ক্রীড়া ডেস্ক
শুরুতে টপাটপ উইকেট হারানোর রোগ থেকে বাংলাদেশ যেন বেরই হতে পারছে না। যে সংস্করণের ম্যাচই হোক না কেন, এমন ঘটনা ঘটছে বারবার। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ শুরুতে খেয়েছে ধাক্কা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবার মুখোমুখি হয়েছে টি-টোয়েন্টি সিরিজে। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। পরবর্তীতে শেষের দিকে তাণ্ডব চালায় সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভমান পাওয়েল। স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে চাপে থাকে বাংলাদেশ। তৃতীয় ওভারের তৃতীয় ও চতুর্থ বলে আকিল হোসেন নিয়েছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাসের উইকেট। তানজিদ তামিম ১১ বলে করেছেন ৬ রান। মেরেছেন ১ চার। কিন্তু অধিনায়ক লিটন মেরেছেন গোল্ডেন ডাক।
আকিলের জোড়া ধাক্কায় বাংলাদেশের স্কোর হয়ে যায় ২.৪ ওভারে ২ উইকেটে ১৫ রান। পাওয়ারপ্লেতে দুই টপ অর্ডার ব্যাটারের উইকেট হারানোর পাশাপাশি সফরকারীরা হারায় আফিফ হোসেন ধ্রুবর উইকেট। ১১ বলে ২ চারে ৮ রান করেন আফিফ। ৫.৪ ওভারে ৩ উইকেটে ৩০ রানে পরিণত হওয়া বাংলাদেশ তখন চোখে সর্ষেফুল দেখতে থাকে।
বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেন সৌম্য সরকার ও জাকের আলী অনিক। তাঁরা দুজন আক্রমণ ও রক্ষণের মিশেলে খেলতে থাকেন। স্ট্রাইক রোটেটের পাশাপাশি সুযোগ বুঝে বাউন্ডারি মারতে থাকেন। ১১তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে গুড়াকেশ মোতিকে টানা দুটি ছক্কা মারেন সৌম্য। চতুর্থ উইকেটে সৌম্য-জাকের গড়েন ৪২ বলে ৫৩ রানের জুটি। ১৩তম ওভারের চতুর্থ বলে জাকেরকে ফিরিয়ে জুটি ভাঙেন রোমারিও শেফার্ড। ২৭ বলে ১ চার ও ২ ছক্কায় জাকের করেন ২৭ রান।
জাকের আউট হওয়ার ঠিক পরের ওভারেই বাংলাদেশ হারাতে পারত আরও একটি উইকেট। ১৪তম ওভারের পঞ্চম বলে শেখ মেহেদী হাসানকে কট এন্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন রস্টন চেজ। তবে মেহেদী বেঁচে গেলেও সৌম্যর উইকেট দ্রুতই হারিয়েছে সফরকারীরা। ১৫তম ওভারের শেষ বলে সৌম্যকে অসাধারণ এক স্লোয়ারে বোল্ড করেন ওবেদ ম্যাকয়। ওপেনিংয়ে নেমে ৩২ বলে ২ চার ও ৩ ছক্কায় সৌম্য করেন ৪৩ রান।
সৌম্যর বিদায়ে ১৫ ওভারে ৫ উইকেটে ৯৬ রানে পরিণত হয় বাংলাদেশ। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে তখন তাণ্ডব চালিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ১৩ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। ১ চার ও ৩ ছক্কা মেরেছেন। মেহেদীর সঙ্গে ষষ্ঠ উইকেটে ২৯ বলে ৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন শামীম। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। সৌম্যর ৪৩ রানই সফরকারীদের ইনিংস সর্বোচ্চ।
ওয়েস্ট ইন্ডিজের আকিল, ম্যাকয় নিয়েছেন ২টি করে উইকেট। আকিল ৪ ওভারে দিয়েছেন ১৩ রান। এক ওভার মেডেনও দিয়েছেন।
শুরুতে টপাটপ উইকেট হারানোর রোগ থেকে বাংলাদেশ যেন বেরই হতে পারছে না। যে সংস্করণের ম্যাচই হোক না কেন, এমন ঘটনা ঘটছে বারবার। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ শুরুতে খেয়েছে ধাক্কা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবার মুখোমুখি হয়েছে টি-টোয়েন্টি সিরিজে। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। পরবর্তীতে শেষের দিকে তাণ্ডব চালায় সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভমান পাওয়েল। স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে চাপে থাকে বাংলাদেশ। তৃতীয় ওভারের তৃতীয় ও চতুর্থ বলে আকিল হোসেন নিয়েছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাসের উইকেট। তানজিদ তামিম ১১ বলে করেছেন ৬ রান। মেরেছেন ১ চার। কিন্তু অধিনায়ক লিটন মেরেছেন গোল্ডেন ডাক।
আকিলের জোড়া ধাক্কায় বাংলাদেশের স্কোর হয়ে যায় ২.৪ ওভারে ২ উইকেটে ১৫ রান। পাওয়ারপ্লেতে দুই টপ অর্ডার ব্যাটারের উইকেট হারানোর পাশাপাশি সফরকারীরা হারায় আফিফ হোসেন ধ্রুবর উইকেট। ১১ বলে ২ চারে ৮ রান করেন আফিফ। ৫.৪ ওভারে ৩ উইকেটে ৩০ রানে পরিণত হওয়া বাংলাদেশ তখন চোখে সর্ষেফুল দেখতে থাকে।
বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেন সৌম্য সরকার ও জাকের আলী অনিক। তাঁরা দুজন আক্রমণ ও রক্ষণের মিশেলে খেলতে থাকেন। স্ট্রাইক রোটেটের পাশাপাশি সুযোগ বুঝে বাউন্ডারি মারতে থাকেন। ১১তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে গুড়াকেশ মোতিকে টানা দুটি ছক্কা মারেন সৌম্য। চতুর্থ উইকেটে সৌম্য-জাকের গড়েন ৪২ বলে ৫৩ রানের জুটি। ১৩তম ওভারের চতুর্থ বলে জাকেরকে ফিরিয়ে জুটি ভাঙেন রোমারিও শেফার্ড। ২৭ বলে ১ চার ও ২ ছক্কায় জাকের করেন ২৭ রান।
জাকের আউট হওয়ার ঠিক পরের ওভারেই বাংলাদেশ হারাতে পারত আরও একটি উইকেট। ১৪তম ওভারের পঞ্চম বলে শেখ মেহেদী হাসানকে কট এন্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন রস্টন চেজ। তবে মেহেদী বেঁচে গেলেও সৌম্যর উইকেট দ্রুতই হারিয়েছে সফরকারীরা। ১৫তম ওভারের শেষ বলে সৌম্যকে অসাধারণ এক স্লোয়ারে বোল্ড করেন ওবেদ ম্যাকয়। ওপেনিংয়ে নেমে ৩২ বলে ২ চার ও ৩ ছক্কায় সৌম্য করেন ৪৩ রান।
সৌম্যর বিদায়ে ১৫ ওভারে ৫ উইকেটে ৯৬ রানে পরিণত হয় বাংলাদেশ। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে তখন তাণ্ডব চালিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ১৩ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। ১ চার ও ৩ ছক্কা মেরেছেন। মেহেদীর সঙ্গে ষষ্ঠ উইকেটে ২৯ বলে ৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন শামীম। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। সৌম্যর ৪৩ রানই সফরকারীদের ইনিংস সর্বোচ্চ।
ওয়েস্ট ইন্ডিজের আকিল, ম্যাকয় নিয়েছেন ২টি করে উইকেট। আকিল ৪ ওভারে দিয়েছেন ১৩ রান। এক ওভার মেডেনও দিয়েছেন।
চেহারায় হতাশার ছাপ নিয়ে আবারও মাঠ ছাড়লেন আবদুল্লাহ শফিক। দক্ষিণ আফ্রিকা সফরে টানা ওয়ানডেতে শূন্য রানে আউট হলেন পাকিস্তানের ওপেনার। তিন শূন্যয় নামটাও তাঁর উঠে গেছে অনাকাঙ্ক্ষিত রেকর্ড বইয়ে।
৭ ঘণ্টা আগেলঙ্কা টি-টেন সুপার লিগের শিরোপা জিতে এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলতে নামলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ঘূর্ণি জাদুতে নাভিশ্বাস তুললেন খুলনার ব্যাটারদের। তাঁর সঙ্গে রাকিবুল ইসলাম ও আলিস আল ইসলাম ছিলেন আরও দুর্দান্ত। যার সৌজন্যে লো স্কোরিং ম্যাচেও খুলনাকে ৩৮ রানে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে..
৯ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও ভারত সফরের জন্য দল ঘোষণ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দীর্ঘ ১৩ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন জো রুট। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলে সুযোগ হয়নি অলরাউন্ডার বেন স্টোকসের। তবে প্রথমবারের মতো বড় কোনো ইভেন্টে সুযোগ পেয়েছেন পেসার সাকিব মাহমুদ ও জ্যাকব বেথেল।
১১ ঘণ্টা আগেমাঠের লড়াই তো রয়েছেই, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে চলে স্নায়ুযুদ্ধ। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিও বাদ যায় কী করে। রবীন্দ্র জাদেজার এক হিন্দি ভাষার সংবাদ সম্মেলনের পর এবার ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১২ ঘণ্টা আগে