ক্রীড়া ডেস্ক
বিপদ কখন এসে হাজির হয়, সেটা বোঝা বড্ড মুশকিল। স্থান, কাল, পাত্র কোনো কিছু হিসেব করে তো দুর্ঘটনা ঘটে না। ক্যামেরন ব্যানক্রফটও হয়তো ভাবতে পারেননি বিগ ব্যাশের মাঝপথে এমন মারাত্মক দুর্ঘটনায় পড়বেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটার তাতে টুর্নামেন্ট থেকে ছিটকেই গেলেন।
পার্থের অপটাস স্টেডিয়ামে গতকাল একটি ক্যাচ ধরতে গিয়ে সিডনি থান্ডারের দুই ক্রিকেটার ব্যানক্রফট ও ড্যানিয়েল স্যামসের মধ্যে মারাত্মক সংঘর্ষ ঘটেছে। ব্যানক্রফটের নাক ভেঙে গেছে। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের কাঁধেও ধরেছে ফাটল। তাতে করে সিডনি থান্ডার ২০২৪-২৫ বিগ ব্যাশের বাকি অংশে পাচ্ছে না ব্যানক্রফটকে। স্যামসও কম আহত হননি। কনকাশন সাবধানতা হিসেবে কমপক্ষে ১২ দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। চিকিৎসকের সবুজ সংকেত পেলেই স্যাম মাঠে নামতে পারবেন বলে জানা গেছে।
অপটাস স্টেডিয়ামে গতকাল সিডনি থান্ডার খেলেছে পার্থ স্করচার্সের বিপক্ষে। স্করচার্সের ইনিংসের ১৬ তম ওভারের দ্বিতীয় বলে ঘটেছে সেই দুর্ঘটনা। সিডনি থান্ডারের লকি ফার্গুসনকে তুলে মারতে যান কুপার কনলি। মিড উইকেট এলাকায় ক্যাচ ধরতে গিয়ে ব্যানক্রফট, স্যামস একে অপরের সঙ্গে বাজেভাবে ধাক্কা খেয়েছেন। এই দুর্ঘটনার পর পার্থ হাসপাতালে দুজনকে ভর্তি করা হয়েছে। সিটি স্ক্যানের পর যেহেতু আর বড় কোনো চোটের কথা জানা যায়নি, তাতে আজ বিকেলের মধ্যে তাঁদের (ব্যানক্রফট, স্যামস) হাসপাতাল ছেড়ে যাওয়ার কথা।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে স্করচার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৭ রান করেছে। থান্ডার শেষ বলের রোমাঞ্চে পেয়েছে ৪ উইকেটের জয়। ৫ ম্যাচে ৪ জয় ও ১ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে বিগ ব্যাশের পয়েন্ট তালিকার দুইয়ে থান্ডার। ব্রিসবেনের গ্যাবায় পরশু থান্ডার খেলবে ব্রিসবেন হিটের বিপক্ষে। ব্যানক্রফট এবারের বিগ ব্যাশে ৫ ম্যাচে ৩৫ গড় ও ১২৫ স্ট্রাইকরেটে করেন ১০৫ রান। সমান ৫ ম্যাচ খেলে স্যামস নিয়েছেন ৪ উইকেট।
বিপদ কখন এসে হাজির হয়, সেটা বোঝা বড্ড মুশকিল। স্থান, কাল, পাত্র কোনো কিছু হিসেব করে তো দুর্ঘটনা ঘটে না। ক্যামেরন ব্যানক্রফটও হয়তো ভাবতে পারেননি বিগ ব্যাশের মাঝপথে এমন মারাত্মক দুর্ঘটনায় পড়বেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটার তাতে টুর্নামেন্ট থেকে ছিটকেই গেলেন।
পার্থের অপটাস স্টেডিয়ামে গতকাল একটি ক্যাচ ধরতে গিয়ে সিডনি থান্ডারের দুই ক্রিকেটার ব্যানক্রফট ও ড্যানিয়েল স্যামসের মধ্যে মারাত্মক সংঘর্ষ ঘটেছে। ব্যানক্রফটের নাক ভেঙে গেছে। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের কাঁধেও ধরেছে ফাটল। তাতে করে সিডনি থান্ডার ২০২৪-২৫ বিগ ব্যাশের বাকি অংশে পাচ্ছে না ব্যানক্রফটকে। স্যামসও কম আহত হননি। কনকাশন সাবধানতা হিসেবে কমপক্ষে ১২ দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। চিকিৎসকের সবুজ সংকেত পেলেই স্যাম মাঠে নামতে পারবেন বলে জানা গেছে।
অপটাস স্টেডিয়ামে গতকাল সিডনি থান্ডার খেলেছে পার্থ স্করচার্সের বিপক্ষে। স্করচার্সের ইনিংসের ১৬ তম ওভারের দ্বিতীয় বলে ঘটেছে সেই দুর্ঘটনা। সিডনি থান্ডারের লকি ফার্গুসনকে তুলে মারতে যান কুপার কনলি। মিড উইকেট এলাকায় ক্যাচ ধরতে গিয়ে ব্যানক্রফট, স্যামস একে অপরের সঙ্গে বাজেভাবে ধাক্কা খেয়েছেন। এই দুর্ঘটনার পর পার্থ হাসপাতালে দুজনকে ভর্তি করা হয়েছে। সিটি স্ক্যানের পর যেহেতু আর বড় কোনো চোটের কথা জানা যায়নি, তাতে আজ বিকেলের মধ্যে তাঁদের (ব্যানক্রফট, স্যামস) হাসপাতাল ছেড়ে যাওয়ার কথা।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে স্করচার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৭ রান করেছে। থান্ডার শেষ বলের রোমাঞ্চে পেয়েছে ৪ উইকেটের জয়। ৫ ম্যাচে ৪ জয় ও ১ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে বিগ ব্যাশের পয়েন্ট তালিকার দুইয়ে থান্ডার। ব্রিসবেনের গ্যাবায় পরশু থান্ডার খেলবে ব্রিসবেন হিটের বিপক্ষে। ব্যানক্রফট এবারের বিগ ব্যাশে ৫ ম্যাচে ৩৫ গড় ও ১২৫ স্ট্রাইকরেটে করেন ১০৫ রান। সমান ৫ ম্যাচ খেলে স্যামস নিয়েছেন ৪ উইকেট।
কেপটাউনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে সিরিজে ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের দেওয়া ৫৮ রানের লক্ষ্য ৭.১ ওভারেই তাড়া করেছে স্বাগতিকেরা। শান মাসুদ-বাবর আজম দারুণ শুরু এনে দিলেও পরের ব্যাটাররা থিতু হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। ফলোঅনের পর অবশ্য ইনিংস ব্যবধানের হা
১ ঘণ্টা আগেমেয়েদের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজে যাবেন নিগার সুলতানা জ্যোতিরা। দুই সংস্করণের জন্যই একটি দল ঘোষণা করা হয়েছে।
২ ঘণ্টা আগেবিপিএলের সিলেট পর্বে রান ও দর্শকপূর্ণ গ্যালারি থাকবে—বেশির ভাগ সময় এমন দৃশ্যই দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সিলেট পর্বের প্রথম ম্যাচেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি দর্শকে পরিপূর্ণ। সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্সের ম্যাচে গ্যালারিতে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
৩ ঘণ্টা আগেকাছ থেকে প্রিয় খেলোয়াড় দর্শন পেতে মাঠে ঢুকে পড়েন দর্শকেরা—এমন ঘটনা মাঝেমধ্যে ঘটতে দেখা যায়। কিন্তু মাঠে ঢুকে দর্শক মুদ্রা ওড়ালেন, এমন ঘটনা তো বিরলই। তেমনই এক ঘটনা ঘটল মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। মাঠে ঢুকে এক দর্শক উড়িয়ে দিলেন একগুচ্ছ ৫০০ রুপির নোট।
৫ ঘণ্টা আগে