নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুর দিকে একটা জয়ের খোঁজে হাপিত্যেশ করছিল মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটির প্রথম পাঁচ ম্যাচ ছিল জয়হীন। তবে পরের পাঁচ ম্যাচে সেই মোহামেডানের জয়রথ ছুটছে। শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা।
শেষটি আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুরকে ৫২ রানে হারিয়েছে মোহামেডান। ২৭৭ রানের লক্ষ্যে ৪০ বল আগেই শাইনপুকুর গুটিয়ে গেছে ২২৪ রানে। ১০ ম্যাচে পাঁচ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচের সৌজন্যে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে মোহামেডান। লিগ পর্বের এক ম্যাচ হাতে রেখে সুপার লিগ নিশ্চিত হয়েছে তাদের।
শাইনপুকুরের বিপক্ষে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২৭৬ রান তোলে মোহামেডান, যেখানে বড় অবদান উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। অপরাজিত সেঞ্চুরিতে ১২৫ রান করেন মাহিদুল। অধিনায়ক ইমরুল কায়েস ৭ চার ও ২ ছয়ে ৮৬ বলে ৬৯ রান করে আউট হন। তবে আরেকবার ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। এলবিডব্লিউ হওয়ার আগে ১ চার ও ২ ছয়ে করেন ২৫ বলে ৩০ রান। আগের দুই ম্যাচে ফিফটি করা মাহমুদউল্লাহ এদিন রানের খাতাই খুলতে পারেননি। ব্যাট হাতে ব্যর্থতার ধারা বজায় রাখেন মেহেদি হাসান মিরাজ।
রান তাড়া করতে নেমে ৪৩.২ ওভারে ২২৪ রানে অলআউট হয় শাইনপুকুর। দলের পক্ষে সর্বোচ্চ শুভাম শর্মা। ওপেনার খালিদ হাসান করেন ৫৬ রান।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুর দিকে একটা জয়ের খোঁজে হাপিত্যেশ করছিল মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটির প্রথম পাঁচ ম্যাচ ছিল জয়হীন। তবে পরের পাঁচ ম্যাচে সেই মোহামেডানের জয়রথ ছুটছে। শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা।
শেষটি আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুরকে ৫২ রানে হারিয়েছে মোহামেডান। ২৭৭ রানের লক্ষ্যে ৪০ বল আগেই শাইনপুকুর গুটিয়ে গেছে ২২৪ রানে। ১০ ম্যাচে পাঁচ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচের সৌজন্যে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে মোহামেডান। লিগ পর্বের এক ম্যাচ হাতে রেখে সুপার লিগ নিশ্চিত হয়েছে তাদের।
শাইনপুকুরের বিপক্ষে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২৭৬ রান তোলে মোহামেডান, যেখানে বড় অবদান উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। অপরাজিত সেঞ্চুরিতে ১২৫ রান করেন মাহিদুল। অধিনায়ক ইমরুল কায়েস ৭ চার ও ২ ছয়ে ৮৬ বলে ৬৯ রান করে আউট হন। তবে আরেকবার ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। এলবিডব্লিউ হওয়ার আগে ১ চার ও ২ ছয়ে করেন ২৫ বলে ৩০ রান। আগের দুই ম্যাচে ফিফটি করা মাহমুদউল্লাহ এদিন রানের খাতাই খুলতে পারেননি। ব্যাট হাতে ব্যর্থতার ধারা বজায় রাখেন মেহেদি হাসান মিরাজ।
রান তাড়া করতে নেমে ৪৩.২ ওভারে ২২৪ রানে অলআউট হয় শাইনপুকুর। দলের পক্ষে সর্বোচ্চ শুভাম শর্মা। ওপেনার খালিদ হাসান করেন ৫৬ রান।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
৩৭ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১১ ঘণ্টা আগে