ক্রীড়া ডেস্ক
১, ৩ ও ৮—সংখ্যা তিনটি আর কিছুই নয়, ইমরুল কায়েসের পেশাদার ক্রিকেটে সর্বশেষ তিন ইনিংসের রান। এক অঙ্কের গণ্ডি পেরোতেই যেন হিমশিম খেতে থাকেন তিনি। অবশেষে ফর্মহীনতায় ভুগতে থাকা ইমরুল করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ইমরুল নেতৃত্ব দিচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাটিং পাওয়া মোহামেডানের হয়ে ওপেনিংয়ে নেমেছেন ইমরুল। রূপগঞ্জের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে বেশ ধুঁকতে থাকে মোহামেডান। ১৮.২ ওভারে ৩ উইকেটে ৫২ রান হয়ে যায় দলটির। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে খেলতে থাকেন ইমরুল। ৫ নম্বরে ব্যাটিংয়ে নামা আরিফুল ইসলামের সঙ্গে মিলে দলের হাল ধরেছেন মোহামেডান অধিনায়ক। ফিফটি ইমরুল তুলে নিয়েছেন ৭৫ বলে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১১৯ বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা। চতুর্থ উইকেটে আরিফুলের সঙ্গে ১৭৬ রানের জুটি গড়তে অবদান রাখেন ইমরুল। শেষ পর্যন্ত ১২৭ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৬ রান করে আউট হয়েছেন মোহামেডানের অধিনায়ক।
ইমরুলের মতো সেঞ্চুরি করেছেন আরিফুলও। ১০৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১১৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আরিফুল। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৬ রান করেছে মোহামেডান। রান তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। এখনো পর্যন্ত ১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে দলটির স্কোর শূন্য। দলটির ওপেনার আব্দুল্লাহ আল মামুনকে ইনিংসের পঞ্চম বলে বোল্ড করেন আবু হায়দার রনি। ব্যাটিং করছেন রূপগঞ্জ অধিনায়ক ফরহাদ হোসেন এবং মাহফিজুল ইসলাম রবিন।
১, ৩ ও ৮—সংখ্যা তিনটি আর কিছুই নয়, ইমরুল কায়েসের পেশাদার ক্রিকেটে সর্বশেষ তিন ইনিংসের রান। এক অঙ্কের গণ্ডি পেরোতেই যেন হিমশিম খেতে থাকেন তিনি। অবশেষে ফর্মহীনতায় ভুগতে থাকা ইমরুল করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ইমরুল নেতৃত্ব দিচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাটিং পাওয়া মোহামেডানের হয়ে ওপেনিংয়ে নেমেছেন ইমরুল। রূপগঞ্জের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে বেশ ধুঁকতে থাকে মোহামেডান। ১৮.২ ওভারে ৩ উইকেটে ৫২ রান হয়ে যায় দলটির। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে খেলতে থাকেন ইমরুল। ৫ নম্বরে ব্যাটিংয়ে নামা আরিফুল ইসলামের সঙ্গে মিলে দলের হাল ধরেছেন মোহামেডান অধিনায়ক। ফিফটি ইমরুল তুলে নিয়েছেন ৭৫ বলে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১১৯ বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা। চতুর্থ উইকেটে আরিফুলের সঙ্গে ১৭৬ রানের জুটি গড়তে অবদান রাখেন ইমরুল। শেষ পর্যন্ত ১২৭ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৬ রান করে আউট হয়েছেন মোহামেডানের অধিনায়ক।
ইমরুলের মতো সেঞ্চুরি করেছেন আরিফুলও। ১০৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১১৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আরিফুল। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৬ রান করেছে মোহামেডান। রান তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। এখনো পর্যন্ত ১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে দলটির স্কোর শূন্য। দলটির ওপেনার আব্দুল্লাহ আল মামুনকে ইনিংসের পঞ্চম বলে বোল্ড করেন আবু হায়দার রনি। ব্যাটিং করছেন রূপগঞ্জ অধিনায়ক ফরহাদ হোসেন এবং মাহফিজুল ইসলাম রবিন।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
৩১ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে