মূল মাঠে কেন অনুশীলন করছে না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৩, ২০: ৩৩
আপডেট : ০৭ মে ২০২৩, ২১: ২৬

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে পরশু। তবে এখনো ওয়ানডে সিরিজের ভেন্যু চেমসফোর্ডের সঙ্গে বাংলাদেশ দলের পরিচিত হওয়া হয়নি। আজ সংবাদ সম্মেলনে মূল মাঠে বাংলাদেশের পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়ার ব্যাখ্যা দিলেন তামিম ইকবাল।  

১ মে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যায় বাংলাদেশ ক্রিকেট দলের এক বহর। আর গত শুক্রবার ক্যামব্রিজের ফার্নার্স স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আয়ারল্যান্ড উলভস ও বাংলাদেশ দলের মধ্যকার একমাত্র প্রস্তুতি ম্যাচ। তবে ম্যাচ তো দূরে থাক, টসই হতে দিল না বৃষ্টি। বাংলাদেশ দল এই কদিন অনুশীলন করেছে ক্যামব্রিজের লেইস স্কুল মাঠে। প্রথম ওয়ানডের আগের দিন চেমসফোর্ডে শেষ অনুশীলন সেশন করবে বাংলাদেশ। কারণ, চেমসফোর্ডে আজ শেষ হয়েছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের এসেক্স-সারে ম্যাচ।  সংবাদ সম্মেলনে আজ তামিমের কথাতেও এসেছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচের প্রসঙ্গ, ‘আমরা যদি সেখানে সব সেশনে অনুশীলন করতাম, তাহলে হয়তো ব্যাপারটা অন্য রকম হতো। জিনিসগুলো আমাদের দেওয়া হয়নি, কারণ সেখানে খুব সম্ভবত কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটা খেলা চলছে। এগুলো অধিনায়ক বা আমাদের কোনো খেলোয়াড়ের নিয়ন্ত্রণে নাই। এগুলো নিয়ে না ভেবে ৯ তারিখ আমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তার জন্য আমরা মানসিকভাবে যতটুকু প্রস্তুতি নিতে পারি। আমি নিশ্চিত মানসিকভাবে আমরা যতটা প্রস্তুত হবে, ওটাই আমাদের সহায়তা করবে।’  

বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় পরশু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে। ১২ ও ১৪ মে হবে বাকি দুই ওয়ানডে। সব কটি ম্যাচই হবে চেমসফোর্ডে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত