ক্রীড়া ডেস্ক
২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। পয়েন্ট টেবিলে কখনো পাকিস্তান শীর্ষে উঠছে। কখনোবা পাকিস্তানকে নামিয়ে শীর্ষে উঠে যাচ্ছে ভারত। শুধু তাই নয়, গ্রুপের আরেক দল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তান দল দুটি পড়েছে ‘এ’ গ্রুপে। ৮ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম দিনই শুরু হয় ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে।আফগানিস্তানের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য ৭৫ বল হাতে রেখে ৭ উইকেটে জেতে ভারত অনূর্ধ্ব-১৯ দল। একই দিন নেপালকেও ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দল ১৫৩ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তানকে।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া ভারত ও পাকিস্তান এরপর মুখোমুখি হয় ১০ ডিসেম্বর। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ভারতের দেওয়া ২৬০ রানের লক্ষ্য পাকিস্তান জিতে যায় হেসেখেলে। ৩ ওভার হাতে রেখে ৮ উইকেটে জিতে যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের যুবারা তখন ভারতকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায়। একই দিনে নেপালকে ৭৩ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে চলে আসে আফগানিস্তান। +১.৫৬৩ নেট রানরেট নিয়ে পাকিস্তান উঠে যায় পয়েন্ট তালিকার শীর্ষে। তিন নম্বরে থাকা আফগানদের নেট রানরেট হয়েছে + ০.২০৩।
এরই মধ্যে আজ ‘এ’ গ্রুপের শেষ দিনের ম্যাচ চলছে। আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির দ্বিতীয় মাঠে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে বিধ্বস্ত করে শীর্ষে উঠে এসেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। নেপালের দেওয়া ৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ২৫৭ বল হাতে রেখেই ১০ উইকেটের জয় পায়। নেপালের যুবারা আনুষ্ঠানিকভাবে বাদ পড়েছে টুর্নামেন্ট থেকে। নেপালের নেট রানরেট এখন ৩.২০৭ ও +১.৮৫৬ নেট রানরেট নিয়ে শীর্ষে ভারত। দিনের অপর ম্যাচে দুবাইয়ে আইসিসির অ্যাকাডেমিতে খেলছে পাকিস্তান ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাটিং করা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৪৮ ওভারে ৩০৩ রানে অলআউট হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ৪ উইকেটে ৮৬ রান করেছে আফগানরা। পাকিস্তান জিতলে তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠে যাচ্ছে। আফগান অনূর্ধ্ব-১৯ দল জিতলে তখন চলে আসবে সমীকরণের হিসাব।
২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। পয়েন্ট টেবিলে কখনো পাকিস্তান শীর্ষে উঠছে। কখনোবা পাকিস্তানকে নামিয়ে শীর্ষে উঠে যাচ্ছে ভারত। শুধু তাই নয়, গ্রুপের আরেক দল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তান দল দুটি পড়েছে ‘এ’ গ্রুপে। ৮ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম দিনই শুরু হয় ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে।আফগানিস্তানের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য ৭৫ বল হাতে রেখে ৭ উইকেটে জেতে ভারত অনূর্ধ্ব-১৯ দল। একই দিন নেপালকেও ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দল ১৫৩ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তানকে।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া ভারত ও পাকিস্তান এরপর মুখোমুখি হয় ১০ ডিসেম্বর। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ভারতের দেওয়া ২৬০ রানের লক্ষ্য পাকিস্তান জিতে যায় হেসেখেলে। ৩ ওভার হাতে রেখে ৮ উইকেটে জিতে যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের যুবারা তখন ভারতকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায়। একই দিনে নেপালকে ৭৩ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে চলে আসে আফগানিস্তান। +১.৫৬৩ নেট রানরেট নিয়ে পাকিস্তান উঠে যায় পয়েন্ট তালিকার শীর্ষে। তিন নম্বরে থাকা আফগানদের নেট রানরেট হয়েছে + ০.২০৩।
এরই মধ্যে আজ ‘এ’ গ্রুপের শেষ দিনের ম্যাচ চলছে। আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির দ্বিতীয় মাঠে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে বিধ্বস্ত করে শীর্ষে উঠে এসেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। নেপালের দেওয়া ৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ২৫৭ বল হাতে রেখেই ১০ উইকেটের জয় পায়। নেপালের যুবারা আনুষ্ঠানিকভাবে বাদ পড়েছে টুর্নামেন্ট থেকে। নেপালের নেট রানরেট এখন ৩.২০৭ ও +১.৮৫৬ নেট রানরেট নিয়ে শীর্ষে ভারত। দিনের অপর ম্যাচে দুবাইয়ে আইসিসির অ্যাকাডেমিতে খেলছে পাকিস্তান ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাটিং করা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৪৮ ওভারে ৩০৩ রানে অলআউট হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ৪ উইকেটে ৮৬ রান করেছে আফগানরা। পাকিস্তান জিতলে তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠে যাচ্ছে। আফগান অনূর্ধ্ব-১৯ দল জিতলে তখন চলে আসবে সমীকরণের হিসাব।
আলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
৫ মিনিট আগেদিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১২ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
১২ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
১২ ঘণ্টা আগে