাশরাফি) খাই, না খাই কত্তো কষ্ট কইল। এলা পুরস্কারগুলা ধরি ওর মায়ের কান্দোন কাঁয় থামাইবে রে।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন পদকজয়ী সাইক্লিস্ট মাশরাফি হোসেনের মারুফের বাবা।
ট্রেন থেকে পড়ে মারা যাওয়া দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পদকজয়ী সাইক্লিস্ট মাশরাফি হোসেনের (মারুফ) আকস্মিক মৃত্যুতে তাঁর মা–বাবা ও এলাকাবাসীর কান্না থামছে না। এমন প্রাণোচ্ছল তরুণের মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁরা। আজ বুধবার ভোর থেকে মাশরাফির বড় বাউল গ্রামের বাড়িতে ভিড় করছেন এলাকাসহ আশপাশের গ্রামবাসীরা।
ঢাকায় শেখ কামাল দ্বিতীয় যুব গেমসে সাইক্লিং প্রতিযোগিতায় এবার প্রথমবারের মতো অংশ নিয়ে মাশরাফি তিনটি পদক জিতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। পথে গত মঙ্গলবার চিরিরবন্দর স্টেশনে ট্রেন থেকে পড়ে মারা যান তিনি।
আজ সকালে মাশরাফিদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাবা আনিছুর রহমান বাড়ির বাইরে একটি চেয়ারে বিষণ্ন চেহারায় বসে আছেন। বাড়ির ভেতরে মা ছেলের কথা বলছেন আর পুরস্কারগুলো আঁকড়ে ধরে অঝোরে চোখের পানি ফেলছেন।
মাশরাফিদের বাড়িতে চারটি মাটির ঘর। তার একটিতে মারুফ থাকতেন। সেই ঘরের কাঠের আলমারিতে ভর্তি নানান পদক।
মাশরাফির চাচা আলাউদ্দিন বলেন, ‘সে তো গেল আমাদের আজীবনের জন্য কান্দাইয়া রাখি গেল। সারা রাত ওর বাবা-মা চোখের পানি ফেলছে। ফজরের নামাজ পড়েই ওর বাবা গোরস্থানে ছুটে গেছে।’
মাশরাফির বাবা বাড়ির কাছের একটি পোস্ট অফিসের পিয়ন পদে কর্মরত। তিন ভাইয়ের মধ্যে মাশরাফি দ্বিতীয়। ছোটবেলা থেকেই মাশরাফির পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি ছিল মনোযোগ। মাশরাফি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটেসিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।
‘হামার এত ভালো ছৈলটা পুরুস্কার আনির যাই লাশ হই গেইল। হাসি-খুশি ছোয়ালটা হামার হারাই গেল রে। এই পুরস্কারের জন্যে ওঁয় (মাশরাফি) খাই, না খাই কত্তো কষ্ট কইল। এলা পুরস্কারগুলা ধরি ওর মায়ের কান্দোন কাঁয় থামাইবে রে।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন পদকজয়ী সাইক্লিস্ট মাশরাফি হোসেনের মারুফের বাবা।
ট্রেন থেকে পড়ে মারা যাওয়া দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পদকজয়ী সাইক্লিস্ট মাশরাফি হোসেনের (মারুফ) আকস্মিক মৃত্যুতে তাঁর মা–বাবা ও এলাকাবাসীর কান্না থামছে না। এমন প্রাণোচ্ছল তরুণের মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁরা। আজ বুধবার ভোর থেকে মাশরাফির বড় বাউল গ্রামের বাড়িতে ভিড় করছেন এলাকাসহ আশপাশের গ্রামবাসীরা।
ঢাকায় শেখ কামাল দ্বিতীয় যুব গেমসে সাইক্লিং প্রতিযোগিতায় এবার প্রথমবারের মতো অংশ নিয়ে মাশরাফি তিনটি পদক জিতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। পথে গত মঙ্গলবার চিরিরবন্দর স্টেশনে ট্রেন থেকে পড়ে মারা যান তিনি।
আজ সকালে মাশরাফিদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাবা আনিছুর রহমান বাড়ির বাইরে একটি চেয়ারে বিষণ্ন চেহারায় বসে আছেন। বাড়ির ভেতরে মা ছেলের কথা বলছেন আর পুরস্কারগুলো আঁকড়ে ধরে অঝোরে চোখের পানি ফেলছেন।
মাশরাফিদের বাড়িতে চারটি মাটির ঘর। তার একটিতে মারুফ থাকতেন। সেই ঘরের কাঠের আলমারিতে ভর্তি নানান পদক।
মাশরাফির চাচা আলাউদ্দিন বলেন, ‘সে তো গেল আমাদের আজীবনের জন্য কান্দাইয়া রাখি গেল। সারা রাত ওর বাবা-মা চোখের পানি ফেলছে। ফজরের নামাজ পড়েই ওর বাবা গোরস্থানে ছুটে গেছে।’
মাশরাফির বাবা বাড়ির কাছের একটি পোস্ট অফিসের পিয়ন পদে কর্মরত। তিন ভাইয়ের মধ্যে মাশরাফি দ্বিতীয়। ছোটবেলা থেকেই মাশরাফির পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি ছিল মনোযোগ। মাশরাফি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটেসিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।
২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
১৬ মিনিট আগেএগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
২ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৪ ঘণ্টা আগে