ক্রীড়া ডেস্ক
শেন ওয়ার্ন নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন আড়াই বছর আগে। তবু লেগ স্পিন জাদুতে ব্যাটারদের যেভাবে নাচিয়ে ছেড়েছিলেন, তা অসংখ্য ক্রীড়াপ্রেমীর মনে গেঁথে আছে এখনো। বর্তমানে অসংখ্য লেগস্পিনারদের ভিড়ে আফগানিস্তানের রশিদ খান আলাদাভাবে নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের।
লেগস্পিনের পাশাপাশি শেষের দিকে নেমে ঝড় তুলতেও রশিদের জুড়ি মেলা ভার। সীমিত ওভারের ক্রিকেটে প্রায় সময়ই ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারেন তিনি। বিপিএল, আইপিএল, বিগ ব্যাশসহ বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে আফগান লেগস্পিনার হটকেক। ওয়ার্ন-রশিদদের মতো চ্যাম্পিয়ন লেগস্পিনারদের বিশ্বজুড়ে তৈরি হয়েছে অসংখ্য ফ্যানবেজ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের লেগস্পিনার ফাহিমা খাতুনের মুখে আজ শোনা গেছে তারকা লেগিদের নাম। মিরপুরে বিসিবির মিডিয়া ভবনে সংবাদ মাধ্যমকে ফাহিমা বলেন, ‘প্রথম থেকেই আমি ব্যক্তিগতভাবে রশিদ খান ও শেন ওয়ার্নের খুব বেশি ভক্ত। আমাদের যে লেগস্পিন গ্রুপ আছে, আমাদের যে কন্ডিশন, সেক্ষেত্রে আমার চাওয়া লেগস্পিন গ্রুপটা সামনে নেতৃত্ব দেবে।’
বাংলাদেশে লেগস্পিন অলরাউন্ডার হিসেবে এককালে সুনাম কুড়িয়েছিলেন অলক কাপালি। পরবর্তীতে আমিনুল ইসলাম বিপ্লব, জুবায়ের হোসেন লিখনরা এলেও লেগস্পিনের ভেলকি তেমন একটা দেখাতে পারেননি। যে লেগস্পিনার নিয়ে বাংলাদেশের এতদিনের হাহাকার ছিল, রিশাদ হোসেন সেই অপূর্ণতা ঘোচানোর চেষ্টা করছেন। জুনে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ উইকেট।
রিশাদের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশের ক্রিকেটে একটি বাস্তবতাও তুলে ধরেছেন ফাহিমা। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলে যেখানে লেগস্পিনারের সংকট, মেয়েদের ক্রিকেটে দেখা যাচ্ছে অন্য চিত্র। রুমানা খাতুন, ফাহিমার পাশাপাশি স্বর্ণা আকতার, রাবেয়া খানরা লেগ স্পিনে ভেলকি দেখিয়ে চলেছেন। ফাহিমা বলেন, ‘রিশাদ হোসেনের অল্প সময়ের মধ্যে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখতে পেরেছি। আমি মনে করি বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দলের চেয়েও নারী দলে বেশ কিছু লেগস্পিনার দেখা যায়।’
বাংলাদেশ নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছে অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে হলেও টানা ম্যাচ হারায় সেমিতে আর ওঠা হয়নি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দলের। সেই বিশ্বকাপ শেষে পরশু মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আইরিশদের বিপক্ষে সিরিজ শুরুর আগে আজ ফাহিমা বলেন,‘বিশ্বকাপে যখন আমরা প্রথম ম্যাচ জিতেছিলাম, আমাদের আশা অনেক বেড়ে গিয়েছিল। ইংল্যান্ডের সঙ্গেও দেখলাম যে ভালো ক্রিকেট খেলেছি। সেক্ষেত্রে আমাদের আরও একটা ম্যাচ জেতার সুযোগ ছিল। বিশ্বকাপের পর বলব আমাদের সামনে যে সিরিজটা এখন, সেটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি। দল হিসেবে মনে হয় আমাদের প্রস্তুতি ভালো হয়েছে।’
তিন ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ছয় ম্যাচের সবই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অথচ মিরপুরের পিচ নিয়ে সমালোচনা চলে প্রায় সময়ই। ফাহিমার কথাতেও তেমন কিছুর ইঙ্গিত মিলেছে। বাংলাদেশের লেগস্পিনার বলেন, ‘আসলে দেখুন যে আমাদের এশিয়া মহাদেশের দলগুলো এবং আপনারাও জানেন আমাদের পিচ কন্ডিশন নিয়ে। এখন এফটিপির যে খেলাগুলো খেলছি, আমি মনে করি স্পোর্টিং উইকেটে খুব কম খেলি। সেক্ষেত্রে আমাদের সেদিকে (স্পোর্টিং উইকেট) গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের বোর্ড থেকেও হয়তোবা সে ধরনের পিচে খেলে আমাদের মানিয়ে নেওয়ার জন্য তাঁরাও চেষ্টা করছেন। এ কারণে হয়তোবা একটু দূরত্ব তৈরি হয়। আমি মনে করি হোম কন্ডিশনে যে সুবিধা পাব, সেটা সঠিকভাবে কাজে লাগাতে পারি।’
শেন ওয়ার্ন নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন আড়াই বছর আগে। তবু লেগ স্পিন জাদুতে ব্যাটারদের যেভাবে নাচিয়ে ছেড়েছিলেন, তা অসংখ্য ক্রীড়াপ্রেমীর মনে গেঁথে আছে এখনো। বর্তমানে অসংখ্য লেগস্পিনারদের ভিড়ে আফগানিস্তানের রশিদ খান আলাদাভাবে নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের।
লেগস্পিনের পাশাপাশি শেষের দিকে নেমে ঝড় তুলতেও রশিদের জুড়ি মেলা ভার। সীমিত ওভারের ক্রিকেটে প্রায় সময়ই ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারেন তিনি। বিপিএল, আইপিএল, বিগ ব্যাশসহ বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে আফগান লেগস্পিনার হটকেক। ওয়ার্ন-রশিদদের মতো চ্যাম্পিয়ন লেগস্পিনারদের বিশ্বজুড়ে তৈরি হয়েছে অসংখ্য ফ্যানবেজ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের লেগস্পিনার ফাহিমা খাতুনের মুখে আজ শোনা গেছে তারকা লেগিদের নাম। মিরপুরে বিসিবির মিডিয়া ভবনে সংবাদ মাধ্যমকে ফাহিমা বলেন, ‘প্রথম থেকেই আমি ব্যক্তিগতভাবে রশিদ খান ও শেন ওয়ার্নের খুব বেশি ভক্ত। আমাদের যে লেগস্পিন গ্রুপ আছে, আমাদের যে কন্ডিশন, সেক্ষেত্রে আমার চাওয়া লেগস্পিন গ্রুপটা সামনে নেতৃত্ব দেবে।’
বাংলাদেশে লেগস্পিন অলরাউন্ডার হিসেবে এককালে সুনাম কুড়িয়েছিলেন অলক কাপালি। পরবর্তীতে আমিনুল ইসলাম বিপ্লব, জুবায়ের হোসেন লিখনরা এলেও লেগস্পিনের ভেলকি তেমন একটা দেখাতে পারেননি। যে লেগস্পিনার নিয়ে বাংলাদেশের এতদিনের হাহাকার ছিল, রিশাদ হোসেন সেই অপূর্ণতা ঘোচানোর চেষ্টা করছেন। জুনে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ উইকেট।
রিশাদের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশের ক্রিকেটে একটি বাস্তবতাও তুলে ধরেছেন ফাহিমা। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলে যেখানে লেগস্পিনারের সংকট, মেয়েদের ক্রিকেটে দেখা যাচ্ছে অন্য চিত্র। রুমানা খাতুন, ফাহিমার পাশাপাশি স্বর্ণা আকতার, রাবেয়া খানরা লেগ স্পিনে ভেলকি দেখিয়ে চলেছেন। ফাহিমা বলেন, ‘রিশাদ হোসেনের অল্প সময়ের মধ্যে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখতে পেরেছি। আমি মনে করি বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দলের চেয়েও নারী দলে বেশ কিছু লেগস্পিনার দেখা যায়।’
বাংলাদেশ নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছে অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে হলেও টানা ম্যাচ হারায় সেমিতে আর ওঠা হয়নি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দলের। সেই বিশ্বকাপ শেষে পরশু মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আইরিশদের বিপক্ষে সিরিজ শুরুর আগে আজ ফাহিমা বলেন,‘বিশ্বকাপে যখন আমরা প্রথম ম্যাচ জিতেছিলাম, আমাদের আশা অনেক বেড়ে গিয়েছিল। ইংল্যান্ডের সঙ্গেও দেখলাম যে ভালো ক্রিকেট খেলেছি। সেক্ষেত্রে আমাদের আরও একটা ম্যাচ জেতার সুযোগ ছিল। বিশ্বকাপের পর বলব আমাদের সামনে যে সিরিজটা এখন, সেটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি। দল হিসেবে মনে হয় আমাদের প্রস্তুতি ভালো হয়েছে।’
তিন ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ছয় ম্যাচের সবই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অথচ মিরপুরের পিচ নিয়ে সমালোচনা চলে প্রায় সময়ই। ফাহিমার কথাতেও তেমন কিছুর ইঙ্গিত মিলেছে। বাংলাদেশের লেগস্পিনার বলেন, ‘আসলে দেখুন যে আমাদের এশিয়া মহাদেশের দলগুলো এবং আপনারাও জানেন আমাদের পিচ কন্ডিশন নিয়ে। এখন এফটিপির যে খেলাগুলো খেলছি, আমি মনে করি স্পোর্টিং উইকেটে খুব কম খেলি। সেক্ষেত্রে আমাদের সেদিকে (স্পোর্টিং উইকেট) গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের বোর্ড থেকেও হয়তোবা সে ধরনের পিচে খেলে আমাদের মানিয়ে নেওয়ার জন্য তাঁরাও চেষ্টা করছেন। এ কারণে হয়তোবা একটু দূরত্ব তৈরি হয়। আমি মনে করি হোম কন্ডিশনে যে সুবিধা পাব, সেটা সঠিকভাবে কাজে লাগাতে পারি।’
আলোচনায় থেকেও শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন না মোস্তাফিজুর রহমান। ২০২৫ আইপিএলের মেগা নিলামে এই বাঁহাতি পেসারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। আজ জেদ্দায় নিলামের দ্বিতীয় দিনে উঠে তাঁর নামও
৮ মিনিট আগেওয়ানডে খেলেছেন ৮ টি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকই হয়নি। নাম ডাকও তেমন ছিল না। সবশেষ বাংলাদেশ সিরিজই যেন আশীর্বাদ হলো আল্লাহ মোহাম্মদ গজনফারের। নুর আহমেদ-রহমানউল্লাহ গুরবাজদের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন এই রহস্য স্পিনার।
১ ঘণ্টা আগেব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারত অবশেষে দিশা খুঁজে পেল পার্থে। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। বিশাল জয়ে এশিয়ার দলটি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও ফেরত পেয়েছে হারানো সিংহাসন।
৪ ঘণ্টা আগেটেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
৬ ঘণ্টা আগে