নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০১৯ ওয়ানডে বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তাসকিন আহমেদ। ২০২৩ বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন, কিন্তু চোট পিছু ছাড়ল না। অস্বস্তি নিয়ে খেলতে হলো টুর্নামেন্টটা। আরেকটি আইসিসির টুর্নামেন্ট সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে কী দারুণ ছন্দে তাসকিন, ঠিক এ সময়েই চোটে পড়লেন বাংলাদেশি ফাস্ট বোলার।
মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ে ডাইভ দিতে গিয়ে চোট পান তাসকিন। গতকাল সকালে অনুশীলনের সময় অস্বস্তি অনুভব করায় পরে আর ম্যাচও খেলেননি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আক্ষেপ নিয়েই বিসিবি কার্যালয়ে বলছিলেন, ‘দুঃখ তো এটাই, সেরা পেসারদের মধ্যে মনে হচ্ছিল তাসকিনকে। ওর এখনই চোটে পড়ার সময় হলো? ঠিক বিশ্বকাপের আগে? গতবার ইবাদত হোসেনকে পাইনি আমরা।’
কাল রাতেই তাসকিনের চোটের স্ক্যান রিপোর্ট পাওয়ার কথা বিসিবির মেডিকেল বিভাগের। যে রিপোর্টের ওপর নির্ভর করছে বিশ্বকাপে তাঁর খেলা। জিম্বাবুয়ের বিপক্ষে কী অসাধারণ একটা সিরিজই-না কাটিয়েছেন এ পেসার। ৪ ম্যাচে ৪.৫৬ ইকোনমিতে ৮ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার হাতে তুলেছেন। একই দিনে চোটের বিষাদ আর সিরিজসেরা হওয়ার হরিষ—মিশ্র এক অনুভূতি তাসকিনের।
সেই বিষাদ আড়াল করে হাসিমুখে বিশ্বকাপে নিজের খেলা নিয়ে তাসকিন কাল স্টেডিয়াম থেকে বেরোনোর সময় বলে গেলেন, ‘ফিফটি-ফিফটি। যা হওয়ার হবে। বিশ্বকাপ খেলতে পারব কি না, এখনো বলা যাচ্ছে না, একটু ব্যথা আছে। রিপোর্টটা এলে বুঝতে পারব।’ মাঠ থেকে তাসকিনকে নিয়ে যেতে এসেছিলেন তাঁর বাবা। সিরিজসেরা, একই সঙ্গে চোটে বিশ্বকাপ শঙ্কায় কিছুটা দুর্ভাগা তাসকিন? বললেন, ‘নাহ্, আলহামদুলিল্লাহ, আমি সব সময় ভাগ্যবান।’
মনের কষ্ট আড়াল করতেই হয়তো নিজেকে ‘ভাগ্যবান’ বলে দাবি তাসকিনের। তিনি এবার কতটা ভাগ্যবান, সেটি বোঝা যেতে পারে আজ। তাঁর অপেক্ষায় নির্বাচকেরা। তাসকিনের অবস্থা বুঝেই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করবেন তাঁরা। দলের সেরা পেসারের চোটে চিন্তিত বিসিবি সভাপতি পাপনও। সংবাদমাধ্যমকে কাল তিনি বলেছেন, ‘ওর চোট আছে। কালকে (আজ) সকালে রিপোর্ট পাওয়ার পর দেখতে হবে, কত দিন ওর লাগতে পারে ফিট হতে। দ্রুত ওকে সারিয়ে তোলার সুযোগ আছে কি না। সাধারণত দুই থেকে তিন সপ্তাহের বিশ্রাম দেবে। এটা দুই সপ্তাহ হয় বা তিন সপ্তাহ হলে কী করব, এটাকে দ্রুত করার কোনো উপায় আছে কি না, দরকার হলে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে কথা বলব, এখনই যোগাযোগ করব। যদি দ্রুত সারিয়ে তোলা যায়, তাহলে এক ব্যাপার, আর যদি দেখা যায় আসলেই দেরি হবে, তাহলে আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’
২০১৯ ওয়ানডে বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তাসকিন আহমেদ। ২০২৩ বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন, কিন্তু চোট পিছু ছাড়ল না। অস্বস্তি নিয়ে খেলতে হলো টুর্নামেন্টটা। আরেকটি আইসিসির টুর্নামেন্ট সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে কী দারুণ ছন্দে তাসকিন, ঠিক এ সময়েই চোটে পড়লেন বাংলাদেশি ফাস্ট বোলার।
মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ে ডাইভ দিতে গিয়ে চোট পান তাসকিন। গতকাল সকালে অনুশীলনের সময় অস্বস্তি অনুভব করায় পরে আর ম্যাচও খেলেননি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আক্ষেপ নিয়েই বিসিবি কার্যালয়ে বলছিলেন, ‘দুঃখ তো এটাই, সেরা পেসারদের মধ্যে মনে হচ্ছিল তাসকিনকে। ওর এখনই চোটে পড়ার সময় হলো? ঠিক বিশ্বকাপের আগে? গতবার ইবাদত হোসেনকে পাইনি আমরা।’
কাল রাতেই তাসকিনের চোটের স্ক্যান রিপোর্ট পাওয়ার কথা বিসিবির মেডিকেল বিভাগের। যে রিপোর্টের ওপর নির্ভর করছে বিশ্বকাপে তাঁর খেলা। জিম্বাবুয়ের বিপক্ষে কী অসাধারণ একটা সিরিজই-না কাটিয়েছেন এ পেসার। ৪ ম্যাচে ৪.৫৬ ইকোনমিতে ৮ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার হাতে তুলেছেন। একই দিনে চোটের বিষাদ আর সিরিজসেরা হওয়ার হরিষ—মিশ্র এক অনুভূতি তাসকিনের।
সেই বিষাদ আড়াল করে হাসিমুখে বিশ্বকাপে নিজের খেলা নিয়ে তাসকিন কাল স্টেডিয়াম থেকে বেরোনোর সময় বলে গেলেন, ‘ফিফটি-ফিফটি। যা হওয়ার হবে। বিশ্বকাপ খেলতে পারব কি না, এখনো বলা যাচ্ছে না, একটু ব্যথা আছে। রিপোর্টটা এলে বুঝতে পারব।’ মাঠ থেকে তাসকিনকে নিয়ে যেতে এসেছিলেন তাঁর বাবা। সিরিজসেরা, একই সঙ্গে চোটে বিশ্বকাপ শঙ্কায় কিছুটা দুর্ভাগা তাসকিন? বললেন, ‘নাহ্, আলহামদুলিল্লাহ, আমি সব সময় ভাগ্যবান।’
মনের কষ্ট আড়াল করতেই হয়তো নিজেকে ‘ভাগ্যবান’ বলে দাবি তাসকিনের। তিনি এবার কতটা ভাগ্যবান, সেটি বোঝা যেতে পারে আজ। তাঁর অপেক্ষায় নির্বাচকেরা। তাসকিনের অবস্থা বুঝেই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করবেন তাঁরা। দলের সেরা পেসারের চোটে চিন্তিত বিসিবি সভাপতি পাপনও। সংবাদমাধ্যমকে কাল তিনি বলেছেন, ‘ওর চোট আছে। কালকে (আজ) সকালে রিপোর্ট পাওয়ার পর দেখতে হবে, কত দিন ওর লাগতে পারে ফিট হতে। দ্রুত ওকে সারিয়ে তোলার সুযোগ আছে কি না। সাধারণত দুই থেকে তিন সপ্তাহের বিশ্রাম দেবে। এটা দুই সপ্তাহ হয় বা তিন সপ্তাহ হলে কী করব, এটাকে দ্রুত করার কোনো উপায় আছে কি না, দরকার হলে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে কথা বলব, এখনই যোগাযোগ করব। যদি দ্রুত সারিয়ে তোলা যায়, তাহলে এক ব্যাপার, আর যদি দেখা যায় আসলেই দেরি হবে, তাহলে আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৬ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৮ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৯ ঘণ্টা আগে