ক্রীড়া ডেস্ক
লঙ্কা টি-টেন সুপার লিগের শিরোপা জিতে এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলতে নামলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ঘূর্ণি জাদুতে নাভিশ্বাস তুললেন খুলনার ব্যাটারদের। তাঁর সঙ্গে রাকিবুল ইসলাম ও আলিস আল ইসলাম ছিলেন আরও দুর্দান্ত। যার সৌজন্যে লো স্কোরিং ম্যাচেও খুলনাকে ৩৮ রানে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে ঢাকা মহানগর।
লিগ পর্বে একমাত্র অপরাজিত দল হিসেবে কোয়ালিফায়ার পর্বে যায় ঢাকা মহানগর। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছে হোঁচট খেয়েছিল তারা। তবে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় সুযোগ আর হারায়নি মহানগর। অধিনায়ক নাইম শেখের ফিফটিতে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে তারা। ১২০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৭.৪ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় খুলনা।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই খেই হারিয়ে বসে খুলনা। রাকিবুলের বাঁহাতির ঘূর্ণিতে প্রথম ওভারেই ওপেনার আজিজুল হাকিম তামিম ও তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ফেরেন ইমরুল কায়েস। দুজনই ড্রেসিংরুমে ফেরেন রানের খাতা খোলার আগে। দলীয় ০ রানে ২ উইকেট হারানো মহানগরের আর ছন্দে ফেরা হয়নি। মাত্র ১৩ রান ৩ উইকেট নিয়ে মোসাদ্দেক ধসিয়ে দিয়েছেন মিডল অর্ডার।
এনামুল হক বিজয় (১৬), শেখ পারভেজ জীবন (১৫) ও মাসুম খান (১৬)—থিতু হওয়া এই তিন ব্যাটারকে ইনিংস বড় করার আগে ফেরান মোসাদ্দেক। যদিও ১৬ রান দিয়ে রাকিবুল ২ উইকেট নিয়ে হাতে তুলেছেন ম্যাচসেরা পুরস্কার। তবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মোসাদ্দেকও। এই অলরাউন্ডার আশাবাদী এনসিএল টি-টোয়েন্টির প্রথম সংস্করণের শিরোপা জিততেও।
আগামী পরশু ফাইনালে দেখা হচ্ছে ঢাকা মহানগর ও রংপুরের। কদিন আগেই লঙ্কা টি-টেন সুপার লিগে বাংলা টাইগার্স হাম্বানটোটার হয়ে শিরোপা জিতেছেন মোসাদ্দেকরা। ঢাকা মহানগরের অলরাউন্ডার আরও একটি শিরোপা জয়ের হুঙ্কার দিয়ে রাখলেন আকবর আলীর রংপুরের উদ্দেশ্যে, ‘নাহ, অবশ্যই চাইব না শিরোপা (হাতছাড়া করতে)। এটা একটা সুযোগ। আসলে ফাইনাল ম্যাচে কেউ ফেবারিট থাকে না, এখানে যেকোনো কিছু হতে পারে। অবশ্যই দল হিসেবে খুব ভালো করছে আমাদের প্রথম থেকেই। হয়তো শেষ ম্যাচ আমরা হেরে গেছি, কিন্তু এই একটা সুযোগ ছিল জিতে কামব্যাক করার। সেটা জেতার পর এখন আমাদের ফাইনাল আছে একটা। অবশ্যই চেষ্টা করব শিরোপাটা জেতার।’
ম্যাচসেরা রাকিবুল বললেন কঠিন ফাইনালের কথা, ‘টি-টোয়েন্টি এমন একটা খেলা, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে। নাম দেখে টি-টোয়েন্টি খেলা হয় না। যে দুই দল ফাইনালে উঠেছে ঢাকা মহানগর-রংপুর, তারা যোগ্য দল হিসেবেই উঠেছে।’
লঙ্কা টি-টেন সুপার লিগের শিরোপা জিতে এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলতে নামলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ঘূর্ণি জাদুতে নাভিশ্বাস তুললেন খুলনার ব্যাটারদের। তাঁর সঙ্গে রাকিবুল ইসলাম ও আলিস আল ইসলাম ছিলেন আরও দুর্দান্ত। যার সৌজন্যে লো স্কোরিং ম্যাচেও খুলনাকে ৩৮ রানে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে ঢাকা মহানগর।
লিগ পর্বে একমাত্র অপরাজিত দল হিসেবে কোয়ালিফায়ার পর্বে যায় ঢাকা মহানগর। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছে হোঁচট খেয়েছিল তারা। তবে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় সুযোগ আর হারায়নি মহানগর। অধিনায়ক নাইম শেখের ফিফটিতে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে তারা। ১২০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৭.৪ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় খুলনা।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই খেই হারিয়ে বসে খুলনা। রাকিবুলের বাঁহাতির ঘূর্ণিতে প্রথম ওভারেই ওপেনার আজিজুল হাকিম তামিম ও তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ফেরেন ইমরুল কায়েস। দুজনই ড্রেসিংরুমে ফেরেন রানের খাতা খোলার আগে। দলীয় ০ রানে ২ উইকেট হারানো মহানগরের আর ছন্দে ফেরা হয়নি। মাত্র ১৩ রান ৩ উইকেট নিয়ে মোসাদ্দেক ধসিয়ে দিয়েছেন মিডল অর্ডার।
এনামুল হক বিজয় (১৬), শেখ পারভেজ জীবন (১৫) ও মাসুম খান (১৬)—থিতু হওয়া এই তিন ব্যাটারকে ইনিংস বড় করার আগে ফেরান মোসাদ্দেক। যদিও ১৬ রান দিয়ে রাকিবুল ২ উইকেট নিয়ে হাতে তুলেছেন ম্যাচসেরা পুরস্কার। তবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মোসাদ্দেকও। এই অলরাউন্ডার আশাবাদী এনসিএল টি-টোয়েন্টির প্রথম সংস্করণের শিরোপা জিততেও।
আগামী পরশু ফাইনালে দেখা হচ্ছে ঢাকা মহানগর ও রংপুরের। কদিন আগেই লঙ্কা টি-টেন সুপার লিগে বাংলা টাইগার্স হাম্বানটোটার হয়ে শিরোপা জিতেছেন মোসাদ্দেকরা। ঢাকা মহানগরের অলরাউন্ডার আরও একটি শিরোপা জয়ের হুঙ্কার দিয়ে রাখলেন আকবর আলীর রংপুরের উদ্দেশ্যে, ‘নাহ, অবশ্যই চাইব না শিরোপা (হাতছাড়া করতে)। এটা একটা সুযোগ। আসলে ফাইনাল ম্যাচে কেউ ফেবারিট থাকে না, এখানে যেকোনো কিছু হতে পারে। অবশ্যই দল হিসেবে খুব ভালো করছে আমাদের প্রথম থেকেই। হয়তো শেষ ম্যাচ আমরা হেরে গেছি, কিন্তু এই একটা সুযোগ ছিল জিতে কামব্যাক করার। সেটা জেতার পর এখন আমাদের ফাইনাল আছে একটা। অবশ্যই চেষ্টা করব শিরোপাটা জেতার।’
ম্যাচসেরা রাকিবুল বললেন কঠিন ফাইনালের কথা, ‘টি-টোয়েন্টি এমন একটা খেলা, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে। নাম দেখে টি-টোয়েন্টি খেলা হয় না। যে দুই দল ফাইনালে উঠেছে ঢাকা মহানগর-রংপুর, তারা যোগ্য দল হিসেবেই উঠেছে।’
চেহারায় হতাশার ছাপ নিয়ে আবারও মাঠ ছাড়লেন আবদুল্লাহ শফিক। দক্ষিণ আফ্রিকা সফরে টানা ওয়ানডেতে শূন্য রানে আউট হলেন পাকিস্তানের ওপেনার। তিন শূন্যয় নামটাও তাঁর উঠে গেছে অনাকাঙ্ক্ষিত রেকর্ড বইয়ে।
৪ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও ভারত সফরের জন্য দল ঘোষণ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দীর্ঘ ১৩ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন জো রুট। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলে সুযোগ হয়নি অলরাউন্ডার বেন স্টোকসের। তবে প্রথমবারের মতো বড় কোনো ইভেন্টে সুযোগ পেয়েছেন পেসার সাকিব মাহমুদ ও জ্যাকব বেথেল।
৭ ঘণ্টা আগেমাঠের লড়াই তো রয়েছেই, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে চলে স্নায়ুযুদ্ধ। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিও বাদ যায় কী করে। রবীন্দ্র জাদেজার এক হিন্দি ভাষার সংবাদ সম্মেলনের পর এবার ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৮ ঘণ্টা আগে