১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৯: ৩৪
Thumbnail image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের মিরপুর টেস্ট দেখা যাবে ১০০ টাকায়। এই টেস্টের সর্বনিম্ন টিকিট মূল্য এটাই। 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে প্রোটিয়ারা। ২০ অক্টোবর মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টের টিকিট পাওয়া যাবে ১০০০ থেকে ১০০ টাকার মধ্যে। 

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা। আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। ক্লাব হাউস থেকে খেলা দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা। এ ছাড়া ২০০ টাকায় পাওয়া যাবে নর্থ বা ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। 

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর থেকে, চট্টগ্রামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত